20-03-2020, 08:05 PM
পর্ব-০৭
------------------------------------
পিছনে তাকাতেই আমি অবাক।দেখি একটা বখাটে ছুড়ি দিয়ে আমাকে আঘাত করার সময় নিলা ছুড়িটা ধরে ফেলেছে। নিলার হাত থেকে অনবরত রক্ত বের হচ্ছে। নিলা চিত্কার করছে। বুকে চিন চিন ব্যথা অনুভব করছি। মনে হচ্ছে নিলার না আমার হাত কেটে গেছে।
এমন সময় অনেকগুলো লোক এসে বখাটেগুলোকে খুব মারছে।
আমার আর বুঝতে বাকি রইলো না ওনারা মামার লোক। আমি দ্রুত নিলাকে নিয়ে পাশের একটা হাসপাতালে নিয়ে গেলাম। খুব কষ্ট হচ্ছে আমার।
:-----তুমি কেনো এমন করতে গেলে।(আমি)
:-----তোমার যদি কিছু হয়ে যেতো।(কান্না করতে করতে নিলা)
:-----আমার কিছু হলে কি হতো।কিন্ত তুমি এটা কেনো করলে।
:-----তোমার কিছু হলে সেটা আমার কাছে আরো বেশি কষ্টের হতো।(কান্না করেই যাচ্ছে)
:-----পাগলামোর একটা সীমা আছে।এরকম আর কখনো করবা না।
চলে আসলাম হাসপাতালে।
:-----ডাক্তার সাহেব ওকে একটু দেখেন।(আমি)
:-----হুমম।(ডাক্তার)
একটু পরে.....
:-----ওনার হাত অনেকখানি কেটে গেছে।অনেক রক্ত পড়েছে।তাই (--) গ্রুপ এর রক্ত লাগবে।(ডাক্তার)
:-----আমার রক্তের গ্রুপ (--)।আমিই রক্ত দিবো।(আমি)
:-----ওকে চলুন।(ডাক্তার)
:-----হুমম।(আমি)
তারপর নিলাকে রক্ত দিলাম একটুপরে ডাক্তার সাহেব নিলার হাত ব্যান্ডেজ করে দিলো।
:-----ওনাকে চাইলে এখনি বাসায় নিয়ে যেতে পারেন।কিন্তু ওনাকে দিয়ে কোনো কাজ করাবেন না কয়েকদিন।(ডাক্তার)
:-----থ্যাংক ইউ ডাক্তার সাহেব।(আমি)
নিলাকে নিয়ে বাসায় চলে আসলাম। সবাই খুব চিন্তিত হয়ে আছে। আমি সবাইকে বলে দিলাম চিন্তার কোনো কারণ নেই। নিলাকে ওর রোমে দিয়ে আমি আমার রোমে চলে গেলাম। এখন নিজেকে আরো বেশি অপরাধী মনে হচ্ছে। আমার জন্যেই এরকম হলো। কিছুক্ষন বিশ্রাম নিলাম। এরপর নিলার রোমের দিকে গেলাম।
:-----আসবো।(আমি)
:-----এতে আবার জিজ্ঞেস করার কি আছে।(নিলা)
:-----ব্যথা কি একটু কমেছে।
:-----হ্যাঁ একটু কমেছে।
:-----রাতে ওষুধ খেয়ে একটু ছাদে এসো
:-----কেনো বলো তো।
:-----থাক আসতে হবে না।আমি গেলাম।
:-----আরে আমি তো মজা করছিলাম।রাগ করো কেনো।
:-----ওকে এসো কিন্তু আমি গেলাম।
:-----একটু এদিকে আসো তো।
:-----কি।(একটু কাছে গিয়ে)
:-----আরো কাছে আসো একটা কথা বলবো।
:-----হুমম্ বলো।
:-----উম্মাহ।
:-----এটা কি করলা।
:-----চোখে কম দেখো নাকি।
:-----এখন থেকে মনে হয় আর দেখবোই না।
:-----কেনো দেখবে না।
:-----এমনিই।
নিলার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। নিলা লজ্জায় মাথা নিচু করলো।
