16-03-2020, 01:22 AM
পর্ব-০২
------------------------------------
একটু পরে ওয়াশরুম থেকে একটা মেয়ে বেরিয়ে আসলো। আমি মনে হয় অজ্ঞান হয়ে যাবো। কি দেখছি। আমি পুরাই ক্রাশড।
আমি হা হয়ে গেলাম। জীবনে প্রথম কোনো মেয়েকে দেখে এমন অনুভূতি হচ্ছে। কোথাও হারিয়ে যাচ্ছি আমি।হালকা নেভি-ব্লু কালারের থ্রি-পিছ পড়েছে। গায়ের রং অনেক ফর্সা না তবে চোখে প্রচন্ড রকমের মায়া। অন্যরকম একটা নেশা।
:-----এই আকাশ।(আপু)
:-----হ্যাঁ...হ্যাঁ...হুমম্...হুমম্...(আমি)
(আপুর ডাকে ঘোর ভাঙলো)
:-----তোর অপেক্ষায়ই ছিলাম।(ক্রাশড গার্ল)
(কি কন্ঠস্বর)
:-----একটু লেইট হয়ে গেলো।(আপু)
:-----কেমন আছিস।আর বাসা ঠিকমতো চিনতে পেরেছিস তো।(ক্রাশড গার্ল)
:-----হুমম্।ওওহ্ ভুলে গিয়েছিলাম।এটা হচ্ছে আমার ছোট ভাই আকাশ।আর আকাশ এটা হচ্ছে আমার নতুন বান্ধবী নিলা।(আপু)
:-----Hi I am Nila.Nice to meet you.(হাতটা এগিয়ে দিয়ে)
:-----I'm Akash.Nice to meet you too.(হ্যান্ড শেক করলাম)
নিলার স্পর্শটা আমার ভেতরে অন্য এক অনুভূতির সৃষ্টি করলো।পুরো শরীরে বিদ্যুত বয়ে গেলো। আমি চুপ করে আপু আর নিলার কথা শুনছি। ওর মাঝে বারবার হারিয়ে যাচ্ছি।আমার তো পুরো নেশা হয়ে যাচ্ছে। ওর চোখেই হারিয়ে যাচ্ছি। অনেক সুন্দরী না তবে মুখে একটা মায়া মায়া ভাব আছে যা আমাকে পাগল করে দিচ্ছে। একটু পরে একটা মেয়ে আসলো। ক্লাস সিক্সে পড়ে হবে। কথায় বুঝলাম এটা নিলার একমাত্র ছোট বোন।আমার শালি। নিলাকে খুব পছন্দ হয়ে গেছে। তাই সাথে সাথে শালি।
আরো কিছুক্ষন কথা বললো আপু নিলার সাথে। আমি নিলার দিকে তাকিয়েই আছি। পুরাই ফিদা হয়ে গেছি আমি। নিলার ছোটো বোনটাও নিলার মতোই কিউট। বাসায় ফেরার সময়....
