22-03-2020, 06:17 PM
(15-03-2020, 06:59 PM)sairaali111 Wrote:শব্দটি বহু ব্যবহারে '' ক্লিশে '' হয়ে গেছে সন্দেহ নাই । শুধু বহু-ব্যবহারেই বা কেন - অপ-ব্যবহারেও ওটির পিনদ্ধতা ক্রমহ্রাসমান । আসলে সংযোগ এবং/অথবা প্রয়োগ - উভয়ক্ষেত্রেই আমরা অধিকাংশজনই তেমন সতর্ক-সাবধানী নই । অধিকাংশ সময়-ই । তাই , 'শব্দ'টির অ-যথা অথবা অপ-প্রযুক্তিও ঘটে । - তবু , অনেকসময় উপায়-অন্ধ গত্যন্তরহীনতার গোলকধাঁধায় ঘুরপাক খাই আমরা । তখন ঘুরে-ফিরে সেই বহু ব্যবহারে দীর্ণ-জীর্ণ ''ক্লিশে''-হওয়া শব্দটির সামনেই নতজানু না-হয় সাষ্টাঙ্গ হতে হয় । হতে-ই হয় । যেমন, এখন হচ্ছে । আপনার সামনে - স-(রস)-রচনা আপনার সামনে - আর সঙ্গী সে-ই '' ক্লিশে '' শব্দটি-ই । - '' অ সা ধা র ণ '' !! - প্রীতি-সালাম ।
গল্পের রিভিউ টাও একটা শিল্প ! হ্যাটস অফ !