নিলার রোমটা আমার রোমের পাশাপাশি হওয়ায় সুবিধাই হয়েছে। আমার রোমে চলে আসলাম। শুয়ে শুয়ে নিলার কথা ভাবছি। খুব ভালোবেসে ফেলেছি মেয়েটাকে। একটু পরে ঝিনাত খাওয়ার জন্যে ডাকলো। খাওয়া শেষ করে নিলার খাবারটা নিলার রোমে দিয়ে আসতে বললাম। একটু পরে নিলার রোমে গেলাম।
:-----কি করছো।(আমি)
:-----কিছু না।(নিলা)
:-----আমাকে মিস করছিলে।
:-----না তো...তোম...তোমাকে কে...কেনো মিস করবো।(তোতলাতে তোতলাতে নিলা)
:-----তাহলে যাই।আমাকে যখন মনেই করো না তাহলে আর এখানে থেকে কি হবে।(একটু ভাব নিয়ে আমি)
:-----আরে রাগ করছো কেনো।আমি তো তোমার কথাই ভাবছিলাম।
:-----তাহলে মিথ্যে বললে কেনো।
:-----আরে এমনিই।
:-----এখন হা করো দেখি।
:-----না আমি খাবো না।
:-----বাচ্চাদের মতো পাগলামো করো না তো।
নিলাকে খাবার খাইয়ে সাথে ঔষধ খাইয়ে দিলাম।
:-----আমি একটু পরে আসছি।
:-----ওকে।
আমার রোমে চলে গেলাম। একটু বিশ্রাম নিয়ে নিলাম। এখন ছাদে যাওয়া যাবে না। সবাই এখনো ঘুমোয়নি। কিছুক্ষন পরে নিলার রোমে গেলাম। গিয়ে দেখি মোবাইলে ভিডিও দেখছে।
:-----চলো এখন।
:-----কোথায়।
:-----কোথায় মানে।বলেছিলাম না ছাদে যাবো।
:-----না আমি যাবো না।
:-----কেনো।
:-----যাবো না মানে জোর করে নিয়ে যেতে হয় এটা কি কারো জানা নেই।
:-----ওহ্ বুঝেছি।
:-----কচু বুঝেছো
আমি আর কিছু না বলে নিলাকে কোলে তুলে নিলাম।
:-----কি করছো।
:-----চুপ করো তো।একটা আটার বস্তা।(নিলাকে রাগানোর জন্যে)
:-----কিহ্।আমি আটার বস্তা।
:-----তা নয়তো কি।
:-----তাহলে আমাকে কোলে নিতে হবে না।
:-----আরে বাবুটা রাগ করো কেনো।আমি তো মজা করছিলাম।
:-----অনেক মজা করা শিখে গেছ।
:-----হি হি।(বাজে একটা হাসি দিলাম)
ছাদে চলে আসলাম। ছাদের এক কোনে একটা দোলনা আছে ওটায় নিয়ে বসালাম। এখন প্রায় মধ্যরাত। গ্রাম পুরো নিস্তব্ধ। পূর্ণিমা রাত তাই নিলার মুখটা ভালো ভাবে দেখা যাচ্ছে। চাঁদের আলো সোজা নিলার মুখে পড়ছে। অপ্সরী লাগছে পুরো। আমি ফিদা।
বারবার ওর প্রেমে পড়ছি নতুন করে।
:-----এই ওভাবে তাকিয়ে আছো কেনো।
:-----কিছু বললাম না।আসলে আমার ধ্যান নিলাল কথায় নেই।
:-----এই আকাশ কিছু বলছো না কেনো।
:-----কি...কি...হ্যাঁ...হ্যাঁ...(নিলার ডাকে এবার ধ্যান ভাঙলো)
:-----এমন তোতলাচ্ছো কেনো।
:-----আজকে তোমাকে খুব সুন্দর লাগছে।তোমার প্রেমে পড়ে যাচ্ছি বারবার।
:-----হয়েছে।এখনো প্রপোজই করলো না আবার কথা।(মুখ ভেংচি দিয়ে কথাটা বললো)
আমিও কম যাই কিসে। হাঁটু গেড়ে কিছুটা ফিল্মি স্টাইলে.....
