13-03-2020, 10:14 PM
বাইরে এসে দেখলাম সবাই প্রস্তুত শিউলি আনটি একটা ঝলমলে সাড়ি আর উপরে একটা শাল পড়ে দাড়িয়ে আছে সাথে ওনার স্বামী । কিন্তু মিনা কে দেখলাম না । আমাকে দেখেই শিউলি আনটি হাত ইশারা করে ডাকল।
_ তোর আম্মু বলেছে তুই যেন আমার সাথে থাকিস
আমি ঘাড় নাড়লাম , তারপর জিজ্ঞাস করলাম
_ মিনা কই ও যাবে না ?
শিউলি আনটি আস্তে করে বলল
_ তোর জন্য ই তো ও অভিনয় করছে মন খারাপ এর দিনের বেলা ঘর থেকে বের হয় না । আর আজকেও যাবে না ।
আমার মনে পড়ে গেলো শিউলি আনটি সব জানে । একটু লজ্জা ও পেলাম । তবে অবাক হলাম নানাজান এর সাথে মনি বুড়ো কে দেখে । তাহলে মনি বুড়ো যাচ্ছে আমাদের সাথে । আম্মুর এই নতুন সাজগোজ এর পেছনে মনি বুড়োর হাত নেই ।
তাহলে কি রাজুর সাথে !!!!!!!!!!!
শরীর টা আমার ঝিম ঝিম করে উঠলো ।
এক গাড়িতে আমি শিউলি আনটি রাজুর মামা তিনজনে পেছনের সিটে বসেছে । আমি এক সাইডে শিউলি আনটি মাঝে আর রাজুর মামা মানে শিউলি আনটির বর অন্য সাইডে । ওনারা দুইজন কি নিয়ে যেন কথা বলছে । সেইদিকে আমার কোন মন নেই । আমার মন পড়ে আছে বাড়িতে ।রাজু যে ইচ্ছে করে এটা করেছে সেই ব্যাপারে আমি নিশ্চিত । এখন আমার মনে একটা প্রস্নই সুধু খচ খচ করছে রাজু এখন কি চাল চালছে ?
নিশ্চয়ই রাজুর কোন প্ল্যান আছে । এমনি এমনি ই তো ও এই নাটক সাজায় নি । কিন্তু কি প্ল্যান কি করে ও আম্মু কে সিদিউস করবে । নাকি আম্মু আর রাজুর মাঝে সব কিছু হয়ে গেছে । ওরা দুজন মিলেই সব ঠিক করেছে । কেমন যেন হাস্ফাস লাগতে লাগলো আমার কাছে । মনে হচ্ছে বমি হয়ে যাবে আমার ।
শিউলি আনটি খেয়াল করলো আমার ব্যাপারটা ।
_ এই অপু কি হয়েছে তোর ? শরীর খারাপ লাগছে কি খুব ? বমি হবে নাকি ?
