11-03-2020, 10:16 PM
(Update No. 134)
সীমন্তিনীও হেসে কিংশুকের মাথার চুলগুলো নেড়ে দিয়ে বলল, “এই না হলে আমার ভাই”? বলে বিভাদেবীর দিকে চেয়ে বলল, “ও মাসি, তাহলে আজ উঠছি গো। অর্চুও তৈরী হয়ে গেছে। ভাই, তুমি বড়দির ব্যাগটা নিয়ে বেরোও। দোকানে গিয়ে অপেক্ষা করো। আমি আসছি। মাসি তুমি একটু আমার সাথে ভেতরে এসো তো” বলে বিভাদেবীর হাত ধরে তাদের ঘরের ভেতর গিয়ে ঢুকল।
নিজের প্যান্টের পকেটের ভেতর থেকে পার্স বের করে তার ভেতর থেকে পাঁচ হাজার টাকা তুলে বিভাদেবীর হাতে দিতে দিতে বলল, “মাসি এ টাকাটা রেখে দাও। এটা মেসোকে দিও না। তোমার কাছে আলাদা ভাবে রেখে দিও”।
বিভাদেবী বললেন, “ওমা, আবার এসব দিচ্ছিস কেন মা? তুই তো এ পরিবারের এ তিনটি প্রাণীর সব চাহিদাই সময়ে সময়ে পূরণ করছিস। তাহলে আবার আলাদা করে এত টাকা দিচ্ছিস কেন”?
সীমন্তিনী বলল, “মাসি, আমাকে তো নানা কাজে নানাভাবে ব্যস্ত থাকতে হয়। এমন যদি কখনও হয় যে তোমাদের কিছু টাকার প্রয়োজন, কিন্তু আমি তখন আসতে পেলুম না। তখন এখান থেকে খরচা কোরো। আর শোনো, মেসোকে বলেছি, পাকা পোক্ত ভাবে রান্নাঘর বানাতে কত টাকা খরচ হতে পারে এ ব্যাপারে কোনও ভাল মিস্ত্রীর সাথে যেন কথা বলে দেখেন। তুমিও কথাটা একটু মনে করিয়ে দিও। এবারের বর্ষা পেড়িয়ে গেলে রান্নাঘরটাকে নতুন করে বানিয়ে দেব। নইলে তোমাদের সকলেরই খুব অসুবিধে হবে। আমি তো সময় সুযোগ পেলে আসবই। আসতে না পারলেও ফোনে যোগাযোগ তো রাখবই। তুমি শুধু মেসোকে কথাটা মনে করিয়ে দিও। আর তোমার বড়মেয়েকে সঙ্গে নিয়ে যাচ্ছি বলে দুশ্চিন্তা কোর না। ওকে কবে তোমার কাছে ফেরত পাঠাব তা এখনই ঠিক বলতে পাচ্ছি না। তবে তুমি একেবারে ভেব না। এতদিন আমি শুধু একা ছিলুম। তাই ইচ্ছে থাকলেও অর্চুকে নিতে পারিনি। কারন আমি যে কবে কতক্ষণ ঘরে থাকতে পারব তার তো কোনও ঠিক ঠিকানা নেই। এখন ঘরে লক্ষ্মীদি আর নীতা আছে। ওর কোন অসুবিধে হবে না। সারাক্ষণ কেউ না কেউ ওর সাথে থাকবে। ওর কোনও অমর্য্যাদা তো আমার ওখানে হবেই না। ও খুব ভালও থাকবে”।
বিভাদেবী বললেন, “অর্চু তার আদরের দিদিভাইয়ের কাছে যাচ্ছে, এ নিয়ে আমার মনে চিন্তা হবার কি আছে মা? আমি ওকে পেটে ধরলেও তুইই তো ওকে পূনর্জীবন দিয়েছিস। কিন্তু হ্যারে মা, রচুও বলেছে তুই নাকি কলকাতা থেকে ফেরার সময় কোন একটা মেয়েকে সাথে নিয়ে এসেছিস? আর তাকে নাকি তোর কাছেই রাখবি? মেয়েটা কে রে”?
