Thread Rating:
  • 28 Vote(s) - 3.21 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
সীমন্তিনী BY SS_SEXY
(Update No. 161)

নবনীতা বীথিকার কথা শুনে জিজ্ঞেস করল, “এতো পাওয়ারফুল আর জঘন্য রকমের বদ লোকটা”?

বীথিকা বলল, “বদ মানে? এমন বদের হাড্ডি আমি আর একটাও দেখিনি রে নীতা। আর বদ শুধু সেই নয় রে। তার বউ আর ছেলেও এক একটা বদের হাড্ডি। তার একমাত্র ছেলে বিকি কচি বয়সেই যত উচ্ছন্নে গেছে, তাতে মনে হয় সে তার বাপকেও একসময় ছাড়িয়ে যাবে। বড়লোকদের ছেলেদের আশে পাশে অনেক চামচে থাকে, সে তো জানিসই। বিকি তার চামচেদের সাথে নিয়ে রোজ বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সারা শহর জুড়ে বদমায়েশি করে বেড়ায়। নারী সঙ্গ নিতেও সে এই বয়সেই খুব পেকে গেছে। তবে তার পছন্দ হল তার মায়ের বয়সী মহিলারা। আর বিমলের বৌ? উচ্ছৃঙ্খল স্বামী আর ছেলের সাথে থাকতে থাকতে আর স্বামীর সোহাগ না পেয়ে সেও বেপরোয়া জীবন কাটাতে শুরু করেছে। দেখতে সবিতা আগরওয়ালা সুন্দরী হলেও, মুটিয়ে যাচ্ছে বলে আমাদের যোগা ইনস্টিটিউটে সপ্তাহে দু’দিন যোগা থেরাপি নিতে আসে। বরুন সুজয়দের সাথে সে খুব গা মাখামাখি করে। ম্যামের কড়া নির্দেশ আছে বলেই আমাদের ইনস্টিটিউটে এর বেশী কিছু আর করার থাকে না। তবে ম্যামের কাছে সে উঠতি বয়সের ছেলে এসকর্ট ভাড়া নিতে চাইত। কিন্তু তুই তো জানিসই ম্যাম কুড়ি বছরের নিচে মেয়ে আর পঁচিশ বছরের নিচের ছেলেদের নিজের ব্যবসায় ঢোকান না। তাই সবিতার চাহিদা ম্যাম মেটাতে পারবেন না বলে সরাসরি জানিয়ে দিয়েছেন। তারপর নেহাত নিরূপায় হয়েই সবিতা মাঝে মাঝে পঁচিশ ছাব্বিশ বছর বয়সী মেল এসকর্ট ভাড়া নেয়। তবে সে নিজে অন্য কোনও ভাবে আরও কম বয়সী কচি কচি ছেলে যোগার করে তাদের সাথেই স্ফুর্তি করতে ভালবাসে। তাদের বাড়ির কাছাকাছি একটা মাঝারি সাইজের হোটেলে সে প্রায় রোজই যায়। তার পছন্দের কোন ছেলে ছোকড়াকে পেলে সে ওই হোটেলের কোন একটা রুমে ঢুকে এক দু’ঘন্টা স্ফুর্তি করে। এসব আর কত বলব তোকে। তা তুই হঠাৎ এই বিমল আগরওয়ালার ব্যাপারে আমার কাছে জানতে চাইলি কেন রে? ওদিকেও কি বিমল কিছু করেছে না কি”?

নবনীতা এবার সামান্য একটু চমকে উঠলেও প্রায় সাথে সাথেই নিজেকে সামলে নিয়ে বলল, “নারে বীথি, ঠিক তা নয়। আসলে, ক’দিন আগে আমাদের কারখানার একটা মেয়ের মুখেই ওই বিমল আগরওয়ালার কথা শুনেছি। তাদের পাড়ার এক মহিলা নাকি কলকাতায় আমাদের মতই এসকর্টের কাজ করে। ওই মহিলার মুখেই সে নাকি বিমলের নাম শুনেছে। দুপুরে ক্যান্টিনে খেতে খেতে সেদিন কথাগুলো বলছিল। কিন্তু বিমল আগরওয়ালা নামটা আমি যেন আগেও কোথাও শুনেছি বলে মনে হচ্ছিল। তাই তোকে জিজ্ঞেস করলাম এখন। তা আজ তোর কোন ডিউটি ছিল না”?