:-----ওহে নীল পরী।
হবে কি আমার প্রতিদিন মধ্যরাতে খোলা রাস্তায় হাঁটার সঙ্গী।
হবে কি আমার সাথে বৃষ্টিটে ভেজার সঙ্গী।
দিবে কি তোমার কাঁধে মাথা রেখে চাঁদ দেখার সুযোগ।
দিবে কি তোমার সুইট সুইট দুইটা বাবুর আব্বু হওয়ার সুযোগ।
নিবে কি আমার অগোছালো জীবনটাকে গুছিয়ে দেওয়ার দায়িত্ব।
নিবে কি আমার জীবনটাকে তেজপাতা করার সুযোগ।
করবে কি সারাজীবন সাথে থাকার ওয়াদা।(মেলায় কেনা পায়েলটা বের করে বললাম)
:-----হুমম।নেবো তোমার জীবন তেজপাতা করার দায়িত্ব।
কখনো তোমাকে ছেড়ে যাবো না।(কিছুটা অশ্রুমিশ্রিত কন্ঠে নিলা বললো)
:-----পাগলী মেয়ে কান্না করছো কেনো।
:-----আজ খুব খুশি লাগছে।তাই চোখ দিয়ে পানি চলে এসেছে।
আমি নিলার পা টা আমার পায়ের উপরে দিয়ে পায়েলটা পড়িয়ে দিলাম। নিলার দিকে তাকিয়ে দেখি মুখে হাসি আর চোখে পানি। আর কিছু বললাম না। দোলনায় বসে বসে পড়লাম। নিলা আমার কাঁধে মাথা রাখলো। অন্যরকম অনুভূতি হচ্ছে যা বলে বোঝানো যাবে না। কতক্ষণ ধরে বসে আছি বুঝা মুশকিল। কেননা নিলা সাথে থাকলে সময় কিভাবে চলে যায় বুঝতেই পারি না।
নিলা দিকে তাকিয়ে দেখি ঘুমিয়ে গেছে। উফফ নিলার ঘুমন্ত চেহারা যা লাগছে। আমার তো ইচ্ছা করছে সারাজীবন এভাবেই ওর এই মায়াবী চেহারাটার দিকে তাকিয়ে থাকি। আরো কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থেকে নিলার কপালে একটা চুমু দিলাম। এতে নিলা কিছুটা নড়ে উঠে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। অনেক রাত হয়েছে তাই নিলাকে কোলে তুলে ওর রোমে নিয়ে শুইয়ে দিয়ে আসলাম।
এবারো খুব শক্ত করে জড়িয়ে ধরলো। আমি ওকে হালকা ভাবে ছাড়িয়ে আমার রোমে চলে গেলাম।
অল্প কিছুক্ষনের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। খুব শান্তি লাগছে আজ। পরেরদিন সকালে ঘুম ভাঙতেই আমি অবাক....
চলবে.......
------------------------------------
পিছনে তাকাতেই আমি অবাক।দেখি একটা বখাটে ছুড়ি দিয়ে আমাকে আঘাত করার সময় নিলা ছুড়িটা ধরে ফেলেছে। নিলার হাত থেকে অনবরত রক্ত বের হচ্ছে। নিলা চিত্কার করছে। বুকে চিন চিন ব্যথা অনুভব করছি। মনে হচ্ছে নিলার না আমার হাত কেটে গেছে।
এমন সময় অনেকগুলো লোক এসে বখাটেগুলোকে খুব মারছে।
আমার আর বুঝতে বাকি রইলো না ওনারা মামার লোক। আমি দ্রুত নিলাকে নিয়ে পাশের একটা হাসপাতালে নিয়ে গেলাম। খুব কষ্ট হচ্ছে আমার।
:-----তুমি কেনো এমন করতে গেলে।(আমি)
:-----তোমার যদি কিছু হয়ে যেতো।(কান্না করতে করতে নিলা)
:-----আমার কিছু হলে কি হতো।কিন্ত তুমি এটা কেনো করলে।
:-----তোমার কিছু হলে সেটা আমার কাছে আরো বেশি কষ্টের হতো।(কান্না করেই যাচ্ছে)
:-----পাগলামোর একটা সীমা আছে।এরকম আর কখনো করবা না।
চলে আসলাম হাসপাতালে।
:-----ডাক্তার সাহেব ওকে একটু দেখেন।(আমি)
:-----হুমম।(ডাক্তার)
একটু পরে.....