:-----এই আপু।
:-----হুমম্ বল।
:-----আপুউউ।
:-----হুমম্ শুনছি বল।
:-----আপু শোন না।
:-----কিছু বলার থথাকলে বল।
:-----তোর বান্ধবী কি যেনো নাম।
:-----হুমম নিলা।কি হয়েছে সেটা তো বলবি।
:-----নিলাকে তোর ভাবি বানালে কেমন হয়।
(আমরা ভাই-বোন বন্ধুর মতো।তাই সরাসরি বলেই দিলাম।আর আমার লজ্জা-শরম এমনিতেই কম)
:-----ওই তোর ফাজলামো রাখবি।
:-----কিহহ ।আমার সিরিয়াস কথাটা তোর কাছে ফাজলামো মনে হচ্ছে।
:-----তা নয়তো কি।
:-----আচ্ছা যা।আমি তো ফাজলামো ই করি আমার সাথে আর কথা বলতে হবে না।
:-----কি হলো আবার।
:-----আমি নিশ্চুপ।(আমি জানি আমি রাগ করলে আপু থাকতে পারে না)
কথা বলতে বলতে বাসায় চলে এসেছি।
:-----নামেন।চলে এসেছি।
:-----নামেন মানে।আমাকে আপনি বলছিস কেনো।
আমি আর কিছু না বলে আপুকে নামিয়ে বাইকটা নিয়ে চলে আসলাম বন্ধুদের আড্ডায়।
:-----কিরে।(রাফি)
:-----হুমম কেমন আছিস সবাই।(আমি)
:-----ভালোই।তোর কি খবর।(আল-আমীন)
:-----আমার খবর।(আমি)
:-----হুমম।এখানে তুই ই মাত্র আসলি।(রবি)
:-----সেটাই তো।আমার খবর খুব ভালো।(আমি)
:-----এই আজ তোকে এতো খুশি খুশি লাগছে কেনো রে।ব্যাপারটা কি।(রাফি)
:-----ওই আর কি।(আমি)
:-----ওই আর কি মানে।(আল-আমীন)
:-----আমি এক মেয়ের উপর ক্রাশ খাইছি।(আমি)
:-----আল্লাহ্ গো।তুমি কোথায় আছো।একটা দড়ি ফালাও আমি এই পৃথিবীতে থাকতে চাই না।(রাফি)
:-----কেনো তোর আবার কি হলো।(আমি)
:-----তোর আবার কোনো মেয়েকে পছন্দ হয়।ভাবতেই খুশিতে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে।(রবি)
:-----কেনো রে।চোখ দিয়ে পানি কেনো আসলো।(আমি)
:-----আরে ট্রিট দিবি সেই খুশিতে।(রবি)
সবার মুখে বিজয়ের হাসি। আজ আমার পকেটের চোদ্দটা বাজলো বলে।
:-----তা মেয়েটা কে রে।(রাফি)
:-----হুমম দোস্ত কে সেই ভাগ্যবতী।(আল-আমীন)
:-----আপুর নতুন বান্ধবী।(আমি)
:-----কিইহ ।(তিনজন একসাথে)
:-----তোরা কি জানিস না আমার সিনিয়র কাউকে ভালোবাসার ইচ্ছা সেই ছোটবেলা থেকেই।(আমি)
:-----হুমম জানি।কিন্তু তা সত্যি করবি সেটা ভাবিনি।(রাফি)
:-----মেয়েটার চোখের দিকে তাকিয়েই আমি শেষ।এতো মায়া।উফফ কি বলবো।(আমি)
:-----কলেজে গেলে দেখাস কিন্তু।(তিনজন একসাথে)
:-----হুমম।তোদের ছোট ভাইয়ের বউ তোরা না দেখলে কে দেখবে।(আমি)
:-----আমাদের ভাবি হয় বুঝলি।(রাফি)
:-----হুমম।ভাবি হয়।(রবি)
:-----বুঝলাম।(আমি)
অনেকক্ষণ আড্ডা দিলাম। ওদের সবাইকে ট্রিট দিলাম। কি আর করার। আমার এই প্রথম ওদের ট্রিট দিতে ভালো লাগলো। অনেক রাত হয়ে গেছে। তাই সবাই সবাথ বাসায় চলে গেলাম। আজ মাত্র একটা কলিং বেল দিলাম। আগে কখনো একটা বেল দিইনি। প্রায় সাথে সাথেই দরজা খুলে দিলো। এতো আমার আদরের বড় বোন টা।
আমি তো আবার আজকে রাগ করে আছি। আমি কোনো কথা না বলে নিজের রোমে এসে দরজা বন্ধ করে দিলাম। একটু বেশি রাগ করছি। নাহলে নিলাকে আমার জন্য মেনে নিবে না। আপু পিছন থেকে ডাকছে।
:-----এই আকাশ খেয়ে যা।
:-----নিশ্চুপ।
:-----প্লিজ ভালো ভাই আমার খেয়ে যা।
