04-03-2020, 06:17 PM
(This post was last modified: 17-03-2020, 01:05 AM by kanuabp. Edited 1 time in total. Edited 1 time in total.)
নমস্কার বন্ধুরা ,5-6 মাস হলো এই ফোরাম এ জয়েন করেছি। এখানে অনেক লেখক খুব সুন্দর সুন্দর গল্প লেখে। ভালো লাগে বেশ পড়তে। এইসব দেখে আমরাও ইচ্ছা করছে একটা গল্প লেখার কিন্তু আমার সেরকম কোনো অভিজ্ঞতা নেই গল্প লেখার,এমনকি আমি কখনো কলেজ ম্যাগাজিনেও কিছু লিখিনি। তাই হাতেখড়ির জন্য আমি একটি ইন্টারনেট থেকে কালেকশন করা ইংলিশ গল্প বাংলাতে লিখতে ছলেছি। তবে হ্যাঁ, গল্পটা আমি অনেকাংশে এডিট করেছি। বলতে পারো 50 ভাগ আমার লেখা আর বাকি 50 ভাগ আসল লেখকের লেখা।
তাহলে শুরু করা যাক, কি বোলো তোমরা। যদি ভালো লাগে বলবে আর ভালো না লাগলেও বলবে, আর আপডেট দেব না। আর হ্যাঁ আর একটা কথা একটু বানান ভুল থাকতে পারে ,সেটা নিজগুনে ক্ষমা করে দেবে। তাহলে শুরু করি। আমার গল্পের নাম " নীলাঞ্জনা"
তাহলে শুরু করা যাক, কি বোলো তোমরা। যদি ভালো লাগে বলবে আর ভালো না লাগলেও বলবে, আর আপডেট দেব না। আর হ্যাঁ আর একটা কথা একটু বানান ভুল থাকতে পারে ,সেটা নিজগুনে ক্ষমা করে দেবে। তাহলে শুরু করি। আমার গল্পের নাম " নীলাঞ্জনা"