Thread Rating:
  • 53 Vote(s) - 3.38 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery কোন কূলে যে ভীড়লো তরী/কামদেব
       [৬৯]


              পার্বতী ম্যাডাম দুঃখ প্রকাশ করলেন। অনুরোধ করলেন ইচ্ছে করলে পল্টু তার কাছে এসে থাকতে পারে। বোঝালেন কেউ চিরকাল থাকে না।ড.অনলদেব সোম চলে যাবার পর তার অবস্থাও এরকম হয়েছিল তবু সেদিন ভেঙ্গে না পড়ে কঠোর হাতে সব দায়িত্ব সামলেছেন।বস্তুত অনেক বললেও কিছুই পল্টুকে প্রভাবিত করতে পারে না। মাম্মীর কাছে বিদায় নিয়ে বাড়ী ফেরার কথা ভাবতে তার মনে পড়ে শূণ্য ঘরের কথা।তবু অঞ্জু না থাকলেও সেখানে জড়িয়ে আছে তার স্মৃতি। সিড়ি দিয়ে নামতে ড.খান্নার সঙ্গে দেখা হল সহানুভুতি প্রকাশ করলেন। ম্লান হেসে পল্টু শুনে নীচে নামতে লাগল।
অফিস পেরোতে গিয়ে একজন এগিয়ে এসে বলল,স্যার আমি দুঃখিত কিছু বুঝতে পারিনি।
পল্টুর মনে পড়ল এই ভদ্রলোক তাকে ফোনের খবর দিয়েছিলেন।উত্তেজিত হয়ে পল্টু তাকে ভর্তসনা করেছিল।পল্টু লজ্জিত হয়ে বলল,আপনি কিছু মনে করবেন না,আমি আসলে--।
--না স্যার আমি কিছু মনে করিনি,মিসেস সোমের ব্যাপারটা জানতে পেরে আমার খুব খারাপ লেগেছে।
আবার মিসেস সোম?যে কথা ভুলতে চায় সে কথা কেন এরা মনে করিয়ে দেয়? এই সহানুভুতি সমবেদনা তার ভাল লাগে না।ড.শর্মা এসে জিজ্ঞেস করেন,আপনার ডিউটি শেষ?
পল্টুর জনপ্রিয়তা ড.শর্মার অপছন্দ।তিনি অনেক সিনিয়ার,তার ধারণা এই জনপ্রিয়তার পিছনে কারণ পল্টু ড.সোমের ছেলে।অবশ্য কে কি ভাবল পল্টুর কোনো মাথা ব্যথা নেই। আপন মনে কাজ করতে ভালবাসে। পল্টু হেসে বলল, হ্যা শেষ। ভেবেছিলাম আজ আসবো না।
--হুম।ড.শর্মা কি ভাবেন মনে মনে। আপন মনে বলেন, এক একজনের সমস্যা এক একরকম।
ড.শর্মার পারিবারিক কিছু সমস্যা আছে কানাঘুষোয় সে খবর পল্টুর কানেও এসেছে। প্রকৃত ব্যাপারটা কি পল্টু জানে না,জানার আগ্রহও নেই।
--ড.সোম আমি কি আপনাকে কিছুটা সঙ্গ দিতে পারি?
--আপনার গাড়ী?
--গ্যারেজে।আমি আজ ট্যাক্সিতে এসেছি।অবশ্য আপনার কোনো অসুবিধে থাকলে--।
--না না অসুবিধের কি আছে?আপনি তো এখন বাড়ী ফিরবেন না।
--বাড়ী?ছায়া সুনিবিড় শান্তির নীড়?ড.শর্মা দীর্ঘশ্বাস ফেলেন।
সবাই জানে ফেরার পথে ড.শর্মা কোনো একটা বারে গিয়ে মদ্যপান করেন।পল্টুর মনে হয় মদ্যপানে কি দুঃখ ভোলা যায়?
