14-02-2020, 08:16 PM
এই ঘটনা হয়েছিলো গরম কালে, মানে মে মাসে। সুতরাং বেশী জামা কাপড় পড়ার দরকার ছিল না। বাড়ি ফিরে কোনো রকমে বাইরের জামা কাপড় খুলে রেখে, শুধু একটা গেঞ্জি আর হাফ প্যান্ট পড়ে নেই। সেদিন আর চান টান কিছু করার চেষ্টা করিনি। সব থেকে বাজে লাগছিলো পটি করার পর ডান হাত দিয়েই পরিষ্কার করতে হচ্ছিলো। তারপর অর্ধেক সাবান হাত ধুতে ফুরিয়ে ফেলছিলাম।
বিকালে মৌসুমী পিঙ্কি কে ডেকে বলে, আমার যতদিন হাতের ব্যান্ডেজ করা থাকবে ততদিন যেন পিঙ্কি আমার সব কিছু দেখভাল করে। যেহেতু পিঙ্কি আমাকে দাদু বলে আর দাদুর মতোই দেখে তাই আমার সাথে লজ্জা পাবার কিছু নেই। পিঙ্কিই রান্না করে দেবে।
আর কুসুম কে ডেকে বলে আমার জামা কাপড় ধোয়া আর ঘর পরিষ্কার করে দিতে।
বিকালে মৌসুমী পিঙ্কি কে ডেকে বলে, আমার যতদিন হাতের ব্যান্ডেজ করা থাকবে ততদিন যেন পিঙ্কি আমার সব কিছু দেখভাল করে। যেহেতু পিঙ্কি আমাকে দাদু বলে আর দাদুর মতোই দেখে তাই আমার সাথে লজ্জা পাবার কিছু নেই। পিঙ্কিই রান্না করে দেবে।
আর কুসুম কে ডেকে বলে আমার জামা কাপড় ধোয়া আর ঘর পরিষ্কার করে দিতে।