বীথিকা একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, “তোকে তো আগেই বললাম। এখন আমি আগের চেয়ে অনেক বেশী ক্লায়েন্ট নিচ্ছি। দুপুরের পর থেকে আজও তিনজন ক্লায়েন্টের কাছে গিয়েছিলাম। তুই ফোন করার একটু আগেই ঘরে এসেছি। স্নান সেরে বাথরুম থেকে বেরোতেই তোর ফোন এল। তবে আজ পুরো রাতের বুকিং ছিল না বলেই তোর সাথে কথা হল”।

নবনীতা বলল, “হ্যাঁ আমি খানিকক্ষণ আগেও আরও দু’বার এই নাম্বারে ফোন করেছিলাম। কিন্তু তুই তখন সাড়া দিস নি। মনে হয় তুই তখন স্নান করছিলিস” বলতে বলতে সীমন্তিনীর দিকে চাইতেই সীমন্তিনী তাকে কথা শেষ করবার ইঙ্গিত করল।
 

ওদিক থেকে বীথিকা তখন বলে যাচ্ছে, “হ্যাঁ, তাই হবে হয়ত। কিন্তু তোর ফোন পেয়ে খুব ভাল লাগল রে নীতা। মাঝে মাঝে এভাবে ফোন করিস। আর শোন, আমার একটা অনুরোধ রাখবি ভাই”?

নবনীতা একটু অবাক হয়ে সীমন্তিনীর দিকে চেয়ে বলল, “এভাবে বলছিস কেন বীথি? বল না কি বলবি? আমার সাধ্যের মধ্যে হলে তোর কথা নিশ্চয়ই রাখব আমি”।

বীথিকা বলল, “দ্যাখ নীতা, আমাদের ম্যাম ভালই হোক আর মন্দই হোক, তিনি তো তোর বা আমার কোন ক্ষতি করেন নি, তাই না? এর আগে যারা ম্যামের এসকর্ট ব্যবসা ছেড়ে গেছে তারাও সবাই ম্যামকে খুব শ্রদ্ধার চোখে দেখে থাকে। তাই তারা ম্যামের এই অনৈতিক ব্যবসার ব্যাপারে অনেক কিছু জানলেও এই চক্র ছেড়ে বেরিয়ে যাবার পর তারা ম্যামকে কোনভাবে বিপদে ফেলেনি। ম্যামের কাজে জড়িয়ে পড়ে আমরা সকলেই তো সমাজের কাছে আর আইনের কাছে দোষী হয়ে গেছি। তাই আইন মাফিক ম্যামের সাথে সাথে আমরাও একই সমান শাস্তি পাবার উপযুক্ত। একটা সময় ম্যাম নিজের স্বার্থেই এ ব্যবসা শুরু করেছিলেন, সেটা তো সত্যি। কিন্তু এখন তার নিজস্ব স্বার্থ বলে আর কিছু নেই। পয়সারও তার অভাব নেই। তার স্বামীর ইলেকট্রনিক্সের ব্যবসা আর যোগা ইনস্টিটিউটের আয় থেকেই তাদের বাকি জীবনটা হেসে খেলে কাটিয়ে দিতে পারবেন তারা। বাইরের কেউ না জানলেও আমরা তো জানি, ম্যাম আমাদের মুখের দিকে চেয়েই এখনও এ কাজ করে চলছেন। তাই তার কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আমাদের সারা গায়ে নোংড়া পাক লেগে থাকলেও আমাদের মনগুলো তো মরে যায় নি। আইনের চোখে সমাজের কাছে আমরা সবাই অপরাধী হলেও আমাদের বিবেক তো বিষিয়ে যায়নি। তাই আমরা কেউ কৃতঘ্ন হতে পারব না। ম্যামের ক্ষতি হোক, এমন কোন কাজ আমরা কেউ করবো বলে ভাবিও না। তুই যে নিজের গা থেকে এই নর্দমার পাক মুছে ফেলে গঙ্গাস্নান করে পবিত্র হবার চেষ্টা করে একটা স্বাভাবিক জীবন কাটাতে চাইছিস, তাতে আমি যেমন খুশী হয়েছি, ম্যামও ঠিক ততটাই খুশী হবেন। তাই তোকে অনুরোধ করছি ভাই, ম্যামের ব্যবসার কথা পাঁচ কান করে তাকে বিপদে ফেলার চেষ্টা করিসনে। আমার এই অনুরোধটুকু রাখিস নীতা প্লীজ”।