গল্প-উপন্যাসে পড়েছে প্রেম প্রত্যাখ্যাত নায়ক মাতাল হয়ে কবিতা আওড়ায়। কিরন দিলীপকে পিকনিকে লুকিয়ে লুকিয়ে মদ খেতে দেখেছে। সেণ্ট্রাল এভিনিউতে কিছুটা গিয়ে ইণ্ডিয়ান হোটেলের কাছে ড.শর্মা বললেন, গাড়ী দাড় করাও।
ড.শর্মার সঙ্গে পল্টুও নামে গাড়ী থেকে।ড.শর্মা বললেন,থ্যাঙ্কস ড.সোম।
--কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করবো?
--ওঃ সিয়োর।ড.শর্মা হাসলেন।
--আপনি ড্রিঙ্ক কেন করেন?
ড.শর্মা অবাক হয়ে পল্টুকে দেখেন তারপর উদাস গলায় বললেন,দেয়ার আর মেনি কজেজ। রাস্তায় দাঁড়িয়ে কি বলবো?
--চলুন আজ আপনাকে আমি সঙ্গ দেবো।
চমকে ওঠেন ড.শর্মা একটু ইতস্তত করেন,মনে হল ড.শর্মা একটু বিব্রত।পল্টু বলল, অসুবিধে থাকলে নাই গেলাম,বাই।পল্টু গাড়ীর দরজা খুলে উঠতে গেল ড.শর্মা বললেন,ড.সোম প্লিজ না এলে দুঃখ পাবো।
দুজনে ইণ্ডিয়া হোটেলে একটা কেবিনে বসল। একটা বেয়ারা এসে বলল,সেলাম ডাক্তার সাব।
পল্টু বুঝতে পারে ড.শর্মা এখানে পরিচিত। ড.শর্মা বললেন,একটা ছোট আর একটা বড়।
--না দুটোই বড়।পল্টু বলল।
অবাক হয়ে পল্টুকে দেখেন তারপর বেয়ারাকে বললেন,চিকেন পকোড়া। বেয়ারা চলে গেলে জিজ্ঞেস করেন, ড.সোম আপনি তো ড্রিঙ্ক করেন না।
--আপনিও একদিন ড্রিঙ্ক করতেন না।আমার বাবা নিয়মিত ড্রিঙ্ক করতেন।
ড.সোম মেণ্টালি ডিস্টার্ব বুঝতে পারেন আর কিছু বললেন না ড.শর্মা।একসময় বললেন, মিসেস সোমের চলে যাওয়াটা ভেরি স্যাড।
--প্লিজ ড.শর্মা এখন সেসব থাক।
পল্টু চেষ্টা করে ভুলে থাকতে তবু কেন যে সবাই মনে করিয়ে দেয়। বেয়ারা ট্রেতে করে পানীয় পকোড়া দিয়ে গেল। স্বল্প আলো ছায়াময় রোমাণ্টিক পরিবেশ। একটুকরো পকোড়া মুখে দিয়ে চিবোতে থাকে।কয়েক চুমুক দেবার পর ড.শর্মা এক টুকরো পকোড়া মুখে দিয়ে বললেন, আপনি ঠিকই বলেছেন আমি আগে ড্রিঙ্ক করতাম না। ড্রিঙ্ক করতে আমার ভাল লাগে না আবার না খেয়ে থাকতে পারিনা।
পল্টুর কথা বলতে ভাল লাগে না চুপচাপ পান করতে থাকে। ড.শর্মা বললেন, অনেক ছেড়েছি ছাড়তে ছাড়তে আজ আমি একা আর কত ছাড়বো বলুন তো?
--একা? আপনার বউ আছেন সন্তান আছে--।
--জানেন ড.সোম বিয়ে করলে বউ পাওয়া যায় মনের মত সঙ্গী মেলে ভাগ্যে।
আবার অঞ্জুর কথা মনে পড়ল। ঈশ্বর তাকে একটা উপহার দিয়েছিল কিছুদিনের জন্য আবার ফিরিয়ে নিয়ে গেল। ফিরিয়ে যদি নিবি তাহলে দেবার কি দরকার ছিল পল্টু ভাবে মনে মনে। চোখের পাতা ভারী হয়ে এসেছে পল্টু জিজ্ঞেস করল, ড.শর্মা আপনার বাড়ীতে কে কে আছে?