:-----ওনার হাত অনেকখানি কেটে গেছে।অনেক রক্ত পড়েছে।তাই (--) গ্রুপ এর রক্ত লাগবে।(ডাক্তার)
:-----আমার রক্তের গ্রুপ (--)।আমিই রক্ত দিবো।(আমি)
:-----ওকে চলুন।(ডাক্তার)
:-----হুমম।(আমি)
তারপর নিলাকে রক্ত দিলাম একটুপরে ডাক্তার সাহেব নিলার হাত ব্যান্ডেজ করে দিলো।
:-----ওনাকে চাইলে এখনি বাসায় নিয়ে যেতে পারেন।কিন্তু ওনাকে দিয়ে কোনো কাজ করাবেন না কয়েকদিন।(ডাক্তার)
:-----থ্যাংক ইউ ডাক্তার সাহেব।(আমি)
নিলাকে নিয়ে বাসায় চলে আসলাম। সবাই খুব চিন্তিত হয়ে আছে। আমি সবাইকে বলে দিলাম চিন্তার কোনো কারণ নেই। নিলাকে ওর রোমে দিয়ে আমি আমার রোমে চলে গেলাম। এখন নিজেকে আরো বেশি অপরাধী মনে হচ্ছে। আমার জন্যেই এরকম হলো। কিছুক্ষন বিশ্রাম নিলাম। এরপর নিলার রোমের দিকে গেলাম।
:-----আসবো।(আমি)
:-----এতে আবার জিজ্ঞেস করার কি আছে।(নিলা)
:-----ব্যথা কি একটু কমেছে।
:-----হ্যাঁ একটু কমেছে।
:-----রাতে ওষুধ খেয়ে একটু ছাদে এসো
:-----কেনো বলো তো।
:-----থাক আসতে হবে না।আমি গেলাম।
:-----আরে আমি তো মজা করছিলাম।রাগ করো কেনো।
:-----ওকে এসো কিন্তু আমি গেলাম।
:-----একটু এদিকে আসো তো।
:-----কি।(একটু কাছে গিয়ে)
:-----আরো কাছে আসো একটা কথা বলবো।
:-----হুমম্ বলো।
:-----উম্মাহ।
:-----এটা কি করলা।
:-----চোখে কম দেখো নাকি।
:-----এখন থেকে মনে হয় আর দেখবোই না।
:-----কেনো দেখবে না।
:-----এমনিই।
নিলার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। নিলা লজ্জায় মাথা নিচু করলো।
নিলার রোমটা আমার রোমের পাশাপাশি হওয়ায় সুবিধাই হয়েছে। আমার রোমে চলে আসলাম। শুয়ে শুয়ে নিলার কথা ভাবছি। খুব ভালোবেসে ফেলেছি মেয়েটাকে। একটু পরে ঝিনাত খাওয়ার জন্যে ডাকলো। খাওয়া শেষ করে নিলার খাবারটা নিলার রোমে দিয়ে আসতে বললাম। একটু পরে নিলার রোমে গেলাম।
:-----কি করছো।(আমি)
:-----কিছু না।(নিলা)
:-----আমাকে মিস করছিলে।
:-----না তো...তোম...তোমাকে কে...কেনো মিস করবো।(তোতলাতে তোতলাতে নিলা)
:-----তাহলে যাই।আমাকে যখন মনেই করো না তাহলে আর এখানে থেকে কি হবে।(একটু ভাব নিয়ে আমি)
:-----আরে রাগ করছো কেনো।আমি তো তোমার কথাই ভাবছিলাম।
:-----তাহলে মিথ্যে বললে কেনো।
:-----আরে এমনিই।
:-----এখন হা করো দেখি।
:-----না আমি খাবো না।
:-----বাচ্চাদের মতো পাগলামো করো না তো।
নিলাকে খাবার খাইয়ে সাথে ঔষধ খাইয়ে দিলাম।
:-----আমি একটু পরে আসছি।
:-----ওকে।
আমার রোমে চলে গেলাম। একটু বিশ্রাম নিয়ে নিলাম। এখন ছাদে যাওয়া যাবে না। সবাই এখনো ঘুমোয়নি। কিছুক্ষন পরে নিলার রোমে গেলাম। গিয়ে দেখি মোবাইলে ভিডিও দেখছে।
:-----চলো এখন।
:-----কোথায়।
:-----কোথায় মানে।বলেছিলাম না ছাদে যাবো।
:-----না আমি যাবো না।
:-----কেনো।
:-----যাবো না মানে জোর করে নিয়ে যেতে হয় এটা কি কারো জানা নেই।
:-----ওহ্ বুঝেছি।
:-----কচু বুঝেছো
আমি আর কিছু না বলে নিলাকে কোলে তুলে নিলাম।
:-----কি করছো।
