16-03-2020, 12:49 AM
(This post was last modified: 13-04-2020, 11:23 PM by Biddut Roy. Edited 2 times in total. Edited 2 times in total.)
গল্প= বড় আপুর বান্ধবী যখন বউ
লেখক= তানজিম তারেক
পর্ব-০১
------------------------------------
:-----এতক্ষণেও মহারাজের ঘুম ভাঙলো না।প্রতিদিন এতো লেইট করে কলেজে গেলে কিভাবে হবে।(আম্মু)
:-----ধ্যাত ।এতো সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম।(আমি ঘুম ঘুম চোখে)
:-----রাখ তোর স্বপ্ন।কয়টা বাজে সে খেয়াল আছে কি।
:-----কয়টা আর হবে সাতটা।
:-----হুমম।এখনো সকাল হয়নি সেটাই বলতে পারতি।ঘড়ির দিকে তাকিয়ে দেখ।
ঘড়ির দিকে তাকিয়ে আমি শেষ। সাড়ে আটটা বেজে গেছে।
:-----একটু আগে ডাক দিবা তো।
:-----আমি তো সেই সাতটা থেকেই ডাকছি তোর কি এতো সহজে ঘুম ভাঙে।
আমি আর কিছু না বলে ফ্রেশ হতে দৌড়ালাম।
:-----আম্মু গেলাম।
:-----কিছু খেয়ে যা।
:-----এমনিতেই অনেক দেরী হয়ে গেছে।
:-----আচ্ছা সাবধানে যাস।
:-----ওকে বাই।
আমি আর আম্মু কথা বললাম এতক্ষণ। বাইকটা বের করলাম। কলেজ অনেক দূরে না। বাইক দিয়ে গেলে দশ মিনিট লাগে। আপনাদের তো পরিচয়ই দেওয়া হয়নি।যেতে পরিচয় পর্বটা সেরে ফেলি।আমি শাহীনুল ইসলাম (ডাকনাম আকাশ)।ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি।বাবা ঢাকার নামি দামি ব্যবসায়ী(ব্যবসার কাজে প্রায়ই দেশের বাইরে থাকেন)।আম্মু গৃহিণী।আমার বড় একটা বোন আছে।আমার থেকে এক বছরের সিনিয়র। পরিচয় দিতে দিতে কলেজে পৌছে গেলাম।
:-----কিরে তোর আজকেও লেইট।(রাফি)
:-----আর বলিস না।(আমি)
:-----হয়েছে।ক্লাসে চল এখন।
:-----হুমম।
ক্লাসে গেলাম।কিন্তু ক্লাসে আমার মন বসে না। তাই একটা ক্লাস শেষ করেই আমি আর রাফি বাইরে চলে আসলাম। আড্ডা দিচ্ছি দুজনে।হঠাৎ কেউ আমার কলার ধরলো। আমার আর বুঝতে বাকি নেই কে।
যা ভাবছেন তা কিন্তু না। আমি এখনো সিঙ্গেল। আমার বড় আপু আমার কলারে ধরেছে।
:-----ওই।ক্লাস টাইমে বাইরে বসে আড্ডা দিচ্ছিস কেনো।(আপু)
:-----ক্লসে ভালো লাগছিলো না রে।(আমরা বন্ধুর মতোই তাই একে অপরকে তুই করেই বলি)
:-----সেটা লাগবে কেনো।
:-----হুমম্ সেটাই তো।তোর একটা সুন্দরী বান্ধবীর সাথে আমার সেটিং করিয়ে দে না।(সব সময় আপুকে এমন কথা বলে রাগাই)
:-----তুই আবার শুরু হয়ে গেলি।(আপু)
:-----হি হি(আমি)
:-----এই আকাশ আমি কিন্তু তোর সাথে প্রেম করতে রাজি আছি ।(রিয়া আপু।আপুর ক্লাসমেট)
:-----তুইই আবারও।(আপু)
:-----তোর এই রাগি আপুর জন্যই তুই আজ সিঙ্গেল।নইলে এমন একটা কিউট ছেলে কি সিঙ্গেল থাকে নাকি।(রিয়া আপু)
:-----তুই থামবি।(আপু)
:-----এই শোন না।তোর ভাইটা আসলেই খুব কিউট রে।রিয়াকে না দিলে আমাকে দিয়ে দে।(রাত্রি আপু।আপুর ক্লাসমেট)
:-----হয়েছে এখন।তোমরা আমাকে ভাগ করে নিয়ে যাও।(আমি)
:-----ওই তুই ক্লাসে যা।বড়দের মাঝে কথা বলছিস লজ্জা সরমের মাথা খেয়েছিস নাকি।(আপু)
:-----এখন আমার দোষ হয়ে গেলো।যা তোর সাথে আর কথাই বলবো না।(ন্যাকা কান্নার ভাব করে চলে আসলাম)