সীমন্তিনী বলল, “হ্যাঁ মাসি। ওর নাম নীতা। পুরো নাম নবনীতা দত্ত। কায়স্থ। মেয়েটার সব কথা তোমাকে শোনাতে গেলে আজ আর আমার ফিরে যাওয়া হবে না। তবে খুব সংক্ষেপে একটুখানি বলি। মেয়েটা খুব গরীব ঘরের। কলকাতার এক বস্তিতে থাকত। এগার ক্লাস অব্দি পড়াশোনা করেছে। আমার এক বন্ধুকে ভালবাসত। কিন্তু আজ থেকে সাত বছর আগে যেদিন ওদের বিয়ে ঠিক হয়েছিল সেদিনই ওদের বস্তির দুটো বদমাশ ওকে রাতের অন্ধকারে অজ্ঞান করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল। বদমাশগুলো ওর সর্বস্য লুটে নিয়েও ওকে ছাড়েনি। অনেক দুরে কোথাও নিয়ে গিয়ে ওকে দিয়ে বেশ্যাবৃত্তি করিয়ে টাকা কামিয়ে নিত। অনেক চেষ্টার পর অনেক কষ্ট করে এক দেড় বছর আগে ও সেখান থেকে কোনমতে পালিয়ে কলকাতা এসেছিল। দু’তিন মাস আগে আমার সে বন্ধুর সাথে ওর দেখা হয়েছিল। আমার বন্ধু ওর সবকথা শোনার পরেও ওকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু ও নিজেই সে আহ্বান প্রত্যাক্ষান করেছে। বলেছে যে ও মরে গেলেও ওর নোংড়া অপবিত্র শরীরটা নিজের ভালবাসার লোকের হাতে তুলে দিতে ও কিছুতেই পারবে না। আমি কলকাতা গিয়ে যেদিন ওকে প্রথম দেখি, সেদিন রচুও আমার সাথে ছিল। ওর জীবনের কথাগুলো শুনতে শুনতে আমার বারবার অর্চুর কথা মনে পড়ে যাচ্ছিল। অর্চুও ওর জীবনের সাতটা বছর নরক যন্ত্রণা ভোগ করেছে। এ মেয়েটাও তাই। বয়সে অর্চুর থেকে বছর দুয়েকের বড় হলেও অর্চু যেমন শুধু মাধ্যমিক পাশ করেছে, ও-ও তেমনি এগার ক্লাস অব্দি পড়েছে। দেখতে শুনতেও খুব ভাল। কথাবার্তা ব্যবহার সবই খুব চমৎকার। ওকে যেদিন বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছিল তার ক’দিন বাদেই ওর মা মারা গিয়েছিল। মেয়ের শোকেই তার প্রাণ গিয়েছিল। কলকাতা পালিয়ে আসবার পর ও নিজের বাবা দাদার কাছে গিয়েছিল। কিন্তু তারা অমন কূলটা মেয়েকে আর সংসারে ঠাঁই দেয়নি। তখন নিরুপায় হয়ে পথে ঘাটে ঘুরে বেড়াত। ভিক্ষে করে খেত আর রেল ষ্টেশনে শুয়ে রাত কাটাত। সে অবস্থায়ও ওকে কতভাবে নিপীড়িতা হতে হয়েছে সেসব কথা শুনলে তুমি কেঁদে ফেলবে মাসি। মেয়েটার সব কথা শোনবার পর ওকে আমি সঙ্গে না এনে পারিনি। আপাততঃ আমি ওকে কোন একটা কাজে ঢুকিয়ে দেব। তারপর দেখা যাক ভবিষ্যতে কী হয়। তবে ও আমার কাছে আছে বলে অর্চুর কোন ক্ষতি হবে, ওর অযত্ন হবে, এ’কথা তুমি মনেও এনো না” বলে একটু থেমে বলল, “মাসি, দেরী হয়ে যাচ্ছে গো। আমাকে যে এখন বেরোতেই হবে। আবার মেসোর দোকানেও তো একটু ঢুকতে হবে”।
নবনীতার গল্প শুনতে শুনতে বিভাদেবীর দু’চোখ জলে ভরে গিয়েছিল। তিনি নিজের চোখ মুছে ফোঁপাতে ফোঁপাতে বললেন, “তুই সত্যিই মা অন্নপূর্ণা রে। নাজানি আরও কতজনের জীবনে তুই এভাবে আশীর্বাদ বিলিয়ে যাবি। অর্চুকে নিয়ে আমার কোন ভাবনা নেই। ও এখন আগের থেকে অনেক ভাল আছে। আর তোর কাছে গিয়ে ও আরও ভাল থাকবে সে আমি জানি। কিন্তু মা ওই মেয়েটাকে একবার আমার কাছে নিয়ে আসবি? আমার ওকে খুব দেখতে ইচ্ছে করছে রে মা”।
সীমন্তিনী বিভাদেবীর হাত ধরে বলল, “কথা তো দিতে পারছি না মাসি। আমার কাজের ব্যস্ততা দিন দিন বেড়েই চলছে। তবে সময় সুযোগ হলে নিশ্চয়ই নিয়ে আসব। কিন্তু এবার আর দেরী করা যাবে না মাসি। চল বেরোই”।