আমি না খেলে তো আবার আপু খাবে না। তাই ফ্রেশ হয়ে খেতে বসলাম। চুপ করে খাওয়া শুরু করলাম।
:-----রাগ করেছিস।
:-----নিশ্চুপ।
:-----কিরে চুপ করে আছিস কেনো।
:-----খাওয়ার সময় কথা বলা ভালো না।
খাওয়া শেষ করে সোজা নিজের রোমে। আপু ডেকেছিলো কিন্তু শুনিনি।শুয়ে শুয়ে মায়ার কথা ভাবছি।যেকোনো মূল্যে নিলাকে আমার লাগবেই।নিলাকে ছাড়া আমার চলবে না। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল করিনি। সকালে আপুর ডাকে ঘুম ভাঙল।
:-----এই আকাশ কলেজে যাবি না।
:-----না আমি ঘুমোবো।আপনি এখন আসতে পারেন।(ঘুম ঘুম চোখে)
:-----প্লিজ আমার ভালো ভাইয়াটা রাগ করিছ না।
:-----আমি কেনো আপনার উপর রাগ করবো।
:-----প্লিজ এমন করিছ না।কি লাগবে বল।
:-----কিছু না।
:-----দেখ নিলা তোর থেকে বড়।এটা হয় না।একটু বোঝার চেষ্টা কর।
:-----আমি কিছু বুঝি না।
:-----তুই বুঝছিস না কেনো।
:-----আপনি এখন আসুন।
:-----আচ্ছা আমি নিলার সাথে কথা বলে দেখি।
:-----শুধু কথা বললে হবে না।রাজি করাতে হবে।
:-----হুমম।এবার খুশি।
:-----হুমম্।খুব খুশি।
:-----এখন কলেজে চল।
:-----একটু ওয়েট।আমি যাচ্ছি আর আসছি।
এরপর দুই ভাই-বোন কলেজে গেলাম।
:-----এই রুহি।...
(কারো ডাকে পিছনে দেখলাম দুজনেই) আমি এবার শেষ....
চলবে.....
------------------------------------
একটু পরে ওয়াশরুম থেকে একটা মেয়ে বেরিয়ে আসলো। আমি মনে হয় অজ্ঞান হয়ে যাবো। কি দেখছি। আমি পুরাই ক্রাশড।
আমি হা হয়ে গেলাম। জীবনে প্রথম কোনো মেয়েকে দেখে এমন অনুভূতি হচ্ছে। কোথাও হারিয়ে যাচ্ছি আমি।হালকা নেভি-ব্লু কালারের থ্রি-পিছ পড়েছে। গায়ের রং অনেক ফর্সা না তবে চোখে প্রচন্ড রকমের মায়া। অন্যরকম একটা নেশা।
:-----এই আকাশ।(আপু)
:-----হ্যাঁ...হ্যাঁ...হুমম্...হুমম্...(আমি)
(আপুর ডাকে ঘোর ভাঙলো)
:-----তোর অপেক্ষায়ই ছিলাম।(ক্রাশড গার্ল)
(কি কন্ঠস্বর)
:-----একটু লেইট হয়ে গেলো।(আপু)
:-----কেমন আছিস।আর বাসা ঠিকমতো চিনতে পেরেছিস তো।(ক্রাশড গার্ল)
:-----হুমম্।ওওহ্ ভুলে গিয়েছিলাম।এটা হচ্ছে আমার ছোট ভাই আকাশ।আর আকাশ এটা হচ্ছে আমার নতুন বান্ধবী নিলা।(আপু)
:-----Hi I am Nila.Nice to meet you.(হাতটা এগিয়ে দিয়ে)
:-----I'm Akash.Nice to meet you too.(হ্যান্ড শেক করলাম)
নিলার স্পর্শটা আমার ভেতরে অন্য এক অনুভূতির সৃষ্টি করলো।পুরো শরীরে বিদ্যুত বয়ে গেলো। আমি চুপ করে আপু আর নিলার কথা শুনছি। ওর মাঝে বারবার হারিয়ে যাচ্ছি।আমার তো পুরো নেশা হয়ে যাচ্ছে। ওর চোখেই হারিয়ে যাচ্ছি। অনেক সুন্দরী না তবে মুখে একটা মায়া মায়া ভাব আছে যা আমাকে পাগল করে দিচ্ছে। একটু পরে একটা মেয়ে আসলো। ক্লাস সিক্সে পড়ে হবে। কথায় বুঝলাম এটা নিলার একমাত্র ছোট বোন।আমার শালি। নিলাকে খুব পছন্দ হয়ে গেছে। তাই সাথে সাথে শালি।
আরো কিছুক্ষন কথা বললো আপু নিলার সাথে। আমি নিলার দিকে তাকিয়েই আছি। পুরাই ফিদা হয়ে গেছি আমি। নিলার ছোটো বোনটাও নিলার মতোই কিউট। বাসায় ফেরার সময়....