:-----এমন করে বলার কি আছে।(রিয়া আর রাত্রি আপু একসাথে)
:-----তোরা চুপ কর।(আপু)
আরো কিছুক্ষন কলেজে দুষ্টুমি করে বাসায় ফিরলাম। বাসায় ফিরে কলিংবেল দিলাম।আমি আবার একবার কলিংবেল দিই না। একাধারে দিতেই থাকি। নিজের বাড়ি বলে কথা।
:-----এতো বেল বাজাতে হয়।(আম্মু)
:-----হি হি।(বাজে একটা হাসি দিয়ে ভিতরে গেলাম)
:-----আম্মু।আম্মুউউ ।
:-----ওই হতচ্ছাড়া।আমি তোর মতো কানে কম শুনি না।একবার ডাকলেই শুনি।
:-----খেতে দাও তো।খিদে পেয়েছে আমার।
:-----খাবার রেডি হয়নি।
:-----কিইহ।এতো বড় অত্যাচার এতটুকু একটা ছেলের উপরে।(ন্যাকা কান্না করার ভাব করলাম)
:-----রোমে গিয়ে শুয়ে থাক।কিছুক্ষনের মধ্যেই খাবার রেডি হয়ে যাবে।
:-----লাগবে না।আমি গেলাম।
নিজের রোমে এসে শুয়ে আছি। আর ফেসবুক চালাচ্ছি।
:-----আমার কিউটা ভাইয়াটা কি করে।(আমি মন খারাপ করে চলে আসায় এখন রাগ ভাঙাতে অসছে)
:-----কিছু করে না।আপনি এখন আসতে পারেন।আমি একটু একা থাকতে চাই।(একটু ভাব নিলাম আর কি আমি)
:-----ছোটু টা কি বেশী রাগ করেছে।(আপু)
:-----না আমি কারো উপরে রাগ করি না।(আমি)
:-----আমার ভালো ভাইয়া রাগ করে না।বিকালে নতুন একটা বান্ধবীর বাসায় নিয়ে যাবো।
:-----কিইহ ।সত্যিই।
:-----হুমম্।তিন সত্যি।
:-----থ্যাংক ইউ আপু।
:-----হয়েছে এখন খেতে আয়।
:-----না আমি খাবো না।
:-----আচ্ছা বস আমি খাইয়ে দিচ্ছি।
আপুর বান্ধবীদের বাসায় ঘুরতে যেতে আমার খুবই ভালো লাগে। আমি রাগ করলে নানা কথা বলে সে রাগ আপু ভাঙায়। আপু খাইয়ে দিলো। বিকালে আপুর ডাক।
:-----কিরে রেডি হবি না।
:-----হুমম্।পাঁচ মিনিট।
:-----হুমম্।তাড়াতাড়ি।
বাইকটা নিয়ে বের হলাম।
:-----তুই হেঁটে চলে যা।আমি বাইক দিয়ে যাচ্ছি।(আপুকে রাগানোর জন্যে)
:-----শয়তান।ফাজলামি বাদ দিয়ে চল।
:-----হুমম ।চল।
এই প্রথম আপুর এই বান্ধবীর বাসায় গেলাম। কয়েকদিন আগে আমাদের এখানে এসেছে। আপুর সাথে নতুন বন্ধুত্ব। তাই আমি এখনো চিনি না বা আগে দেখিনি। আর কলেজেও গত কয়েকদিন যাওয়া হয়নি। তাই দেখিনি। আমি আপুর সব বান্ধবীদের চিনি।সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক।আমার আবার অনেক শখ সিনিয়র আপুর সাথে প্রেম করবো। রাস্তায় আপুর সাথে দুষ্টুমি করতে করতে আপুর নতুন বান্ধবীর বাসায় পৌছে গেলাম।বেশি দূরে না বাসা টা আমাদের বাসা থেকে। আপু কলিংবেল দিলো। আমাকে দিতে দেয় না। যা ফাজিল আমি। একজন ভদ্রমহিলা দরজা খুলে দিলেন।
:-----তুমি রুহি।(ভদ্রমহিলা)
:-----হুমম্।আসসালামু আলাইকুম আন্টি।কেমন আছেন।এটা আমার ভাই আকাশ।(আপু)
:-----হুমম্।ভালো তুমি কেমন আছো।(আন্টি)
:-----নিলা বাসায় আছে।(আপু)
:-----হ্যাঁ।ভেতরে আসো।ভুলেই গিয়েছিলাম।(আন্টি)
:-----হুমম।(আপু)
দুজনে ভেতরে গেলাম।আমাকে সাথে নিয়েই আপু একটা রোমের দিকে যেতে লাগলো। রোমের ভেতরে গেলাম। কিন্তু রোমে কেউ নেই। ওয়াশরুম থেকে শব্দ আসলো।আমি আর আপু বসলাম। একটু পরে ওয়াশরুম থেকে......
