08-03-2020, 07:05 PM
(05-06-2019, 06:03 PM)pinuram Wrote: বাকি গল্পটা কই, আর কি পোস্ট করা হবে না ??
আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহন করবেন।
দাদা আপনি comment করবেন ভাবতে পারি নি।
এ যে আমার গংগা জলে গংগা পুজার প্রচেষ্টা মাত্র।
আমি আমার profession এর কারনে এত ব্যস্ত হয়ে পড়েছি যে সময় করে উঠতে পারছি না।
চেষ্টা করব পুরো গল্প টা দেবার।
সন্ধ্যা আদর করে নিয়ে গেছে তারে –
রাত্রির পর্ণ কুটিরে।।
আমি আকাশ জুড়ে তারই শব্দ ছবি –
কুড়ায়ে পেয়েছি –
মেহগনি পাতার ভিতর -।
এত কথা –
এত ঘর – এত নিবিড় আবেশ
অনেক – অনেক – বর্ণমালা – আর –
শব্দ জুড়ে – জুড়ে ।
সেদিনও কি সেই অবোধ বালক
দুধ ভাত মাখা হাতে –
দুধ ভাত মাখা ঠোঁটে –
মিশে যাবে তিমিরে – আঁধারে – ।।
সোনালী – সোনালী আবির মাখা রোদ।
এক সামান্য নারীর শ্রদ্ধার্হ নিবেদন আজ এই নারী দিবস এর সায়াহ্নে।
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।