:-----চুপ করো তো।একটা আটার বস্তা।(নিলাকে রাগানোর জন্যে)
:-----কিহ্।আমি আটার বস্তা।
:-----তা নয়তো কি।
:-----তাহলে আমাকে কোলে নিতে হবে না।
:-----আরে বাবুটা রাগ করো কেনো।আমি তো মজা করছিলাম।
:-----অনেক মজা করা শিখে গেছ।
:-----হি হি।(বাজে একটা হাসি দিলাম)
ছাদে চলে আসলাম। ছাদের এক কোনে একটা দোলনা আছে ওটায় নিয়ে বসালাম। এখন প্রায় মধ্যরাত। গ্রাম পুরো নিস্তব্ধ। পূর্ণিমা রাত তাই নিলার মুখটা ভালো ভাবে দেখা যাচ্ছে। চাঁদের আলো সোজা নিলার মুখে পড়ছে। অপ্সরী লাগছে পুরো। আমি ফিদা।
বারবার ওর প্রেমে পড়ছি নতুন করে।
:-----এই ওভাবে তাকিয়ে আছো কেনো।
:-----কিছু বললাম না।আসলে আমার ধ্যান নিলাল কথায় নেই।
:-----এই আকাশ কিছু বলছো না কেনো।
:-----কি...কি...হ্যাঁ...হ্যাঁ...(নিলার ডাকে এবার ধ্যান ভাঙলো)
:-----এমন তোতলাচ্ছো কেনো।
:-----আজকে তোমাকে খুব সুন্দর লাগছে।তোমার প্রেমে পড়ে যাচ্ছি বারবার।
:-----হয়েছে।এখনো প্রপোজই করলো না আবার কথা।(মুখ ভেংচি দিয়ে কথাটা বললো)
আমিও কম যাই কিসে। হাঁটু গেড়ে কিছুটা ফিল্মি স্টাইলে.....
:-----ওহে নীল পরী।
হবে কি আমার প্রতিদিন মধ্যরাতে খোলা রাস্তায় হাঁটার সঙ্গী।
হবে কি আমার সাথে বৃষ্টিটে ভেজার সঙ্গী।
দিবে কি তোমার কাঁধে মাথা রেখে চাঁদ দেখার সুযোগ।
দিবে কি তোমার সুইট সুইট দুইটা বাবুর আব্বু হওয়ার সুযোগ।
নিবে কি আমার অগোছালো জীবনটাকে গুছিয়ে দেওয়ার দায়িত্ব।
নিবে কি আমার জীবনটাকে তেজপাতা করার সুযোগ।
করবে কি সারাজীবন সাথে থাকার ওয়াদা।(মেলায় কেনা পায়েলটা বের করে বললাম)
:-----হুমম।নেবো তোমার জীবন তেজপাতা করার দায়িত্ব।
কখনো তোমাকে ছেড়ে যাবো না।(কিছুটা অশ্রুমিশ্রিত কন্ঠে নিলা বললো)
:-----পাগলী মেয়ে কান্না করছো কেনো।
:-----আজ খুব খুশি লাগছে।তাই চোখ দিয়ে পানি চলে এসেছে।
আমি নিলার পা টা আমার পায়ের উপরে দিয়ে পায়েলটা পড়িয়ে দিলাম। নিলার দিকে তাকিয়ে দেখি মুখে হাসি আর চোখে পানি। আর কিছু বললাম না। দোলনায় বসে বসে পড়লাম। নিলা আমার কাঁধে মাথা রাখলো। অন্যরকম অনুভূতি হচ্ছে যা বলে বোঝানো যাবে না। কতক্ষণ ধরে বসে আছি বুঝা মুশকিল। কেননা নিলা সাথে থাকলে সময় কিভাবে চলে যায় বুঝতেই পারি না।
নিলা দিকে তাকিয়ে দেখি ঘুমিয়ে গেছে। উফফ নিলার ঘুমন্ত চেহারা যা লাগছে। আমার তো ইচ্ছা করছে সারাজীবন এভাবেই ওর এই মায়াবী চেহারাটার দিকে তাকিয়ে থাকি। আরো কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থেকে নিলার কপালে একটা চুমু দিলাম। এতে নিলা কিছুটা নড়ে উঠে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। অনেক রাত হয়েছে তাই নিলাকে কোলে তুলে ওর রোমে নিয়ে শুইয়ে দিয়ে আসলাম।
এবারো খুব শক্ত করে জড়িয়ে ধরলো। আমি ওকে হালকা ভাবে ছাড়িয়ে আমার রোমে চলে গেলাম।
অল্প কিছুক্ষনের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। খুব শান্তি লাগছে আজ। পরেরদিন সকালে ঘুম ভাঙতেই আমি অবাক....
চলবে.......