:-----এই আপু।
:-----হুমম্ বল।
:-----আপুউউ।
:-----হুমম্ শুনছি বল।
:-----আপু শোন না।
:-----কিছু বলার থথাকলে বল।
:-----তোর বান্ধবী কি যেনো নাম।
:-----হুমম নিলা।কি হয়েছে সেটা তো বলবি।
:-----নিলাকে তোর ভাবি বানালে কেমন হয়।
(আমরা ভাই-বোন বন্ধুর মতো।তাই সরাসরি বলেই দিলাম।আর আমার লজ্জা-শরম এমনিতেই কম)
:-----ওই তোর ফাজলামো রাখবি।
:-----কিহহ ।আমার সিরিয়াস কথাটা তোর কাছে ফাজলামো মনে হচ্ছে।
:-----তা নয়তো কি।
:-----আচ্ছা যা।আমি তো ফাজলামো ই করি আমার সাথে আর কথা বলতে হবে না।
:-----কি হলো আবার।
:-----আমি নিশ্চুপ।(আমি জানি আমি রাগ করলে আপু থাকতে পারে না)
কথা বলতে বলতে বাসায় চলে এসেছি।
:-----নামেন।চলে এসেছি।
:-----নামেন মানে।আমাকে আপনি বলছিস কেনো।
আমি আর কিছু না বলে আপুকে নামিয়ে বাইকটা নিয়ে চলে আসলাম বন্ধুদের আড্ডায়।
:-----কিরে।(রাফি)
:-----হুমম কেমন আছিস সবাই।(আমি)
:-----ভালোই।তোর কি খবর।(আল-আমীন)
:-----আমার খবর।(আমি)
:-----হুমম।এখানে তুই ই মাত্র আসলি।(রবি)
:-----সেটাই তো।আমার খবর খুব ভালো।(আমি)
:-----এই আজ তোকে এতো খুশি খুশি লাগছে কেনো রে।ব্যাপারটা কি।(রাফি)
:-----ওই আর কি।(আমি)
:-----ওই আর কি মানে।(আল-আমীন)
:-----আমি এক মেয়ের উপর ক্রাশ খাইছি।(আমি)
:-----আল্লাহ্ গো।তুমি কোথায় আছো।একটা দড়ি ফালাও আমি এই পৃথিবীতে থাকতে চাই না।(রাফি)
:-----কেনো তোর আবার কি হলো।(আমি)
:-----তোর আবার কোনো মেয়েকে পছন্দ হয়।ভাবতেই খুশিতে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে।(রবি)
:-----কেনো রে।চোখ দিয়ে পানি কেনো আসলো।(আমি)
:-----আরে ট্রিট দিবি সেই খুশিতে।(রবি)
সবার মুখে বিজয়ের হাসি। আজ আমার পকেটের চোদ্দটা বাজলো বলে।
:-----তা মেয়েটা কে রে।(রাফি)
:-----হুমম দোস্ত কে সেই ভাগ্যবতী।(আল-আমীন)
:-----আপুর নতুন বান্ধবী।(আমি)
:-----কিইহ ।(তিনজন একসাথে)
:-----তোরা কি জানিস না আমার সিনিয়র কাউকে ভালোবাসার ইচ্ছা সেই ছোটবেলা থেকেই।(আমি)
:-----হুমম জানি।কিন্তু তা সত্যি করবি সেটা ভাবিনি।(রাফি)
:-----মেয়েটার চোখের দিকে তাকিয়েই আমি শেষ।এতো মায়া।উফফ কি বলবো।(আমি)