বিধুবাবুর দোকানে ঢুকে একটু সময় কাটিয়েই সকলের কাছ থেকে বিদায় নিয়ে অর্চনাকে নিয়ে নিজের গাড়িতে উঠতেই গাড়ি স্টার্ট দিল।
অর্চুকে নিয়ে সীমন্তিনী কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে জানতে পেরে নবনীতা আর লক্ষ্মী অধীর আগ্রহে অপেক্ষা করছিল। লক্ষ্মী বিকেল বেলাতেই আলুর দম আর পায়েস বানিয়ে রেখেছে। নবনীতা ময়দা মেখে তৈরী করে রেখে দিয়েছে। ওরা ফিরে এলেই গরম গরম লুচি ভেজে দেবে লক্ষ্মী।
সন্ধ্যে সাড়ে পাঁচটা নাগাদ সীমন্তিনীর গাড়ি কোয়ার্টারের কম্পাউন্ডে ঢুকতেই নবনীতা আর লক্ষ্মী ছুটে ঘর থেকে বেড়িয়ে এল। ওরা গাড়ি থেকে নামতে না নামতেই লক্ষ্মী আর নবনীতা গিয়ে দু’জন দু’পাশ থেকে অর্চনাকে জড়িয়ে ধরতে অর্চনা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সীমন্তিনী হেসে উঠে বলল, “অর্চু, এ হচ্ছে আমার লক্ষীদি, আর ও হচ্ছে নীতা। তোমার মতই আমার আরেকটা বোন”।
অর্চনা সীমন্তিনীর কথা শুনে নিচু হয়ে দু’জনকে প্রণাম করবার চেষ্টা করতেই লক্ষ্মী তাকে আবার জড়িয়ে ধরে বলল, “ও কি করছ ও কি করছ সোনাদি, তুমি আমাকে প্রণাম করে পাপের ভাগী কোরনা গো। আমি কি আর তোমার প্রণাম নেবার যোগ্য। তুমি যে সাক্ষাৎ ভগবতী গো”।
নবনীতাও অর্চনার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, “হ্যাঁ বোন। আমিও তো কায়স্থ ঘরের মেয়ে। কায়স্থ হয়ে ', মেয়ের প্রণাম নিলে আমারই যে পাপ হবে গো। তাই প্রণাম টনাম আর করতে হবে না। চল, ভেতরে চল”।
অর্চনা নবনীতার দিকে চেয়ে জবাব দিল, “আমরা সে-সব রীতি মানিনে গো নীতাদি। আমরা ভাই বোনেরা মা-বাবার কাছে এমন শিক্ষাই পেয়েছি যে শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ সকলকেই প্রণাম করা যায়” বলে সে আবার নবনীতার পায়ের দিকে ঝুঁকতেই নবনীতা তাকে আবার বুকে জড়িয়ে ধরে তার কপালে চুমু খেয়ে বলল, “ইশ কী মিষ্টি গলার স্বর গো তোমার। আচ্ছা ঠিক আছে বোন, তোমার প্রণাম আমি এমনিতেই স্বীকার করে নিলুম। আর পায়ে হাত দিতে হবে না। এবার ঘরে চলো। কতক্ষণ ধরে তোমাদের আসার অপেক্ষায় ছিলুম আমরা। তোমাকে দেখে আমার চোখ সার্থক হল ভাই, এসো” বলে অর্চনাকে জড়িয়ে ধরেই ঘরের দিকে পা বাড়ালো।
লক্ষ্মী সীমন্তিনীর কাছে গিয়ে জিজ্ঞেস করল, “দিদিমণি, সোনাদির ব্যাগ ট্যাগ কোথায় গো? কিছু সঙ্গে আনেনি নাকি”?
সীমন্তিনী গাড়ির ভেতর ঈশারা করে ব্যাগটা দেখিয়ে দিতেই লক্ষ্মী ব্যাগটা উঠিয়ে নিয়ে বলল, “চলো চলো, ভেতরে চলো। আর তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। আমি বৌদিমণির কথা মত তোমাদের জন্য পায়েস আর আলুর দম বানিয়ে রেখেছি। গরম গরম লুচি ভেজে দেব। সবাই মিলে আগে খেয়ে নাও, তারপর যা করবার কোর”।
ঘরে ঢুকে লিভিং রুমের এক কোনায় লক্ষ্মী অর্চনার ব্যাগটা রাখতেই সীমন্তিনী বলল, “লক্ষ্মীদি, অর্চুর লাগেজটা গেস্ট রুমে ঢুকিয়ে দাও একেবারে, আর ..........” তার কথা শেষ হবার আগেই তার হাতে ধরা মোবাইল বেজে উঠল। রচনার ফোন। অর্চনার দিকে তাকিয়ে “রচু ফোন করেছে” বলেই কল রিসিভ করে বলল, “হ্যাঁ রচুসোনা, বল”।
রচনা ওপাশ থেকে বলল, “তোমরা পৌঁছে গেছ দিদিভাই”?