--বউ আছে তার দুটো মেয়ে আছে।
--আপনার মেয়ে নয়?
--কে জানে আমার হতে পারে আবার নাও হতে পারে।শালা সোয়াইন।একটু নীরব থেকে ড.শর্মা আবার বলেন, জানেন ড.সোম আমরা হলাম ভদ্রলোক ভিতরে ক্ষত বিক্ষত হবো কিন্তু বাইরে শালা দাঁত কেলিয়ে থাকবো।
পল্টুর মাথা গুলিয়ে যায় নেশার জন্য এমন হচ্ছে নাকি? ড.শরমা কি সব ভুলভাল বকছেন?
বেয়ারা এসে বলল,স্যার মিসেস গিদোয়ানি।
--এসে গেছে?ড.শর্মা অসহায় বোধ করেন।
পল্টু বুঝতে পারে আর থাকা সমীচীন হবে না উঠে দাঁড়িয়ে বেয়ারাকে বিল দিতে বলে।ড.শর্মা বললেন,না না ড.সোম ইউ আর মাই গেষ্ট।ওকে গাড়ীতে তুলে দাও।
পল্টু বেয়ারাকে নিবৃত্ত করে বলল,আই এ্যাম ওকে। পল্টু বেরিয়ে যেতে মধ্য বয়সী এক মহিলা কেবিনে ঢুকে জিজ্ঞেস করে,লোকটি কে?আগে তো দেখিনি?
--ড.সোম ব্রিলিয়াণ্ট সার্জেন।কলকাতায় টপ বলতে পারো।
ইকবাল বুঝতে পারে সাহেব থোড়া পিয়া।পল্টু গাড়ীতে বসে বলল,ড্যাফোডিল চলো।
ললিতা বলল সুন্দর দেখতে হয়েছে।এমন ঝড় বয়ে গেল বাচ্চাটাকে ভাল করে দেখার সময় পায়নি।একজন আয়া রাখতে হবে।অবশ্য আয়া মায়ের বিকল্প হতে পারে না।অনাথ আশ্রমে বাচ্চারা মা  ছাড়া পালিত হয়।আজ মম থাকলে এত চিন্তা হতো না।ললিতা তো তার বাচ্চাদের পালন করেছে ও পারবেনা?মনের মধ্যে নানা প্রশ্ন ঘুর ঘুর করতে থাকে।
--সাব ডেফোডিল এসে গেছে।
পল্টু নামতে গিয়েও বসে পড়ে।এই অবস্থায় নার্সিং হোমের ভিতরে যাওয়া ঠিক হবে না।একটু ভেবে বলল,ইকবাল তুমি আমার কথা বলে বাচ্চাটাকে নিয়ে এসো।
ইকবাল চলে যেতে অধীর আগ্রহে অপেক্ষা করে।ঐ তো ইকবাল আসছে কিন্তু ওর কোলে তো বাচ্চা নেই।ইকবাল এসে বলল,ডাক্তার সাব বাচ্চা নিয়ে গেছে।
ডাক্তার সাব?তাহলে কি যশ?মাথা ঝিম ঝিম করে।মদ্যপান করা আজ ঠিক হয়নি।ঘড়ি দেখল বেশ রাত হয়েছে।কাল ব্যাপারটা নিয়ে কথা বলা যাবে,ইকবালকে বলল,বাড়ী চলো।  

এত রাত হল অঙ্গন ফিরল না। যশ বিন্দার ললিতাকে জিজ্ঞেস করেন,তোমার মামা কি রোজ এত দেরী করে?