নবনীতা সীমন্তিনীর দিকে চেয়ে থাকতে থাকতেই জবাব দিল, “এ’কথা কি তোকে বলতে হবে বীথি? আমি নিজেও কি ম্যামকে একই রকম শ্রদ্ধার চোখে দেখি না? তুই কিচ্ছু ভাবিস নে। আমি ম্যামকে কোন ভাবেই বিব্রত করব না। তবে ম্যামের নাম্বারটাও তো আমার মনে নেই। আমি নতুন মোবাইল কিনলে তোর কাছ থেকে ম্যামের নাম্বার চেয়ে নেব। তার সাথে কথা বলব। তুই তাকে আমার কথা বলিস। আর বলিস আমি তার শুভেচ্ছা আর আশীর্বাদ পেতে চাই। উনি যেন আমাকে আশীর্বাদ করেন। কিন্তু, আজ অনেকক্ষণ হল কথা বলছি রে। পিছিওর মহিলা বিরক্ত হয়ে আমার দিকে চেয়ে আছেন এখন। তাই আজ ছাড়ছি রে। গুড নাইট” বলেই ফোন নামিয়ে রেখে দু’হাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে ফেলল।

সীমন্তিনী কান থেকে হেডফোনের লিডটা খুলে ফেলে নবনীতাকে বুকে জড়িয়ে ধরে তার মুখটাকে নিজের কাঁধের সাথে চেপে ধরে তার পিঠে হাত বোলাতে বোলাতে বলল, “কাঁদিস নে নীতা। বোন আমার। আমি তো জানিই, তোরা কেউই বোর্ন ক্রিমিনাল নোস। পরিবেশ, পরিস্থিতি আর অসহায়তাই তোদের সবাইকে বাধ্য করেছে এমন অপরাধের পথে নেমে আসতে। তুই কপালের দোষে তোর সব সহায় সম্বল হারিয়ে শুধু নিজে দু’বেলা দু’মুঠো খাবার যোগার করতেই তো চেয়েছিলিস। কিন্তু সৎ পথে থাকবার অনেক চেষ্টা করেও কিছু করতে না পেরে বাধ্য হয়েই এ পথে নেমেছিস। আর বীথিকাও তো নিজেকে আর নিজেদের পরিবারের লোক গুলোকে বাঁচিয়ে রাখতেই শুধু এ’পথে এসেছে। সৎপথে থেকে তোরা যদি নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারতিস, তাহলে তোরা কেউই এ পথে আসতিস না। আর তোর মহিমা ম্যাম। বীথিকার কথাই যদি সত্যি বলে ধরি তাহলে সেও হয়ত একটা সময় কিছুটা চাপে পড়েই এ পথে নেমেছিল। সেটা হয়ত সে না করলেও পারত। সে হয়ত অন্য কোনভাবেও সে পরিস্থিতির মোকাবেলা করতে পারত। কিন্তু সেটা না করে সে এমন একটা শর্টকাট রাস্তা খুঁজে নিয়েছিল, যা সমাজ এবং আইনের চোখে নিষিদ্ধ। সাময়িক একটা ভুলবশতঃই সে আজ এমন একটা পরিস্থিতির মুখোমুখি হয়েছে যে না পারছে নিজেকে এ ব্যবসা থেকে সরিয়ে নিতে, না পারছে বীথিকার মত অসহায় মেয়েগুলোকে আরও বিপদের দিকে ঠেলে দিতে। তাই তার মানসিকতাটাও কিন্তু চিরাচরিত একটা ক্রিমিনালের মানসিকতার মত নয়। তাছাড়া আমার রচুসোনা আর দাদাভাইয়ের তো সে কোন ক্ষতি করেনি। তার মনে শুধুই যদি অর্থের লালসা থাকত তাহলে দাদাভাই আর রচুকেও সে ছেড়ে দিত না। তাদেরকেও সে তার ওই নোংড়া ব্যবসায় টেনে নিতই। কিন্তু সে তো সেটা করেই নি, উল্টে রচু আর দাদাভাইকে সে ভালবেসে ফেলেছে। রচুর ওপর বিমলের মত একটা বদ লোকের নজর পড়েছে বলে নিজের সব অপরাধের কথা স্বীকার করে নিয়ে আমাকে সব কিছু খুলে বলেছে, শুধু মাত্র রচুকে বাঁচাতে। কোন অপরাধীর মনে এমন চিন্তা কি আসতে পারে? কিন্তু বোন, একটা