সীমন্তিনী হেসে বলল, “হ্যারে, এইমাত্র ঘরে এসে ঢুকলুম। এখনও লিভিং রুমেই দাঁড়িয়ে আছি। অর্চুকে গেস্ট রুমে পাঠাচ্ছিলুম। হাত মুখ ধুয়ে এলে আমার রুমে বসে তোর অর্ডারের লুচি, আলুর দম আর পায়েস দিয়ে জলখাবার খাব। আচ্ছা নে, তোর দিদির সাথে আগে কথা বলে নে”।
রচনা সাথে সাথে বলল, “দিদিভাই শোনো না। দিদিকে কি তুমি একা গেস্ট রুমে থাকতে দেবে নাকি”?
সীমন্তিনী একটু অবাক হয়ে বলল, “হ্যাঁ সেটাই ভাবছিলুম। কিন্তু তুই এ’কথা বলছিস কেন বল তো”?
রচনা বলল, “আমার অপরাধ নিও না দিদিভাই। তোমাকে কিছু বলে বোঝানো তো আমার ধৃষ্টতা হবে। তবু বলছি, দেখো, দিদি একা হলেই তো ওর মনে বারবার ওর স্বামী শ্বশুর বাড়ির কথাগুলো মনে পড়বে। তাই বলছিলাম কি ওকে একা বেডরুমে রাত কাটাতে না দিয়ে তোমার বা তোমার পাশের রুমে নীতাদির সাথেই থাকতে দাও না। তাহলে ও আর একা একা বসে সে’সব কথা ভাববার ফুরসৎ পাবে না। আমি কি ভুল বলছি দিদিভাই”?
সীমন্তিনী এক পলক অর্চনার দিকে চেয়ে ফোনে বলল, “একদম ভুল বলিস নি তুই। এই জন্যেই তোকে এত ভালবাসিরে সোনা আমার। কথাটা তো আমার মাথাতেও আসা উচিৎ ছিল। ঠিক আছে, আমি সে ভাবেই বন্দোবস্ত করছি। নে এবার দিদির সাথে একটু কথা বল। কিন্তু সংক্ষেপে সারিস। নইলে লুচি ঠাণ্ডা হয়ে যাবে কিন্তু” বলে ফোনটা অর্চনার দিকে বাড়িয়ে দিয়ে বলল, “নাও অর্চু, রচুর সাথে কথা বলো”।
অর্চনা ফোন কানে লাগিয়ে বলল, “হ্যাঁ রচু বল”।
রচনা ওপাশ থেকে বলল, “দিদি তুই ঠিক আছিস তো? আসতে খুব কষ্ট হয়নি তো”?
অর্চনা হেসে বলল, “ওমা কষ্টের কি আছে? দিদিভাইয়ের গাড়িতে তার পাশে বসে তো বেশ আরামেই এসেছি। আর ঘন্টা দেড়েকের মধ্যেই পৌঁছে গেছি এখানে। আর শরীরও ঠিক আছে আমার। তুই ভাবিস না বোন”।
রচনা আবার বলল, “লক্ষ্মীদি নীতাদির সাথে আলাপ হয়েছে? কেমন লাগল তাদের”?
অর্চনা বলল, “হ্যারে, ঘরে ঢোকবার আগেই তাদের সাথে আলাপ হয়েছে। তুই আগে যেমন বলেছিলিস ঠিক তেমনই মনে হল। আর শুনলাম তুই নাকি লক্ষ্মীদিকে আমার পছন্দের লুচি, আলুর দম আর পায়েস বানাতে বলেছিস। লক্ষ্মীদিও তাই করেছে। তা হ্যারে, তুই আর রতুদা ভাল আছিস তো সবাই”?
রচনা বলল, “হ্যাঁ দিদি, আমরা সবাই ভাল আছি। আচ্ছা শোন এখন আর বেশী আটকাবো না তোকে। তোরা ফ্রেশ হয়ে আগে চা জল খাবার খেয়ে নে। আমি পরে আবার ফোন করব, কেমন”?
