18-03-2020, 01:32 PM
(18-03-2020, 01:11 PM)Jupiter10 Wrote: খুব সুন্দর ভাবে লেখা হছে গল্পটা। বর্ণনা গুলো চমৎকার। আর দেবশ্রির চরিত্রটা প্রেমে পড়ে যাবার মতো।ওই নাম আমার খুব কাছের। ফেমিনিস্ত মেয়ে আমার ভালো লাগে। পুরুষ চরিত্র ওকে ওঁত পেয়ে চেয়ে আছে।Asankhya dhybad dada, apnar khola moner upodesh ami mene chalbo. Ar etka personal request, apnar akhon kar galpo gulo sundor tabe apner first golper second part chai. Madhurima ar Madhumita dujon kai miss korchi.
গল্পের মোড় কোনদিকে ঘুরবে সেটা সাসপেন্সের মধ্যে রয়েছে বলে মনে হল।
পরবর্তী পর্বে কি হবে সেটা জানার ইছা হছে।
এই লেখা থেকে আমারও কিছু শেখার আছে।
বিশেষ করে দুজন লেখক লিখছেন এই গল্পটা,যেটা বেজায় কঠিন তবে পাঠকদের সোনায় সহাগা।উন্নত মানের প্লট বেরিয়ে আসবে এতে।
তবে আমার বাক্তিগত অভিমত এটা যে।গল্পে অজথা নায়িকাদের বা মডেল দের ছবি না দিলেই ভালো হয়। এতে গল্পের প্রতি মনোযোগ কমে যায়। গল্পের মান খারাপ হয়। পাঠক পড়ে নিজের মতো করে কল্পনা করবে এটাই হওয়া উছিত।কারন লেখক বা লেখিকা চরিত্র সম্বন্ধে যথেষ্ট বর্ণনা দিয়ে রেখেছেন আগে থেকে।
সে যাইহোক গল্পের সুত্রপাত খুব ভালো লেগেছে আমার।
সঙ্গে আছি।