22-02-2020, 11:10 PM
(Update No. 3)
জীবনটা আমূল বদলে গেছে। তারপর থেকে যখনই আমি রাজগঞ্জ যাই, সব সময় আপনাদের বাড়ি গিয়ে আপনাদের তুলসীতলায় একটা প্রণাম করে আসি। অবশ্য প্রথমদিন কেউ আমাকে বাড়িতে ঢুকতেই দিচ্ছিলেন না। আমার কপালগুণে কিকরে যেন চন্দুবোন আমায় চিনেছিল সেদিন। তারপর তার কথাতেই মায়েরা আমায় বাড়ি ঢুকতে দিয়েছিলেন। আর এখন তো আপনাদের বাড়ির সকলেই আমাকে এমন ভালবাসেন যে পরশুদিনের সমস্ত কাজের দায়িত্বই তারা আমার কাঁধে তুলে দিয়েছেন। কাল পরিতোষ স্যারদের এনজেপি থেকে নিয়ে গিয়েই একেবারে কোমর বেঁধে লেগে পড়বো”।
কথা বলতে বলতে ডিকি বন্ধ করে পেছনের একটা দড়জা খুলে দিয়ে ছেলেটা রতীশের স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, “আসুন বড়বৌদি। উঠুন। লক্ষ্মীদি তুমিও উঠে পড় বাবুসোনাকে নিয়ে। আর বড়দা, আপনি সামনের সীটে বসুন”।
রতীশের ঈশারায় রচনা মেয়েকে কোলে করে গাড়িতে উঠে একদিকের জানালার দিকে চেপে বসতে লক্ষ্মী ছেলেটাকে আগে গাড়িতে তুলে দিয়ে নিজেও উঠে বসতে, ছেলেটা গাড়ির দড়জা বন্ধ করে দিয়ে, সামনের দিকের দড়জাটা খুলে বলল, “উঠুন বড়দা”।
রতীশ তবুও শেষ বারের মত কিছু একটা বলতে যেতেই পেছনের সীটে বসা ছোট ছেলেটা তার মায়ের হাতে ধাক্কা দিয়ে দিয়ে বলে উঠল, “ওমা, মা, ওই দেখ। বড়মামনির ছবি” বলে তার ছোট্ট ছোট্ট হাত দুটোকে একসঙ্গে করে নিজের কপালে ছোঁয়াল।
ছেলের কথা শুনে মহিলাটি চমকে উঠে ছেলের চোখের দৃষ্টি অনুসরন করে গাড়িটার ড্যাশবোর্ডের দিকে তাকাতেই বিস্ময়ে হতবাক হয়ে গেল। আর সাথে সাথে প্রায় চিৎকার করে উঠে বলল, “ওগো শুনছ? দ্যাখ, গাড়ির সামনে কার ছবি”?
রতীশ “কী দেখতে বলছ” বলে মাথা নিচু করে গাড়ির জানালা দিয়ে ড্যাশবোর্ডের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। বেশ কয়েক সেকেন্ড অপলক নয়নে সেদিকে দেখবার পর ছলছল চোখে মাথা বের করে একবার ড্রাইভার অজিতের দিকে দেখে আর একটিও কথা না বলে চুপচাপ গাড়িতে উঠে বসল। যুবকটির স্ত্রীও একহাতে তার মেয়েকে বুকে চেপে ধরে রেখে অন্যহাতে শাড়ির খুঁট দিয়ে তখন নিজের চোখের জল মুছছিল। পাশে বসে থাকা ছেলেটাকে জড়িয়ে ধরে সেই বয়স্কা মহিলাটিও দু’হাত জোড় করে নিজের কপালে ঠেকিয়ে নিজের চোখের জল মুছতে লাগল।
রতীশ গাড়িতে বসতেই অজিত নিজের ড্রাইভিং সীটে বসে ড্যাশবোর্ডের ওপরে লাগানো লক্ষ্মী গণেশের ছোট ছোট মুর্তিদুটো আর তার মাঝে বসানো ওই ছবিটাকে ভক্তিভরে প্রণাম করে গাড়ি স্টার্ট দিল। কার পার্কিংএর অনেক গাড়ির ভিড়ের ভেতর থেকে সাবধানে নিজের গাড়িকে রাস্তার দিকে এগিয়ে নিতে নিতে সে বলল, “জানেন বড়দা। এক বছর আগের ওই দিন রাতে সব কিছু চুকে বুকে যাবার পর আমি রাত প্রায় বারোটা নাগাদ রাজগঞ্জ থেকে শিলিগুড়ির দিকে রওনা হয়েছিলাম। সাড়ে বারোটা নাগাদ শিলিগুড়ি শহরে ঢোকবার মুখেই
______________________________________________________
SS_SEXY