:-----কলেজে গেলে দেখাস কিন্তু।(তিনজন একসাথে)
:-----হুমম।তোদের ছোট ভাইয়ের বউ তোরা না দেখলে কে দেখবে।(আমি)
:-----আমাদের ভাবি হয় বুঝলি।(রাফি)
:-----হুমম।ভাবি হয়।(রবি)
:-----বুঝলাম।(আমি)
অনেকক্ষণ আড্ডা দিলাম। ওদের সবাইকে ট্রিট দিলাম। কি আর করার। আমার এই প্রথম ওদের ট্রিট দিতে ভালো লাগলো। অনেক রাত হয়ে গেছে। তাই সবাই সবাথ বাসায় চলে গেলাম। আজ মাত্র একটা কলিং বেল দিলাম। আগে কখনো একটা বেল দিইনি। প্রায় সাথে সাথেই দরজা খুলে দিলো। এতো আমার আদরের বড় বোন টা।
আমি তো আবার আজকে রাগ করে আছি। আমি কোনো কথা না বলে নিজের রোমে এসে দরজা বন্ধ করে দিলাম। একটু বেশি রাগ করছি। নাহলে নিলাকে আমার জন্য মেনে নিবে না। আপু পিছন থেকে ডাকছে।
:-----এই আকাশ খেয়ে যা।
:-----নিশ্চুপ।
:-----প্লিজ ভালো ভাই আমার খেয়ে যা।
আমি না খেলে তো আবার আপু খাবে না। তাই ফ্রেশ হয়ে খেতে বসলাম। চুপ করে খাওয়া শুরু করলাম।
:-----রাগ করেছিস।
:-----নিশ্চুপ।
:-----কিরে চুপ করে আছিস কেনো।
:-----খাওয়ার সময় কথা বলা ভালো না।
খাওয়া শেষ করে সোজা নিজের রোমে। আপু ডেকেছিলো কিন্তু শুনিনি।শুয়ে শুয়ে মায়ার কথা ভাবছি।যেকোনো মূল্যে নিলাকে আমার লাগবেই।নিলাকে ছাড়া আমার চলবে না। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল করিনি। সকালে আপুর ডাকে ঘুম ভাঙল।
:-----এই আকাশ কলেজে যাবি না।
:-----না আমি ঘুমোবো।আপনি এখন আসতে পারেন।(ঘুম ঘুম চোখে)
:-----প্লিজ আমার ভালো ভাইয়াটা রাগ করিছ না।
:-----আমি কেনো আপনার উপর রাগ করবো।
:-----প্লিজ এমন করিছ না।কি লাগবে বল।
:-----কিছু না।
:-----দেখ নিলা তোর থেকে বড়।এটা হয় না।একটু বোঝার চেষ্টা কর।
:-----আমি কিছু বুঝি না।
:-----তুই বুঝছিস না কেনো।
:-----আপনি এখন আসুন।
:-----আচ্ছা আমি নিলার সাথে কথা বলে দেখি।
:-----শুধু কথা বললে হবে না।রাজি করাতে হবে।
:-----হুমম।এবার খুশি।
:-----হুমম্।খুব খুশি।
:-----এখন কলেজে চল।
:-----একটু ওয়েট।আমি যাচ্ছি আর আসছি।
এরপর দুই ভাই-বোন কলেজে গেলাম।
:-----এই রুহি।...
(কারো ডাকে পিছনে দেখলাম দুজনেই) আমি এবার শেষ....
চলবে.....