দেশের আইন তো আর মুষ্টিমেয় কয়েকজনের কথা ভেবে বানানো হয় না রে। ভালমন্দ সমস্ত জনসাধারনকে এক পরিকাঠামোর ভেতরে রেখেই আইন তৈরী করা হয়। আর পুলিশ প্রশাসন আদালত সবাইকে সেই পথ ধরেই সবকিছু বিচার করতে হয়। কিন্তু আমি তো তোকে আগেই কথা দিয়েছি নীতা, যে অন্ততঃ এই বিমল আগরওয়ালার হাত থেকে রচুকে বাঁচাতে মহিমা বা বীথিকার ব্যাপারে আমরা যা কিছু জানতে পারছি, তার ওপর ভিত্তি করে আমি বা পরিতোষ কোনভাবেই তোর ম্যামকে হ্যারাস করব না। তোকে তো আমি ওই পাক থেকে বের করে আনতে পেরেছিই। আজ বীথির কথা শুনে আমার মনটাও ভেতরে ভেতরে কাঁদতে শুরু করেছে রে। আর অর্চুর দিকে চেয়ে দেখ। আমার কথায় মুখে কুলুপ এঁটে থাকলেও ওর চোখ দিয়ে জল বেরিয়েই চলেছে তখন থেকে। অসুস্থ বাবা আর পঙ্গু একটা ভাইকে বাঁচিয়ে রাখতে বীথিকা নিজের জীবনটাকে পুরোপুরি ভাবে বাজি রেখে কী অসম্ভব একটা লড়াইই না লড়ে চলেছে এতগুলো বছর ধরে। আমার যদি সামর্থ্য থাকত তাহলে ওকেও আমি আমার কাছে নিয়ে আসতুম। ওকে ভালভাবে বেঁচে থাকবার মত একটা সুযোগ করে দিতুম। কিন্তু সেটা তো আর সম্ভব নয় রে। তবে এক পুলিশ অফিসার হিসেবে নয়, শুধু তোর দিদি হিসেবে বলছি নীতা। তোর ওই মহিমা ম্যাম আর তোর ওই বান্ধবী বীথিকা যদি ওই পথ থেকে সরে আসতে চায়, তাহলে আমি সাধ্যমত তাদের সাহায্য করব। তবে আমার মনে হয় মহিমা চাইলে খুব সহজেই সে পথ থেকে বেরিয়ে আসতে পারবে। কিন্তু বীথিকার পক্ষে সেটা কিন্তু একেবারেই সহজ হবে না। সৎ পথে থেকে ওর বাবা আর ভাইয়ের চিকিৎসার খরচ জোটানো ওর পক্ষে সত্যিই প্রায় অসম্ভব ব্যাপার। তবে আমি একটা কথা মন থেকে খুব বিশ্বাস করি। বীথি যেমন বলল ইচ্ছে থাকলেই উপায় হয় না, আমিও সেটা মানি। কিন্তু মনের ইচ্ছেটা বেঁচে থাকতে থাকতে যদি একটু সুযোগ আর সামর্থ্য জুটে যায়, তাহলে সব কিছুই হতে পারে। আর আমার মনে হচ্ছে বীথিকার ভাগ্যে সেই সুযোগ আর সামর্থ্যটুকু জুটছে না। তাই তার দুর্ভোগও কমছে না। কিন্তু সেই সাথে এটাও মনে রাখিস বোন, দুঃখ আর সুখ কোনটাই মানুষের জীবনে চিরস্থায়ী হয় না। পৃথিবীতে এমন কেউ নেই যার জীবনে দুঃখ বলতে কখনো কিছু ছিল না, নেই, বা থাকবে না। তেমনি এমনও কেউ নেই যার ভাগে ভগবান শুধু দুঃখই দিয়েছেন। এতদিন হয়ত হয়নি, বা আরও কিছুদিন হয়ত এভাবেই চলবে, কিন্তু চিরটা কাল বীথিকা শুধু কষ্টই পেয়ে যাবে, এটা হতেই পারে না। কোন না কোন সময় ওর জীবনেও সুদিন আসতে বাধ্য। আর আজ আমি বলছি, তুই ভবিষ্যতে সেটা মিলিয়ে নিস, দেখিস বীথিকাও এক সময় সুখের মুখ দেখবেই দেখবে। শুধু ওর মনের ভেতরের ইচ্ছেটাকে বাঁচিয়ে রাখতে হবে। তাই আমরা সবাই মিলে ভগবানের কাছে আজ থেকে এটাই প্রার্থনা করব, এই জীবনযুদ্ধে বীথিকা যেন হেরে না যায়। ওর মনের সদিচ্ছাটুকু যেন মরে না যায়। তুই এবার শান্ত হ’ বোন”।