অর্চনা বলল, “ঠিক আছে। রাখছি তাহলে” বলে ফোনটা সীমন্তিনীর দিকে বাড়িয়ে দিল। সীমন্তিনী ফোন নিতে নিতেই বলল, “লক্ষ্মীদি, গেস্ট রুমে নয়। আপাততঃ আমার রুমেই অর্চুর লাগেজটা নিয়ে নাও। চা জল খাবার খেয়ে পরে পাকাপাকি ব্যবস্থা করা যাবে”।
লক্ষ্মী সীমন্তিনীর ঘরের দিকে যেতে যেতে বলল, “সে নাহয় রাখছি। কিন্তু তোমরা এভাবে এখন ফোনের পর ফোন করতে থাকলে তো দেরী হয়ে যাবে। আমি কিন্তু রান্নাঘরে চললুম লুচি ভাঁজতে। তোমরা দুটিতে দয়া করে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও”।
সবাই মিলে লুচি খাবার পর চা খেতে খেতে সীমন্তিনী কালচিনিতেও ফোন করে নিজেদের পৌছ সংবাদ দিল। নবনীতার অনুরোধেই অর্চনাকে তার ঘরেই থাকতে দেওয়া হল।
****************
______________________________
ss_sexy
সীমন্তিনীও হেসে কিংশুকের মাথার চুলগুলো নেড়ে দিয়ে বলল, “এই না হলে আমার ভাই”? বলে বিভাদেবীর দিকে চেয়ে বলল, “ও মাসি, তাহলে আজ উঠছি গো। অর্চুও তৈরী হয়ে গেছে। ভাই, তুমি বড়দির ব্যাগটা নিয়ে বেরোও। দোকানে গিয়ে অপেক্ষা করো। আমি আসছি। মাসি তুমি একটু আমার সাথে ভেতরে এসো তো” বলে বিভাদেবীর হাত ধরে তাদের ঘরের ভেতর গিয়ে ঢুকল।
নিজের প্যান্টের পকেটের ভেতর থেকে পার্স বের করে তার ভেতর থেকে পাঁচ হাজার টাকা তুলে বিভাদেবীর হাতে দিতে দিতে বলল, “মাসি এ টাকাটা রেখে দাও। এটা মেসোকে দিও না। তোমার কাছে আলাদা ভাবে রেখে দিও”।
বিভাদেবী বললেন, “ওমা, আবার এসব দিচ্ছিস কেন মা? তুই তো এ পরিবারের এ তিনটি প্রাণীর সব চাহিদাই সময়ে সময়ে পূরণ করছিস। তাহলে আবার আলাদা করে এত টাকা দিচ্ছিস কেন”?
সীমন্তিনী বলল, “মাসি, আমাকে তো নানা কাজে নানাভাবে ব্যস্ত থাকতে হয়। এমন যদি কখনও হয় যে তোমাদের কিছু টাকার প্রয়োজন, কিন্তু আমি তখন আসতে পেলুম না। তখন এখান থেকে খরচা কোরো। আর শোনো, মেসোকে বলেছি, পাকা পোক্ত ভাবে রান্নাঘর বানাতে কত টাকা খরচ হতে পারে এ ব্যাপারে কোনও ভাল মিস্ত্রীর সাথে যেন কথা বলে দেখেন। তুমিও কথাটা একটু মনে করিয়ে দিও। এবারের বর্ষা পেড়িয়ে গেলে রান্নাঘরটাকে নতুন করে বানিয়ে দেব। নইলে তোমাদের সকলেরই খুব অসুবিধে হবে। আমি তো সময় সুযোগ পেলে আসবই। আসতে না পারলেও ফোনে যোগাযোগ তো রাখবই। তুমি শুধু মেসোকে কথাটা মনে করিয়ে দিও। আর তোমার বড়মেয়েকে সঙ্গে নিয়ে যাচ্ছি বলে দুশ্চিন্তা কোর না। ওকে কবে তোমার কাছে ফেরত পাঠাব তা এখনই ঠিক বলতে পাচ্ছি না। তবে তুমি একেবারে ভেব না। এতদিন আমি শুধু একা ছিলুম। তাই ইচ্ছে থাকলেও অর্চুকে নিতে পারিনি। কারন আমি যে কবে কতক্ষণ ঘরে থাকতে পারব তার তো কোনও ঠিক ঠিকানা নেই। এখন ঘরে লক্ষ্মীদি আর নীতা আছে। ওর কোন অসুবিধে হবে না। সারাক্ষণ কেউ না কেউ ওর সাথে থাকবে। ওর কোনও অমর্য্যাদা তো আমার ওখানে হবেই না। ও খুব ভালও থাকবে”।
বিভাদেবী বললেন, “অর্চু তার আদরের দিদিভাইয়ের কাছে যাচ্ছে, এ নিয়ে আমার মনে চিন্তা হবার কি আছে মা? আমি ওকে পেটে ধরলেও তুইই তো ওকে পূনর্জীবন দিয়েছিস। কিন্তু হ্যারে মা, রচুও বলেছে তুই নাকি কলকাতা থেকে ফেরার সময় কোন একটা মেয়েকে সাথে নিয়ে এসেছিস? আর তাকে নাকি তোর কাছেই রাখবি? মেয়েটা কে রে”?