_ না আনটি কিচ্ছু হয় নি
_ তাহলে তোকে এমন ঘামাছে কেন নে জ্যাকেট টা খুলে ফেল ।
শিউলি আনটি আমার জ্যাকেট খুলে দিলো । আমার কেন জানি জ্যাকেট খুলতে ইচ্ছে হছিলো না কারন আমার কাছে মনে হচ্ছিলো আম্মু শেষ বারের মতো আমাকে এই জ্যাকেট পড়িয়ে দিয়েছে । এর পর থেকে আম্মু আমাকে আমার ভালোবাসবে না । রাজু ই আম্মুর সব ভালবাসা নিয়ে নেবে । রাজু আম্মু কে দখল করে নেবে । আমি তখন আম্মুর চোখের বিষ হয়ে যাবো । আম্মু আমাকে আর সহ্য করবে না । একটা মেন্টাল ব্রেক ডাউন এর মতো হলো আমার ।
দর দর করে ঘামছে আমায় । কিছু বলতে ও পারছি না সইতে ও পারছি না । ইচ্ছে হচ্ছে ছুটে চলে যাই । আম্মু কে রাজুর কাছ থেকে দূরে সরিয়ে দেই । তারপর আমি আর আম্মু দুজনে দরজা লাগিয়ে বসে থাকি । কিন্তু আমি অসহায় এখন । খুব ভালো হতো যদি মিনা থাকতো এখন ওকে সব খুলে বলতে পারতাম ।
আমারা সোমা আপুর শ্বশুর বাড়ি চলে এসেছি । অন্য অন্য অথিথি রা বাড়ির ভেতরে চলে গেছে । কিন্তু আমাদের গাড়ির সামনে নানাজান মনি বুড়ো শিউলি আনটি আর শিউলি আনটির বর আমাকে পরিচর্যা করছে।
_ আমারা ওকে নিয়ে চলে যাই বাসায়
আমি শিউলি আনটি কে বলতে শুনলাম ।
_ না না মা তোমরা থাকো আমি ই ওকে নিয়ে চলে যাই । তোমরা কেন সুধু সুধু বেড়াতে এসে চলে যাবে ।
নানাজান বলল সাথে মনি বুড়ো ও যেতে চাইলো । তবে শিউলি আনটি কাউকে যেতে দিলো না । তাই আমি শিউলি আনটি আর ওনার বর আবার গাড়ি করে বাড়ির দিকে চললাম ।
সামনে ড্রাইভার এর সাথে শিউলি আনটির বর । আর পেছনে আমি আর শিউলি আনটি । আমাকে সারাক্ষণ বাতাস করছেন উনি । এমনিতে শিউলি আনটি কে দেখে মনে হয় না উনি এতো সেবা যত্ন করতে পারেন । তবে এখন আমাক প্রায় সুস্থ করে তুলেছেন সেবা করে ।
গাড়ি যখন মাঝ রাস্তায় চলে এসেছে তখন আমি অনেকটাই সুস্থ হয়ে উঠেছি । প্রাথমিক ধাক্কা টা সামলে নিয়েছি । মনে মনে ভাবছি ফ্যান্টাসি এক জিনিস আর বাস্তবতা আরেক জিনিস । যত সহজে আমি আম্মু কে অন্য লোকের সাথে কল্পনা করি বাস্তবতা অতো সহজ নয় এর জন্য আমাকে মূল্য দিতে হবে এবং সেটা খুব চড়া।
_ এখন কেমন লাগছে রে অপু
_ একটু ভালো
আমি আস্তে করে উত্তর দিলাম । শিউলি আনটি ওনার স্বামীকে সামনে একটি দোকান দেখে গাড়ি থামাতে বলল। একটু পড়েই একটা চায়ের দোকান দেখে গাড়ি থামানো হলো । শিউলি আনটি ওনার স্বামী আর ড্রাইভার কে চা খেয়ে আসার জন্য বললে ওরা বেড়িয়ে গেলো । আমি বুঝতে পারলাম না কেন ।
ওরা বেড়িয়ে যেতেই শিউলি আনটি আমাকে বলল
_ আমি বুঝতে পেরেছি তোর শরীর খারাপ এর কারন , মিনা আমাকে সব বলেছে । আর মিনার সাথে তোর যা সম্পর্ক দেখছি এতে আমি নিশ্চিত মিনা ও আমাদের সম্পর্কে তোকে সব বলেছে ।
প্রথমে আমি সুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম শিউলি আনটির দিকে কোন উত্তর দিলাম না । আসলে শিউলি আনটির কাছে কেমন যেন সঙ্কোচ লাগছিলো । শিউলি আনটি ও মনেহয় বুঝতে পারলেন । তাই বললেন
_ আমার কাছে সঙ্কোচ করিস না , তুই তো মনে হয় আমার সম্পর্কে সব যেনেই গেছিস তাই লজ্জা পেয়ে কি লাভ । খোলা খুলি কথা বললে ভালো লাগবে । আমাদের পরিবারে আমারা খুব ফ্রি একে অপরের কাছে কিছুই লুকাই না । আর তোর সম্পর্কে আমি যা জেনেছি তাতে তোকে খারাপ ভাবার কিছু নেই আমার নিজের স্বামী ই তোর মতো । বরং তোকে আমার পছন্দ হয় এর জন্য । তুই জানিস তোর আঙ্কেল কে আমি এই কারনে কতটা ভালবাসি ।
আমি হুম বললাম ।
_ এখন শোন রাজু যে এটা ইচ্ছে করে করেছে সেটা আমিও বুঝতে পেরেছি । তবে তোর মা কে আমি চিনি ও এতো সহজে কারো হাতে আসবে না । ওর মনে সুধু একজন ই আছে এবং সেটা তোর আব্বু নয় ওই মনি কাকু।
_ তাহলে আম্মু আব্বুর সাথে চলে গিয়েছিলো কেন ?