চলবে....
লেখক= তানজিম তারেক
পর্ব-০১
------------------------------------
:-----এতক্ষণেও মহারাজের ঘুম ভাঙলো না।প্রতিদিন এতো লেইট করে কলেজে গেলে কিভাবে হবে।(আম্মু)
:-----ধ্যাত ।এতো সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম।(আমি ঘুম ঘুম চোখে)
:-----রাখ তোর স্বপ্ন।কয়টা বাজে সে খেয়াল আছে কি।
:-----কয়টা আর হবে সাতটা।
:-----হুমম।এখনো সকাল হয়নি সেটাই বলতে পারতি।ঘড়ির দিকে তাকিয়ে দেখ।
ঘড়ির দিকে তাকিয়ে আমি শেষ। সাড়ে আটটা বেজে গেছে।
:-----একটু আগে ডাক দিবা তো।
:-----আমি তো সেই সাতটা থেকেই ডাকছি তোর কি এতো সহজে ঘুম ভাঙে।
আমি আর কিছু না বলে ফ্রেশ হতে দৌড়ালাম।
:-----আম্মু গেলাম।
:-----কিছু খেয়ে যা।
:-----এমনিতেই অনেক দেরী হয়ে গেছে।
:-----আচ্ছা সাবধানে যাস।
:-----ওকে বাই।
আমি আর আম্মু কথা বললাম এতক্ষণ। বাইকটা বের করলাম। কলেজ অনেক দূরে না। বাইক দিয়ে গেলে দশ মিনিট লাগে। আপনাদের তো পরিচয়ই দেওয়া হয়নি।যেতে পরিচয় পর্বটা সেরে ফেলি।আমি শাহীনুল ইসলাম (ডাকনাম আকাশ)।ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি।বাবা ঢাকার নামি দামি ব্যবসায়ী(ব্যবসার কাজে প্রায়ই দেশের বাইরে থাকেন)।আম্মু গৃহিণী।আমার বড় একটা বোন আছে।আমার থেকে এক বছরের সিনিয়র। পরিচয় দিতে দিতে কলেজে পৌছে গেলাম।
:-----কিরে তোর আজকেও লেইট।(রাফি)
:-----আর বলিস না।(আমি)
:-----হয়েছে।ক্লাসে চল এখন।
:-----হুমম।
ক্লাসে গেলাম।কিন্তু ক্লাসে আমার মন বসে না। তাই একটা ক্লাস শেষ করেই আমি আর রাফি বাইরে চলে আসলাম। আড্ডা দিচ্ছি দুজনে।হঠাৎ কেউ আমার কলার ধরলো। আমার আর বুঝতে বাকি নেই কে।
যা ভাবছেন তা কিন্তু না। আমি এখনো সিঙ্গেল। আমার বড় আপু আমার কলারে ধরেছে।
:-----ওই।ক্লাস টাইমে বাইরে বসে আড্ডা দিচ্ছিস কেনো।(আপু)
:-----ক্লসে ভালো লাগছিলো না রে।(আমরা বন্ধুর মতোই তাই একে অপরকে তুই করেই বলি)
:-----সেটা লাগবে কেনো।
:-----হুমম্ সেটাই তো।তোর একটা সুন্দরী বান্ধবীর সাথে আমার সেটিং করিয়ে দে না।(সব সময় আপুকে এমন কথা বলে রাগাই)
:-----তুই আবার শুরু হয়ে গেলি।(আপু)
:-----হি হি(আমি)
:-----এই আকাশ আমি কিন্তু তোর সাথে প্রেম করতে রাজি আছি ।(রিয়া আপু।আপুর ক্লাসমেট)
:-----তুইই আবারও।(আপু)
:-----তোর এই রাগি আপুর জন্যই তুই আজ সিঙ্গেল।নইলে এমন একটা কিউট ছেলে কি সিঙ্গেল থাকে নাকি।(রিয়া আপু)
:-----তুই থামবি।(আপু)
:-----এই শোন না।তোর ভাইটা আসলেই খুব কিউট রে।রিয়াকে না দিলে আমাকে দিয়ে দে।(রাত্রি আপু।আপুর ক্লাসমেট)
:-----হয়েছে এখন।তোমরা আমাকে ভাগ করে নিয়ে যাও।(আমি)
:-----ওই তুই ক্লাসে যা।বড়দের মাঝে কথা বলছিস লজ্জা সরমের মাথা খেয়েছিস নাকি।(আপু)
:-----এখন আমার দোষ হয়ে গেলো।যা তোর সাথে আর কথাই বলবো না।(ন্যাকা কান্নার ভাব করে চলে আসলাম)
:-----এমন করে বলার কি আছে।(রিয়া আর রাত্রি আপু একসাথে)
