Thread Rating:
  • 28 Vote(s) - 3.21 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
সীমন্তিনী BY SS_SEXY
#13
(Update No. 29)

সীমন্তিনী একটু উৎসাহিত হয়ে বলল, “বেশ, তাহলে আমার কথাটা মন দিয়ে শোন। তুমি যদি তাদের ফোন থেকেও আমার সাথে কথা বলতে না চাও, তাহলে তাদেরকে বলে আমার নাম্বারে শুধু একটা মিসকল দিও। আর একটু অপেক্ষা কোর। আমি সাথে সাথেই সে নাম্বারে ফোন করব। তাহলে তোমার সাথে কথা বলতে পারব। আর তাদের ফোনেও কোন বিল উঠবে না। বুঝেছ”?

রচনা একটু অবাক হয়ে বলল, “হ্যা তা না হয় হল। কিন্তু তুমি আমাকে ফোন করতে বলছ কেন দিদি”?

সীমন্তিনী বলল, “দেখ রচনা, আমি মোটামুটি স্বচ্ছল পরিবারের মেয়ে। টাকা পয়সা নিয়ে খুব একটা অভাব এখনও বুঝিনি। কিন্তু আমার নিজের যদি কোন সোর্স অফ ইনকাম থাকত, তাহলে আমি আজ এ মূহুর্তে থেকে তোমার পড়াশোনার সমস্ত দায়িত্ব নিজের হাতে তুলে নিতুম। কিন্তু তেমন কোন সোর্স তো আমার নেই। কিন্তু তোমার জীবনটা অকালে শুকিয়ে যাবে, এটাও আমি মানতে পারছি না। তাই তোমাকে বলছি, যদি মাসিমা মেসোমশাই এমন কোন পাত্রকে পছন্দ করে ফেলেন, যাকে তুমি মন থেকে মেনে নিতে পারবে না, তাহলে কোন বন্ধুর মোবাইল থেকে যে কোন সময় আমাকে একটা অমন মিসকল দিও। আমি তোমার মুখে গোটা ব্যাপারটা শুনে একটা প্রতিকারের চেষ্টা করব। আর এ ছাড়াও, তোমার যদি আমার সাথে কখনও কথা বলতে ইচ্ছে করে, তাহলেও সেটা করতে পার”।

রচনা এবার আরও অবাক হয়ে বলল, “আমার জন্যে তুমি এতকিছু করতে চাইছ কেন দিদি? তোমার কি লাভ হবে এসব করে”?

সীমন্তিনী রচনাকে আবার নিজের বুকে টেনে নিয়ে বলল, “জানিনে গো। তোমার এ প্রশ্নের উত্তর আমিও জানিনে। হয়ত তোমাকে ভালবেসে ফেলেছি বলেই। আর লাভ লোকশানের কথা না-ই বা তুললে রচনা। সবকিছু নিয়ে কি লাভক্ষতির হিসেব কষা যায় গো বোন”?

সীমন্তিনীর কথা শেষ হতেই বিধুবাবু ঘরে এসে ঢুকলেন। তার দু’হাতে দুটো চায়ের কাপ। তাদের দু’জনকে ওভাবে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, “যাক, দু’বোনের দেখছি গলায় গলায় ভাব হয়ে গেছে। বাঃ, বেশ লাগছে তোমাদের দেখতে। নাও তো মা। তোমার মাসিমা তোমার জন্যে চা পাঠালেন। বিকেলে নাকি চা খাওনি। নাও, এটা খেয়ে নাও। আর রচু, তুই রান্নাঘরে যা। তোর মা একটু ডেকেছে তোকে”।

রচনা দাঁড়িয়ে সীমন্তিনীকে বলল, “দিদি, একটু বোস তুমি। আমি আসছি” বলে বাইরে চলে গেল।

বিধুবাবু চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, “তুমি আমার কথায় কিছু মনে করনি তো মা”?

সীমন্তিনী বলল, “না না মেসোমাশাই, মনে করার কি আছে? আপনি তো আমাকে অন্যায় কোন প্রশ্ন করেননি”।


___________________________________________________
ss_sexy
Like Reply


Messages In This Thread
RE: সীমন্তিনী BY SS_SEXY - by riank55 - 23-02-2020, 09:15 PM



Users browsing this thread: 3 Guest(s)