আমি জরতা ভেঙ্গে প্রশ্ন করে ফেললাম ।
_ সে বড় ইতিহাস ছোট করে বলি তোর নানির সাথে মনি কাকুর একটা সম্পর্ক ছিলো এটা অবশ্য তোর নানা জানতো কিন্তু কখনো কিছু বলতো না । তবে তোর মায়ের সাথে যখন মনি কাকুর সম্পর্ক হয়ে তার অনেক আগেই তোর নানির সাথে মনি কাকুর সম্পর্ক শেষ হয়ে গিয়েছিলো । কিন্তু তোর মা একদিন সেই সম্পর্ক এর কথা যেনে ফেলে তোর নানা নানির কাছ থেকে । আর এদিকে তোর বাপ ও চেষ্টা করে যাচ্ছিলো । আর ভাঙ্গা মন নিয়ে তোর মা ভুল করে বসে আরও কত লোক ছিলো তোর মায়ের জন্য পাগল কিন্তু রাগের মাথায় তোর মা খবিশ টার সাথে ভেগে যায় ।
আমার চোখ তো পুরো চরক গাছ হয়ে আছে । বলে কি আমার নানাজান আর নানিজান । এই ঘটনা ।
_ আমার নানাজান ও কি আঙ্কেল এর মতো ? অ্যা
আমি জানতে চাইলাম
_ নাহ তোর নানাজান ও আঙ্কেল এর মতো না আর তোর নানিজান ও আমার মতো না । ব্যাপারটা ছিলো এরকম যে মনি কাকু তোর নানাজান আর নানিজান এর কাছে দেবতা তুল্য লোক আর ঘটনা টা এমনিতেই ঘটে গিয়েছিলো । এর বেশি কিছু না ।
এতদিনে আমার বুঝে আসলো কেন আম্মু আব্বুর মতো লোকের সাথে চলে গিয়েছিলো । প্রচণ্ড রাগে ।
_ আর তুই একদম চিন্তা করিস না রাজু এতো সহজে তোর মা কে পাবে না আমার বান্ধবি কে আমার চেয়ে ভালো আর কে জানে । তবে তুই কেন অসুস্থ হয়ে পরলি সেটা বল মিনার কাছে শুনেছি তুই নাকে দেখতে পছন্দ করিস । রাজু কি তোর পছন্দ না ?
ভ্রূ নাচিয়ে হাসতে হাসতে জানতে চাইলো শিউলি আনটি । আমি লজ্জা পেয়ে মুখ নিচু করে ফেললাম
_ শোন তুই এখনো ছোট তাই তোর একটা ফ্যান্টাসি হয়েছে । কিন্তু বাস্তবে এইসব মেনে নেয়া খুব কঠিন। তুই তোর মা কে নিজের মতো ছেড়ে দে এসব দেখতে যাস নে । তোর মা তার মতো থাক তুই তোর মতো । আর যদি মনে করিস তোর দেখাই লাগবে তুই আমার বাড়ি বাড়াতে আসিস ।
এই বলে শিউলি আনটি আমার গাল টিপে দিলো ।
_ তোর আম্মু বলেছে তুই যেন আমার সাথে থাকিস
আমি ঘাড় নাড়লাম , তারপর জিজ্ঞাস করলাম
_ মিনা কই ও যাবে না ?
