15-02-2019, 07:56 AM
(14-02-2019, 12:12 PM)Neelkantha Wrote:প্রথমেই লেখিকার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এত দেরীতে (গল্পটি শেষ হয়ে যাওয়ার পরে) মন্তব্য করার জন্য। এত সুন্দর একটি গল্প প্রথমে পড়ি নি, সেটা আমারই মূর্খামী। যাক, It's always better late, than never. গোটা গল্পটা পড়লাম। খুব সুন্দর হয়েছে। এইরকম লেখনীর গল্প ভবিষ্যতে আরো, আরো অনেক চাই। ভবিষ্যতের জন্য অসংখ্য শুভেচ্ছা। সেই সাথে যৎসামান্য রেপু।
বালুচর ছুঁয়ে ঢেউদের আলেয়া;
ক্যানভাসে থাক ভেজা ভেজা রং তুলি!
ছন্দ ভুলে হঠাৎ করেই
উড়ানের হাতছানি!
স্বপ্ন পেরোয় রোজনামচার
জীবনের কথালিপি!!
নাই বা দিলাম শুকনো ধন্যবাদ
থেকে যাক অফুরন্ত ভালবাসা
নীলপরি র নিবেদন ।
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।