জীবনটা আমূল বদলে গেছে। তারপর থেকে যখনই আমি রাজগঞ্জ যাই, সব সময় আপনাদের বাড়ি গিয়ে আপনাদের তুলসীতলায় একটা প্রণাম করে আসি। অবশ্য প্রথমদিন কেউ আমাকে বাড়িতে ঢুকতেই দিচ্ছিলেন না। আমার কপালগুণে কিকরে যেন চন্দুবোন আমায় চিনেছিল সেদিন। তারপর তার কথাতেই মায়েরা আমায় বাড়ি ঢুকতে দিয়েছিলেন। আর এখন তো আপনাদের বাড়ির সকলেই আমাকে এমন ভালবাসেন যে পরশুদিনের সমস্ত কাজের দায়িত্বই তারা আমার কাঁধে তুলে দিয়েছেন। কাল পরিতোষ স্যারদের এনজেপি থেকে নিয়ে গিয়েই একেবারে কোমর বেঁধে লেগে পড়বো”।
কথা বলতে বলতে ডিকি বন্ধ করে পেছনের একটা দড়জা খুলে দিয়ে ছেলেটা রতীশের স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, “আসুন বড়বৌদি। উঠুন। লক্ষ্মীদি তুমিও উঠে পড় বাবুসোনাকে নিয়ে। আর বড়দা, আপনি সামনের সীটে বসুন”।
রতীশের ঈশারায় রচনা মেয়েকে কোলে করে গাড়িতে উঠে একদিকের জানালার দিকে চেপে বসতে লক্ষ্মী ছেলেটাকে আগে গাড়িতে তুলে দিয়ে নিজেও উঠে বসতে, ছেলেটা গাড়ির দড়জা বন্ধ করে দিয়ে, সামনের দিকের দড়জাটা খুলে বলল, “উঠুন বড়দা”।
রতীশ তবুও শেষ বারের মত কিছু একটা বলতে যেতেই পেছনের সীটে বসা ছোট ছেলেটা তার মায়ের হাতে ধাক্কা দিয়ে দিয়ে বলে উঠল, “ওমা, মা, ওই দেখ। বড়মামনির ছবি” বলে তার ছোট্ট ছোট্ট হাত দুটোকে একসঙ্গে করে নিজের কপালে ছোঁয়াল।
ছেলের কথা শুনে মহিলাটি চমকে উঠে ছেলের চোখের দৃষ্টি অনুসরন করে গাড়িটার ড্যাশবোর্ডের দিকে তাকাতেই বিস্ময়ে হতবাক হয়ে গেল। আর সাথে সাথে প্রায় চিৎকার করে উঠে বলল, “ওগো শুনছ? দ্যাখ, গাড়ির সামনে কার ছবি”?
রতীশ “কী দেখতে বলছ” বলে মাথা নিচু করে গাড়ির জানালা দিয়ে ড্যাশবোর্ডের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। বেশ কয়েক সেকেন্ড অপলক নয়নে সেদিকে দেখবার পর ছলছল চোখে মাথা বের করে একবার ড্রাইভার অজিতের দিকে দেখে আর একটিও কথা না বলে চুপচাপ গাড়িতে উঠে বসল। যুবকটির স্ত্রীও একহাতে তার মেয়েকে বুকে চেপে ধরে রেখে অন্যহাতে শাড়ির খুঁট দিয়ে তখন নিজের চোখের জল মুছছিল। পাশে বসে থাকা ছেলেটাকে জড়িয়ে ধরে সেই বয়স্কা মহিলাটিও দু’হাত জোড় করে নিজের কপালে ঠেকিয়ে নিজের চোখের জল মুছতে লাগল।
রতীশ গাড়িতে বসতেই অজিত নিজের ড্রাইভিং সীটে বসে ড্যাশবোর্ডের ওপরে লাগানো লক্ষ্মী গণেশের ছোট ছোট মুর্তিদুটো আর তার মাঝে বসানো ওই ছবিটাকে ভক্তিভরে প্রণাম করে গাড়ি স্টার্ট দিল। কার পার্কিংএর অনেক গাড়ির ভিড়ের ভেতর থেকে সাবধানে নিজের গাড়িকে রাস্তার দিকে এগিয়ে নিতে নিতে সে বলল, “জানেন বড়দা। এক বছর আগের ওই দিন রাতে সব কিছু চুকে বুকে যাবার পর আমি রাত প্রায় বারোটা নাগাদ রাজগঞ্জ থেকে শিলিগুড়ির দিকে রওনা হয়েছিলাম। সাড়ে বারোটা নাগাদ শিলিগুড়ি শহরে ঢোকবার মুখেই
______________________________________________________
SS_SEXY