সীমন্তিনী বলল, “হ্যাঁ মাসি। ওর নাম নীতা। পুরো নাম নবনীতা দত্ত। কায়স্থ। মেয়েটার সব কথা তোমাকে শোনাতে গেলে আজ আর আমার ফিরে যাওয়া হবে না। তবে খুব সংক্ষেপে একটুখানি বলি। মেয়েটা খুব গরীব ঘরের। কলকাতার এক বস্তিতে থাকত। এগার ক্লাস অব্দি পড়াশোনা করেছে। আমার এক বন্ধুকে ভালবাসত। কিন্তু আজ থেকে সাত বছর আগে যেদিন ওদের বিয়ে ঠিক হয়েছিল সেদিনই ওদের বস্তির দুটো বদমাশ ওকে রাতের অন্ধকারে অজ্ঞান করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল। বদমাশগুলো ওর সর্বস্য লুটে নিয়েও ওকে ছাড়েনি। অনেক দুরে কোথাও নিয়ে গিয়ে ওকে দিয়ে বেশ্যাবৃত্তি করিয়ে টাকা কামিয়ে নিত। অনেক চেষ্টার পর অনেক কষ্ট করে এক দেড় বছর আগে ও সেখান থেকে কোনমতে পালিয়ে কলকাতা এসেছিল। দু’তিন মাস আগে আমার সে বন্ধুর সাথে ওর দেখা হয়েছিল। আমার বন্ধু ওর সবকথা শোনার পরেও ওকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু ও নিজেই সে আহ্বান প্রত্যাক্ষান করেছে। বলেছে যে ও মরে গেলেও ওর নোংড়া অপবিত্র শরীরটা নিজের ভালবাসার লোকের হাতে তুলে দিতে ও কিছুতেই পারবে না। আমি কলকাতা গিয়ে যেদিন ওকে প্রথম দেখি, সেদিন রচুও আমার সাথে ছিল। ওর জীবনের কথাগুলো শুনতে শুনতে আমার বারবার অর্চুর কথা মনে পড়ে যাচ্ছিল। অর্চুও ওর জীবনের সাতটা বছর নরক যন্ত্রণা ভোগ করেছে। এ মেয়েটাও তাই। বয়সে অর্চুর থেকে বছর দুয়েকের বড় হলেও অর্চু যেমন শুধু মাধ্যমিক পাশ করেছে, ও-ও তেমনি এগার ক্লাস অব্দি পড়েছে। দেখতে শুনতেও খুব ভাল। কথাবার্তা ব্যবহার সবই খুব চমৎকার। ওকে যেদিন বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছিল তার ক’দিন বাদেই ওর মা মারা গিয়েছিল। মেয়ের শোকেই তার প্রাণ গিয়েছিল। কলকাতা পালিয়ে আসবার পর ও নিজের বাবা দাদার কাছে গিয়েছিল। কিন্তু তারা অমন কূলটা মেয়েকে আর সংসারে ঠাঁই দেয়নি। তখন নিরুপায় হয়ে পথে ঘাটে ঘুরে বেড়াত। ভিক্ষে করে খেত আর রেল ষ্টেশনে শুয়ে রাত কাটাত। সে অবস্থায়ও ওকে কতভাবে নিপীড়িতা হতে হয়েছে সেসব কথা শুনলে তুমি কেঁদে ফেলবে মাসি। মেয়েটার সব কথা শোনবার পর ওকে আমি সঙ্গে না এনে পারিনি। আপাততঃ আমি ওকে কোন একটা কাজে ঢুকিয়ে দেব। তারপর দেখা যাক ভবিষ্যতে কী হয়। তবে ও আমার কাছে আছে বলে অর্চুর কোন ক্ষতি হবে, ওর অযত্ন হবে, এ’কথা তুমি মনেও এনো না” বলে একটু থেমে বলল, “মাসি, দেরী হয়ে যাচ্ছে গো। আমাকে যে এখন বেরোতেই হবে। আবার মেসোর দোকানেও তো একটু ঢুকতে হবে”।
নবনীতার গল্প শুনতে শুনতে বিভাদেবীর দু’চোখ জলে ভরে গিয়েছিল। তিনি নিজের চোখ মুছে ফোঁপাতে ফোঁপাতে বললেন, “তুই সত্যিই মা অন্নপূর্ণা রে। নাজানি আরও কতজনের জীবনে তুই এভাবে আশীর্বাদ বিলিয়ে যাবি। অর্চুকে নিয়ে আমার কোন ভাবনা নেই। ও এখন আগের থেকে অনেক ভাল আছে। আর তোর কাছে গিয়ে ও আরও ভাল থাকবে সে আমি জানি। কিন্তু মা ওই মেয়েটাকে একবার আমার কাছে নিয়ে আসবি? আমার ওকে খুব দেখতে ইচ্ছে করছে রে মা”।
সীমন্তিনী বিভাদেবীর হাত ধরে বলল, “কথা তো দিতে পারছি না মাসি। আমার কাজের ব্যস্ততা দিন দিন বেড়েই চলছে। তবে সময় সুযোগ হলে নিশ্চয়ই নিয়ে আসব। কিন্তু এবার আর দেরী করা যাবে না মাসি। চল বেরোই”।
বিধুবাবুর দোকানে ঢুকে একটু সময় কাটিয়েই সকলের কাছ থেকে বিদায় নিয়ে অর্চনাকে নিয়ে নিজের গাড়িতে উঠতেই গাড়ি স্টার্ট দিল।