ললিতা বলল,নারসিন হোমে ফোন করেন।
যশ বিন্দার ফোন করে জানলেন সেখান থেকে বেরিয়ে গেছে। ললিতাকে বলল,তুমি খেয়ে নেও।
ললিতার অস্বস্তি হচ্ছিল কোনোদিন মামার আগে খায়নি তার উপর ডাক্তার দিদিমণি তাকে রান্না করতে না দিয়ে নিজে রুটি করেছে। দু-বেলা ভাত খাওয়ার অভ্যাস রুটি কেমন লাগবে কে জানে। কিন্তু আপত্তি বেশিক্ষণ টিকল না বাধ্য হয়ে ললিতা খেতে বসল।দিদিমণি নিজে তাকে পরিবেশন করলেন।ডাল দিয়ে কি একটা বানাইছেন খেতে ভালই লাগছে।লঙ্কা দিয়ে আচার পেঁয়াজ তড়কা রুটি দিয়ে ভোজ মন্দ লাগল না। ললিতা নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল।

যশবিন্দার ঘরে গিয়ে জেসমিনকে ঘুম থেকে তুলে বলল, অনেক ঘুমিয়েছো এবার ওঠো না হলে সারারাত আমাকে জ্বালাবে।
বাচ্চাটি চোখ বড় করে যশবিন্দারের মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। যশবিন্দার নীচু হয়ে চুমু খেয়ে বোলে, তোমার ড্যাড এখনো ফেরেনি আর তোমার হাসি হচ্ছে?
বাচ্চাটি কি বুঝল কে জানে ঠোট ফুলিয়ে কেদে ফেলে। ফিডিং বোতল মুখে ধরতে কান্না থেমে যায় চুক চুক দুধ টানতে থাকে। যশবিন্দার মুগ্ধ হয়ে দেখে,বুঝতে পারে ক্ষিধে পেয়েছিলদুধ শেষ হতে বোতল সরিয়ে নিল।জেসমিন ঠোট ফুলিয়ে কাদার উপক্রপম করতে ড কাউর জামার বোতাম খুলে মাই বের করে মুখে গুজে দিল।জেসমিনকে বা-হাতে ধরে ড কাউর শুয়ে থাকে।ড কাউরের চোখ লেগে আসে।
ললিতা বুইনের কান্না শুনতে পেয়েছে।ভাবল উঠে দেখতে আসবে,আবার চুপ হয়ে গেল। ঘুম আসছে না ললিতার,কখন মামা আসবে ভাবছে।এত রাত তো হয় না কোনো দিন।বুইন মনে হয় ঘুমিয়ে পড়েছে কোনো সাড়া শব্দ নেই। ললিতা উঠে ব্যালকণিতে গিয়ে দাড়ালো। রাস্তায় লোক চলাচল কমে এসেছে।এইভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখল নীচে গাড়ী এসে দাড়াল।মনে হয় মামা এল।  কলিং বেল বেজে উঠল,মনে হয় এল। ললিতা এসে দরজা খোলে উকি দিয়ে দেখল সিড়ির রেলিং ধরে ধরে মামা উঠছে।উপরে উঠে চোখাচুখি হতে পল্টূ হাসল।
ললিতা অবাক হয়,মামার কি শরীর খারাপ?  পল্টু দরজা দিয়ে ভিতরে ঢুকে গেল।নাকে গন্ধ যেতে ললিতা ভয় পেয়ে যায়।বস্তির বাবুলালকে দেখেছে মদ খেয়ে এসে বউরে পিটাতো।ভয়ে ভয়ে বলল,মামা খাতি দেব?
--তুই খেয়েছিস?
