18-03-2020, 06:10 PM
(18-03-2020, 01:11 PM)Jupiter10 Wrote: খুব সুন্দর ভাবে লেখা হছে গল্পটা। বর্ণনা গুলো চমৎকার। আর দেবশ্রির চরিত্রটা প্রেমে পড়ে যাবার মতো।ওই নাম আমার খুব কাছের। ফেমিনিস্ত মেয়ে আমার ভালো লাগে। পুরুষ চরিত্র ওকে ওঁত পেয়ে চেয়ে আছে।
গল্পের মোড় কোনদিকে ঘুরবে সেটা সাসপেন্সের মধ্যে রয়েছে বলে মনে হল।
পরবর্তী পর্বে কি হবে সেটা জানার ইছা হছে।
এই লেখা থেকে আমারও কিছু শেখার আছে।
বিশেষ করে দুজন লেখক লিখছেন এই গল্পটা,যেটা বেজায় কঠিন তবে পাঠকদের সোনায় সহাগা।উন্নত মানের প্লট বেরিয়ে আসবে এতে।
তবে আমার বাক্তিগত অভিমত এটা যে।গল্পে অজথা নায়িকাদের বা মডেল দের ছবি না দিলেই ভালো হয়। এতে গল্পের প্রতি মনোযোগ কমে যায়। গল্পের মান খারাপ হয়। পাঠক পড়ে নিজের মতো করে কল্পনা করবে এটাই হওয়া উছিত।কারন লেখক বা লেখিকা চরিত্র সম্বন্ধে যথেষ্ট বর্ণনা দিয়ে রেখেছেন আগে থেকে।
সে যাইহোক গল্পের সুত্রপাত খুব ভালো লেগেছে আমার।
সঙ্গে আছি।
আপনার উপদেশ মাথায় নিলাম । যাঁরা পড়তে ভালোবাসেন , তাদেরকে পড়ার সাথে ছবি দিলে কল্পনা ব্যাহত হয় । কিন্তু আবার অনেকে ছবি ভালোবাসেন । আমাদের প্রথম এবং প্রধান উদ্দেশো হল , এই সাইটে অনেক পাঠককে ফিরিয়ে আনার । আর যদি আমাদের দেখে আরো অনেক লেখক যৌথ রচনায় আগ্রহী হন , তাহলে ষোলো কলা পূর্ণ । এই যৌথ লেখার ব্যাপারটা অনেকটা রোল প্লে র মতো । তবে লেখকদের ঠিক মতো পার্টনার বেছে নিতে হবে । অর্থাৎ যারা ইনসেস্ট পছন্দ করেন তাদের ইনসেস্ট পছন্দ করা পার্টনার । আবার কাকোল্ড দের সমরুচির ( এই ক্ষেত্রে তো তিনজনে মিলে লেখাও সম্ভব ) এমন কী এল জি বি টি , ডম - সাব সব রখমই সম্ভব ।
একজন আসল মহিলা হলেন তাঁর পুরুষের ব্যক্তিগত পর্নস্টার