অর্চুকে নিয়ে সীমন্তিনী কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে জানতে পেরে নবনীতা আর লক্ষ্মী অধীর আগ্রহে অপেক্ষা করছিল। লক্ষ্মী বিকেল বেলাতেই আলুর দম আর পায়েস বানিয়ে রেখেছে। নবনীতা ময়দা মেখে তৈরী করে রেখে দিয়েছে। ওরা ফিরে এলেই গরম গরম লুচি ভেজে দেবে লক্ষ্মী।
সন্ধ্যে সাড়ে পাঁচটা নাগাদ সীমন্তিনীর গাড়ি কোয়ার্টারের কম্পাউন্ডে ঢুকতেই নবনীতা আর লক্ষ্মী ছুটে ঘর থেকে বেড়িয়ে এল। ওরা গাড়ি থেকে নামতে না নামতেই লক্ষ্মী আর নবনীতা গিয়ে দু’জন দু’পাশ থেকে অর্চনাকে জড়িয়ে ধরতে অর্চনা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সীমন্তিনী হেসে উঠে বলল, “অর্চু, এ হচ্ছে আমার লক্ষীদি, আর ও হচ্ছে নীতা। তোমার মতই আমার আরেকটা বোন”।
অর্চনা সীমন্তিনীর কথা শুনে নিচু হয়ে দু’জনকে প্রণাম করবার চেষ্টা করতেই লক্ষ্মী তাকে আবার জড়িয়ে ধরে বলল, “ও কি করছ ও কি করছ সোনাদি, তুমি আমাকে প্রণাম করে পাপের ভাগী কোরনা গো। আমি কি আর তোমার প্রণাম নেবার যোগ্য। তুমি যে সাক্ষাৎ ভগবতী গো”।
নবনীতাও অর্চনার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, “হ্যাঁ বোন। আমিও তো কায়স্থ ঘরের মেয়ে। কায়স্থ হয়ে ', মেয়ের প্রণাম নিলে আমারই যে পাপ হবে গো। তাই প্রণাম টনাম আর করতে হবে না। চল, ভেতরে চল”।
অর্চনা নবনীতার দিকে চেয়ে জবাব দিল, “আমরা সে-সব রীতি মানিনে গো নীতাদি। আমরা ভাই বোনেরা মা-বাবার কাছে এমন শিক্ষাই পেয়েছি যে শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ সকলকেই প্রণাম করা যায়” বলে সে আবার নবনীতার পায়ের দিকে ঝুঁকতেই নবনীতা তাকে আবার বুকে জড়িয়ে ধরে তার কপালে চুমু খেয়ে বলল, “ইশ কী মিষ্টি গলার স্বর গো তোমার। আচ্ছা ঠিক আছে বোন, তোমার প্রণাম আমি এমনিতেই স্বীকার করে নিলুম। আর পায়ে হাত দিতে হবে না। এবার ঘরে চলো। কতক্ষণ ধরে তোমাদের আসার অপেক্ষায় ছিলুম আমরা। তোমাকে দেখে আমার চোখ সার্থক হল ভাই, এসো” বলে অর্চনাকে জড়িয়ে ধরেই ঘরের দিকে পা বাড়ালো।
লক্ষ্মী সীমন্তিনীর কাছে গিয়ে জিজ্ঞেস করল, “দিদিমণি, সোনাদির ব্যাগ ট্যাগ কোথায় গো? কিছু সঙ্গে আনেনি নাকি”?
সীমন্তিনী গাড়ির ভেতর ঈশারা করে ব্যাগটা দেখিয়ে দিতেই লক্ষ্মী ব্যাগটা উঠিয়ে নিয়ে বলল, “চলো চলো, ভেতরে চলো। আর তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। আমি বৌদিমণির কথা মত তোমাদের জন্য পায়েস আর আলুর দম বানিয়ে রেখেছি। গরম গরম লুচি ভেজে দেব। সবাই মিলে আগে খেয়ে নাও, তারপর যা করবার কোর”।
ঘরে ঢুকে লিভিং রুমের এক কোনায় লক্ষ্মী অর্চনার ব্যাগটা রাখতেই সীমন্তিনী বলল, “লক্ষ্মীদি, অর্চুর লাগেজটা গেস্ট রুমে ঢুকিয়ে দাও একেবারে, আর ..........” তার কথা শেষ হবার আগেই তার হাতে ধরা মোবাইল বেজে উঠল। রচনার ফোন। অর্চনার দিকে তাকিয়ে “রচু ফোন করেছে” বলেই কল রিসিভ করে বলল, “হ্যাঁ রচুসোনা, বল”।
রচনা ওপাশ থেকে বলল, “তোমরা পৌঁছে গেছ দিদিভাই”?
সীমন্তিনী হেসে বলল, “হ্যারে, এইমাত্র ঘরে এসে ঢুকলুম। এখনও লিভিং রুমেই দাঁড়িয়ে আছি। অর্চুকে গেস্ট রুমে পাঠাচ্ছিলুম। হাত মুখ ধুয়ে এলে আমার রুমে বসে তোর অর্ডারের লুচি, আলুর দম আর পায়েস দিয়ে জলখাবার খাব। আচ্ছা নে, তোর দিদির সাথে আগে কথা বলে নে”।
রচনা সাথে সাথে বলল, “দিদিভাই শোনো না। দিদিকে কি তুমি একা গেস্ট রুমে থাকতে দেবে নাকি”?