শিউলি আনটি আস্তে করে বলল
_ তোর জন্য ই তো ও অভিনয় করছে মন খারাপ এর দিনের বেলা ঘর থেকে বের হয় না । আর আজকেও যাবে না ।
আমার মনে পড়ে গেলো শিউলি আনটি সব জানে । একটু লজ্জা ও পেলাম । তবে অবাক হলাম নানাজান এর সাথে মনি বুড়ো কে দেখে । তাহলে মনি বুড়ো যাচ্ছে আমাদের সাথে । আম্মুর এই নতুন সাজগোজ এর পেছনে মনি বুড়োর হাত নেই ।
তাহলে কি রাজুর সাথে !!!!!!!!!!!
শরীর টা আমার ঝিম ঝিম করে উঠলো ।
এক গাড়িতে আমি শিউলি আনটি রাজুর মামা তিনজনে পেছনের সিটে বসেছে । আমি এক সাইডে শিউলি আনটি মাঝে আর রাজুর মামা মানে শিউলি আনটির বর অন্য সাইডে । ওনারা দুইজন কি নিয়ে যেন কথা বলছে । সেইদিকে আমার কোন মন নেই । আমার মন পড়ে আছে বাড়িতে ।রাজু যে ইচ্ছে করে এটা করেছে সেই ব্যাপারে আমি নিশ্চিত । এখন আমার মনে একটা প্রস্নই সুধু খচ খচ করছে রাজু এখন কি চাল চালছে ?
নিশ্চয়ই রাজুর কোন প্ল্যান আছে । এমনি এমনি ই তো ও এই নাটক সাজায় নি । কিন্তু কি প্ল্যান কি করে ও আম্মু কে সিদিউস করবে । নাকি আম্মু আর রাজুর মাঝে সব কিছু হয়ে গেছে । ওরা দুজন মিলেই সব ঠিক করেছে । কেমন যেন হাস্ফাস লাগতে লাগলো আমার কাছে । মনে হচ্ছে বমি হয়ে যাবে আমার ।
শিউলি আনটি খেয়াল করলো আমার ব্যাপারটা ।
_ এই অপু কি হয়েছে তোর ? শরীর খারাপ লাগছে কি খুব ? বমি হবে নাকি ?
_ না আনটি কিচ্ছু হয় নি
_ তাহলে তোকে এমন ঘামাছে কেন নে জ্যাকেট টা খুলে ফেল ।
শিউলি আনটি আমার জ্যাকেট খুলে দিলো । আমার কেন জানি জ্যাকেট খুলতে ইচ্ছে হছিলো না কারন আমার কাছে মনে হচ্ছিলো আম্মু শেষ বারের মতো আমাকে এই জ্যাকেট পড়িয়ে দিয়েছে । এর পর থেকে আম্মু আমাকে আমার ভালোবাসবে না । রাজু ই আম্মুর সব ভালবাসা নিয়ে নেবে । রাজু আম্মু কে দখল করে নেবে । আমি তখন আম্মুর চোখের বিষ হয়ে যাবো । আম্মু আমাকে আর সহ্য করবে না । একটা মেন্টাল ব্রেক ডাউন এর মতো হলো আমার ।
দর দর করে ঘামছে আমায় । কিছু বলতে ও পারছি না সইতে ও পারছি না । ইচ্ছে হচ্ছে ছুটে চলে যাই । আম্মু কে রাজুর কাছ থেকে দূরে সরিয়ে দেই । তারপর আমি আর আম্মু দুজনে দরজা লাগিয়ে বসে থাকি । কিন্তু আমি অসহায় এখন । খুব ভালো হতো যদি মিনা থাকতো এখন ওকে সব খুলে বলতে পারতাম ।
আমারা সোমা আপুর শ্বশুর বাড়ি চলে এসেছি । অন্য অন্য অথিথি রা বাড়ির ভেতরে চলে গেছে । কিন্তু আমাদের গাড়ির সামনে নানাজান মনি বুড়ো শিউলি আনটি আর শিউলি আনটির বর আমাকে পরিচর্যা করছে।
_ আমারা ওকে নিয়ে চলে যাই বাসায়