:-----তোরা চুপ কর।(আপু)
আরো কিছুক্ষন কলেজে দুষ্টুমি করে বাসায় ফিরলাম। বাসায় ফিরে কলিংবেল দিলাম।আমি আবার একবার কলিংবেল দিই না। একাধারে দিতেই থাকি। নিজের বাড়ি বলে কথা।
:-----এতো বেল বাজাতে হয়।(আম্মু)
:-----হি হি।(বাজে একটা হাসি দিয়ে ভিতরে গেলাম)
:-----আম্মু।আম্মুউউ ।
:-----ওই হতচ্ছাড়া।আমি তোর মতো কানে কম শুনি না।একবার ডাকলেই শুনি।
:-----খেতে দাও তো।খিদে পেয়েছে আমার।
:-----খাবার রেডি হয়নি।
:-----কিইহ।এতো বড় অত্যাচার এতটুকু একটা ছেলের উপরে।(ন্যাকা কান্না করার ভাব করলাম)
:-----রোমে গিয়ে শুয়ে থাক।কিছুক্ষনের মধ্যেই খাবার রেডি হয়ে যাবে।
:-----লাগবে না।আমি গেলাম।
নিজের রোমে এসে শুয়ে আছি। আর ফেসবুক চালাচ্ছি।
:-----আমার কিউটা ভাইয়াটা কি করে।(আমি মন খারাপ করে চলে আসায় এখন রাগ ভাঙাতে অসছে)
:-----কিছু করে না।আপনি এখন আসতে পারেন।আমি একটু একা থাকতে চাই।(একটু ভাব নিলাম আর কি আমি)
:-----ছোটু টা কি বেশী রাগ করেছে।(আপু)
:-----না আমি কারো উপরে রাগ করি না।(আমি)
:-----আমার ভালো ভাইয়া রাগ করে না।বিকালে নতুন একটা বান্ধবীর বাসায় নিয়ে যাবো।
:-----কিইহ ।সত্যিই।
:-----হুমম্।তিন সত্যি।
:-----থ্যাংক ইউ আপু।
:-----হয়েছে এখন খেতে আয়।
:-----না আমি খাবো না।
:-----আচ্ছা বস আমি খাইয়ে দিচ্ছি।
আপুর বান্ধবীদের বাসায় ঘুরতে যেতে আমার খুবই ভালো লাগে। আমি রাগ করলে নানা কথা বলে সে রাগ আপু ভাঙায়। আপু খাইয়ে দিলো। বিকালে আপুর ডাক।
:-----কিরে রেডি হবি না।
:-----হুমম্।পাঁচ মিনিট।
:-----হুমম্।তাড়াতাড়ি।
বাইকটা নিয়ে বের হলাম।
:-----তুই হেঁটে চলে যা।আমি বাইক দিয়ে যাচ্ছি।(আপুকে রাগানোর জন্যে)
:-----শয়তান।ফাজলামি বাদ দিয়ে চল।
:-----হুমম ।চল।
এই প্রথম আপুর এই বান্ধবীর বাসায় গেলাম। কয়েকদিন আগে আমাদের এখানে এসেছে। আপুর সাথে নতুন বন্ধুত্ব। তাই আমি এখনো চিনি না বা আগে দেখিনি। আর কলেজেও গত কয়েকদিন যাওয়া হয়নি। তাই দেখিনি। আমি আপুর সব বান্ধবীদের চিনি।সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক।আমার আবার অনেক শখ সিনিয়র আপুর সাথে প্রেম করবো। রাস্তায় আপুর সাথে দুষ্টুমি করতে করতে আপুর নতুন বান্ধবীর বাসায় পৌছে গেলাম।বেশি দূরে না বাসা টা আমাদের বাসা থেকে। আপু কলিংবেল দিলো। আমাকে দিতে দেয় না। যা ফাজিল আমি। একজন ভদ্রমহিলা দরজা খুলে দিলেন।
:-----তুমি রুহি।(ভদ্রমহিলা)
:-----হুমম্।আসসালামু আলাইকুম আন্টি।কেমন আছেন।এটা আমার ভাই আকাশ।(আপু)
:-----হুমম্।ভালো তুমি কেমন আছো।(আন্টি)
:-----নিলা বাসায় আছে।(আপু)
:-----হ্যাঁ।ভেতরে আসো।ভুলেই গিয়েছিলাম।(আন্টি)
:-----হুমম।(আপু)
দুজনে ভেতরে গেলাম।আমাকে সাথে নিয়েই আপু একটা রোমের দিকে যেতে লাগলো। রোমের ভেতরে গেলাম। কিন্তু রোমে কেউ নেই। ওয়াশরুম থেকে শব্দ আসলো।আমি আর আপু বসলাম। একটু পরে ওয়াশরুম থেকে......
চলবে....