--আমার খাওয়া হয়ে গেছে--।
কথা শেষ হবার আগেই পল্টু বলল,আমি খাবো না তুই শুয়ে পড়।
দরজা ঠেলে ভিতরে ঢুকতে ভুত দেখার মতো চমকে উঠল।নেশার ঘোরে ভুল দেখছে নাতো?একটা ফুটফুটে শিশু ঘুমিয়ে আছে যশবিন্দার জামা খোলা স্তন বেরিয়ে আছে।চোখ টেনে টেনে দেখতে থাকে,কি সুন্দর পবিত্র দৃশ্য।এক সময় খেয়াল হয়,এত রাতে যশ এখানে? এগিয়ে গিয়ে ঝুকে পড়ে শিশুটির দিকে, যশবিন্দার চমকে উঠে বলল, কৌন?
চোখ মেলে যশ অঙ্গনকে দেখে উঠে বসে।টের পায় অঙ্গন নেশা করেছে।খাট থেকে নেমে পল্টুকে ধরে সোফায় বসিয়ে জুতো খুলে দিয়ে বলল,খাবে এসো।
--আমার ক্ষিধে নেই,ঘুম পাচ্ছে।
যশবিন্দার চেঞ্জ করিয়ে জেসমিনকে বাচিয়ে খাটে শুইয়ে দিল। একটা প্লেটে রুটি তড়কা নিয়ে এল। রুটি ছিড়ে মুখের কাছে ধরে বলল,হা করো।
পল্টু হা করে।এইভাবে তাকে খাওয়াতে লাগল। চারটে রুটি খেয়ে ফেলল অথচ বলছিল ক্ষিধে নেই। যশবিন্দার নিজে খেতে বসেছে।অঙ্গন নেশা করেছে। এত রাত অবধি কোথায় ছিল সে?একেবারে হুশ এই এখন কথা বোলে কোনো লাভ হবে না। কাল সকালে কথা বলা যাবে। ভাইরা দিল্লী থেকে শীঘ্রী আসবে খবর পেয়েছে। ঘরে ঢুকে দেখল অঙ্গন ঘুমিয়ে পড়েছে। জেসমিনকে পাশে সরিয়ে অঙ্গনের পাশে শুয়ে পড়ে।একটা হাত এসে তার কোমরে এসে পড়ল। রুদ্ধশ্বাসে অপেক্ষা করে যশবিন্দার।অঙ্গন ঘুমায় নি? হাত দিয়ে তাকে টানছে, বুকের কাছে টেনে নিয়ে জড়িয়ে জড়িয়ে বলল,অ-ন-ন-উ?
যশবিন্দারের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে।জানি না বাইগুরুর মনের কি ইচ্ছে।পাশে ঘুমোচ্ছে জেসমিন,মনে হয় তাকে চিনতে পারে।যখন কাঁদে যশবিন্দার কোলে নিলে চুপ করে যায়।জেসমিনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে যশ।
ইকবালের মন ভাল নেই। গাড়ী গ্যারেজ করে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। নাজমা পোয়াতি হবার পর মিলন বন্ধ আছে। চিত হয়ে শুয়ে আছে চুপচাপ। নাজমা অস্বস্তি বোধ করে। বাড়ী ফিরে সারাদিনের কত গল্প করে রাতে শুয়ে শুয়ে,আজ একদম চুপচাপ।নাজমা পাশ ফিরে কনুইয়ে ভর দিয়ে জিজ্ঞেস করে, আপনে কি ভাবতেছেন বলেন তো?
নাজমাকে বুকে তুলে নিয়ে ইকবাল জিজ্ঞেস করে, সাচা কইরা বলতো তুই আমারে ভালবাসিস?
--এইডা আপনে কেমুন কথা বলেন?
--ডাক্তার সাহেবরে দেখলি কষ্ট হয়।বিবিরে হারায়ে কেমন হয়ে গেছে,নেশা করে।
--কয়দিন ওইরম হয়।আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।
নাজমার কথা শুনে ইকবালের মনে হল তাকেও কি নাজমা এইরকম ভাবে? 
[+] 11 users Like kumdev's post
Like Reply


Messages In This Thread
RE: কোন কূলে যে ভীড়লো তরী/কামদেব - by kumdev - 15-03-2020, 09:56 PM



Users browsing this thread: 25 Guest(s)