আমি শিউলি আনটি কে বলতে শুনলাম ।
_ না না মা তোমরা থাকো আমি ই ওকে নিয়ে চলে যাই । তোমরা কেন সুধু সুধু বেড়াতে এসে চলে যাবে ।
নানাজান বলল সাথে মনি বুড়ো ও যেতে চাইলো । তবে শিউলি আনটি কাউকে যেতে দিলো না । তাই আমি শিউলি আনটি আর ওনার বর আবার গাড়ি করে বাড়ির দিকে চললাম ।
সামনে ড্রাইভার এর সাথে শিউলি আনটির বর । আর পেছনে আমি আর শিউলি আনটি । আমাকে সারাক্ষণ বাতাস করছেন উনি । এমনিতে শিউলি আনটি কে দেখে মনে হয় না উনি এতো সেবা যত্ন করতে পারেন । তবে এখন আমাক প্রায় সুস্থ করে তুলেছেন সেবা করে ।
গাড়ি যখন মাঝ রাস্তায় চলে এসেছে তখন আমি অনেকটাই সুস্থ হয়ে উঠেছি । প্রাথমিক ধাক্কা টা সামলে নিয়েছি । মনে মনে ভাবছি ফ্যান্টাসি এক জিনিস আর বাস্তবতা আরেক জিনিস । যত সহজে আমি আম্মু কে অন্য লোকের সাথে কল্পনা করি বাস্তবতা অতো সহজ নয় এর জন্য আমাকে মূল্য দিতে হবে এবং সেটা খুব চড়া।
_ এখন কেমন লাগছে রে অপু
_ একটু ভালো
আমি আস্তে করে উত্তর দিলাম । শিউলি আনটি ওনার স্বামীকে সামনে একটি দোকান দেখে গাড়ি থামাতে বলল। একটু পড়েই একটা চায়ের দোকান দেখে গাড়ি থামানো হলো । শিউলি আনটি ওনার স্বামী আর ড্রাইভার কে চা খেয়ে আসার জন্য বললে ওরা বেড়িয়ে গেলো । আমি বুঝতে পারলাম না কেন ।
ওরা বেড়িয়ে যেতেই শিউলি আনটি আমাকে বলল
_ আমি বুঝতে পেরেছি তোর শরীর খারাপ এর কারন , মিনা আমাকে সব বলেছে । আর মিনার সাথে তোর যা সম্পর্ক দেখছি এতে আমি নিশ্চিত মিনা ও আমাদের সম্পর্কে তোকে সব বলেছে ।
প্রথমে আমি সুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম শিউলি আনটির দিকে কোন উত্তর দিলাম না । আসলে শিউলি আনটির কাছে কেমন যেন সঙ্কোচ লাগছিলো । শিউলি আনটি ও মনেহয় বুঝতে পারলেন । তাই বললেন
_ আমার কাছে সঙ্কোচ করিস না , তুই তো মনে হয় আমার সম্পর্কে সব যেনেই গেছিস তাই লজ্জা পেয়ে কি লাভ । খোলা খুলি কথা বললে ভালো লাগবে । আমাদের পরিবারে আমারা খুব ফ্রি একে অপরের কাছে কিছুই লুকাই না । আর তোর সম্পর্কে আমি যা জেনেছি তাতে তোকে খারাপ ভাবার কিছু নেই আমার নিজের স্বামী ই তোর মতো । বরং তোকে আমার পছন্দ হয় এর জন্য । তুই জানিস তোর আঙ্কেল কে আমি এই কারনে কতটা ভালবাসি ।
আমি হুম বললাম ।
_ এখন শোন রাজু যে এটা ইচ্ছে করে করেছে সেটা আমিও বুঝতে পেরেছি । তবে তোর মা কে আমি চিনি ও এতো সহজে কারো হাতে আসবে না । ওর মনে সুধু একজন ই আছে এবং সেটা তোর আব্বু নয় ওই মনি কাকু।
_ তাহলে আম্মু আব্বুর সাথে চলে গিয়েছিলো কেন ?