সীমন্তিনী একটু অবাক হয়ে বলল, “হ্যাঁ সেটাই ভাবছিলুম। কিন্তু তুই এ’কথা বলছিস কেন বল তো”?
রচনা বলল, “আমার অপরাধ নিও না দিদিভাই। তোমাকে কিছু বলে বোঝানো তো আমার ধৃষ্টতা হবে। তবু বলছি, দেখো, দিদি একা হলেই তো ওর মনে বারবার ওর স্বামী শ্বশুর বাড়ির কথাগুলো মনে পড়বে। তাই বলছিলাম কি ওকে একা বেডরুমে রাত কাটাতে না দিয়ে তোমার বা তোমার পাশের রুমে নীতাদির সাথেই থাকতে দাও না। তাহলে ও আর একা একা বসে সে’সব কথা ভাববার ফুরসৎ পাবে না। আমি কি ভুল বলছি দিদিভাই”?
সীমন্তিনী এক পলক অর্চনার দিকে চেয়ে ফোনে বলল, “একদম ভুল বলিস নি তুই। এই জন্যেই তোকে এত ভালবাসিরে সোনা আমার। কথাটা তো আমার মাথাতেও আসা উচিৎ ছিল। ঠিক আছে, আমি সে ভাবেই বন্দোবস্ত করছি। নে এবার দিদির সাথে একটু কথা বল। কিন্তু সংক্ষেপে সারিস। নইলে লুচি ঠাণ্ডা হয়ে যাবে কিন্তু” বলে ফোনটা অর্চনার দিকে বাড়িয়ে দিয়ে বলল, “নাও অর্চু, রচুর সাথে কথা বলো”।
অর্চনা ফোন কানে লাগিয়ে বলল, “হ্যাঁ রচু বল”।
রচনা ওপাশ থেকে বলল, “দিদি তুই ঠিক আছিস তো? আসতে খুব কষ্ট হয়নি তো”?
অর্চনা হেসে বলল, “ওমা কষ্টের কি আছে? দিদিভাইয়ের গাড়িতে তার পাশে বসে তো বেশ আরামেই এসেছি। আর ঘন্টা দেড়েকের মধ্যেই পৌঁছে গেছি এখানে। আর শরীরও ঠিক আছে আমার। তুই ভাবিস না বোন”।
রচনা আবার বলল, “লক্ষ্মীদি নীতাদির সাথে আলাপ হয়েছে? কেমন লাগল তাদের”?
অর্চনা বলল, “হ্যারে, ঘরে ঢোকবার আগেই তাদের সাথে আলাপ হয়েছে। তুই আগে যেমন বলেছিলিস ঠিক তেমনই মনে হল। আর শুনলাম তুই নাকি লক্ষ্মীদিকে আমার পছন্দের লুচি, আলুর দম আর পায়েস বানাতে বলেছিস। লক্ষ্মীদিও তাই করেছে। তা হ্যারে, তুই আর রতুদা ভাল আছিস তো সবাই”?
রচনা বলল, “হ্যাঁ দিদি, আমরা সবাই ভাল আছি। আচ্ছা শোন এখন আর বেশী আটকাবো না তোকে। তোরা ফ্রেশ হয়ে আগে চা জল খাবার খেয়ে নে। আমি পরে আবার ফোন করব, কেমন”?
অর্চনা বলল, “ঠিক আছে। রাখছি তাহলে” বলে ফোনটা সীমন্তিনীর দিকে বাড়িয়ে দিল। সীমন্তিনী ফোন নিতে নিতেই বলল, “লক্ষ্মীদি, গেস্ট রুমে নয়। আপাততঃ আমার রুমেই অর্চুর লাগেজটা নিয়ে নাও। চা জল খাবার খেয়ে পরে পাকাপাকি ব্যবস্থা করা যাবে”।
লক্ষ্মী সীমন্তিনীর ঘরের দিকে যেতে যেতে বলল, “সে নাহয় রাখছি। কিন্তু তোমরা এভাবে এখন ফোনের পর ফোন করতে থাকলে তো দেরী হয়ে যাবে। আমি কিন্তু রান্নাঘরে চললুম লুচি ভাঁজতে। তোমরা দুটিতে দয়া করে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও”।
সবাই মিলে লুচি খাবার পর চা খেতে খেতে সীমন্তিনী কালচিনিতেও ফোন করে নিজেদের পৌছ সংবাদ দিল। নবনীতার অনুরোধেই অর্চনাকে তার ঘরেই থাকতে দেওয়া হল।
****************
______________________________
ss_sexy