নবনীতা সীমন্তিনীর আলিঙ্গন থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, “তুমি খুব ভাল গো দিদি। তুমি সত্যিই এক পরশমণি। তোমার হাতের সামান্য একটু ছোঁয়ায় যেন যাদুর শক্তি আছে। অর্চুর মুখে শুনেছি, মেসো তোমাকে মা অন্নপূর্ণা বলে ডাকেন। মেসো ঠিকই বলেন। এত দয়া যার মনে, সে অন্নপূর্ণা নয় তো আর কি”?
 

সীমন্তিনী বলল, “তবে তুই আমার নির্দেশ মেনে মিথ্যে কথাগুলো যে এভাবে এত সুন্দরভাবে গুছিয়ে বলেছিস, তা দেখে আমি অবাক হয়ে গেছি। আর সেজন্যে তোকে অনেক অনেক ধন্যবাদ নীতা”।

অর্চনা আর নবনীতাকে শান্ত করে তাদের ঘরে পাঠিয়ে দিয়ে সীমন্তিনী দেখল রাত একটা বেজে গেছে। পরিতোষকে ফোন করা দরকার। কিন্তু এতো রাতে করা একেবারেই উচিৎ নয়। বীথিকার মুখ থেকে নতুন নতুন এমন কিছু কিছু তথ্য জানতে পারা গেছে, যা পরিতোষকে জানানো উচিৎ। তাই বিছানা পরিষ্কার করে শুয়ে শুয়ে ভাবল, কাল অফিসে গিয়ে ফার্স্ট আওয়ারেই পরিতোষকে সে ফোন করবে।


******************
 
Like Reply


Messages In This Thread
RE: সীমন্তিনী BY SS_SEXY - by riank55 - 17-03-2020, 07:09 PM



Users browsing this thread: 8 Guest(s)