আমি জরতা ভেঙ্গে প্রশ্ন করে ফেললাম ।
_ সে বড় ইতিহাস ছোট করে বলি তোর নানির সাথে মনি কাকুর একটা সম্পর্ক ছিলো এটা অবশ্য তোর নানা জানতো কিন্তু কখনো কিছু বলতো না । তবে তোর মায়ের সাথে যখন মনি কাকুর সম্পর্ক হয়ে তার অনেক আগেই তোর নানির সাথে মনি কাকুর সম্পর্ক শেষ হয়ে গিয়েছিলো । কিন্তু তোর মা একদিন সেই সম্পর্ক এর কথা যেনে ফেলে তোর নানা নানির কাছ থেকে । আর এদিকে তোর বাপ ও চেষ্টা করে যাচ্ছিলো । আর ভাঙ্গা মন নিয়ে তোর মা ভুল করে বসে আরও কত লোক ছিলো তোর মায়ের জন্য পাগল কিন্তু রাগের মাথায় তোর মা খবিশ টার সাথে ভেগে যায় ।
আমার চোখ তো পুরো চরক গাছ হয়ে আছে । বলে কি আমার নানাজান আর নানিজান । এই ঘটনা ।
_ আমার নানাজান ও কি আঙ্কেল এর মতো ? অ্যা
আমি জানতে চাইলাম
_ নাহ তোর নানাজান ও আঙ্কেল এর মতো না আর তোর নানিজান ও আমার মতো না । ব্যাপারটা ছিলো এরকম যে মনি কাকু তোর নানাজান আর নানিজান এর কাছে দেবতা তুল্য লোক আর ঘটনা টা এমনিতেই ঘটে গিয়েছিলো । এর বেশি কিছু না ।
এতদিনে আমার বুঝে আসলো কেন আম্মু আব্বুর মতো লোকের সাথে চলে গিয়েছিলো । প্রচণ্ড রাগে ।
_ আর তুই একদম চিন্তা করিস না রাজু এতো সহজে তোর মা কে পাবে না আমার বান্ধবি কে আমার চেয়ে ভালো আর কে জানে । তবে তুই কেন অসুস্থ হয়ে পরলি সেটা বল মিনার কাছে শুনেছি তুই নাকে দেখতে পছন্দ করিস । রাজু কি তোর পছন্দ না ?
ভ্রূ নাচিয়ে হাসতে হাসতে জানতে চাইলো শিউলি আনটি । আমি লজ্জা পেয়ে মুখ নিচু করে ফেললাম
_ শোন তুই এখনো ছোট তাই তোর একটা ফ্যান্টাসি হয়েছে । কিন্তু বাস্তবে এইসব মেনে নেয়া খুব কঠিন। তুই তোর মা কে নিজের মতো ছেড়ে দে এসব দেখতে যাস নে । তোর মা তার মতো থাক তুই তোর মতো । আর যদি মনে করিস তোর দেখাই লাগবে তুই আমার বাড়ি বাড়াতে আসিস ।
এই বলে শিউলি আনটি আমার গাল টিপে দিলো ।