13-02-2020, 12:13 PM
(10-02-2020, 10:50 AM)SriGho Wrote: অসাধারণ আপডেট!!
এতদিন পরে আবার এমন মন মাতানো গল্পের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের দৈনন্দিন জীবনের একঘেয়ে ওফিস, ঘর আর জাম এর মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায়। আপনি যে এই একঘেয়েমির সীমা অতিক্রম করে আপনার দুর্লভ ও অদ্বিতীয় সৃজনশক্তি দিয়ে এত সুন্দর গল্পে লিখে নিয়ে আসেন তার জন্যে আপনাকে কুর্ণিশ জানাই। আপনার গল্প পড়লে মনে হয়ে চরিত্র সহ পুরো দৃশ্য যেন চোখের সামনে চলে এসেছে। আমরা সকলেই মেয়েদের ভারজিনিটি হারানোর পরের মনস্থিতি নিয়ে গল্প পড়েছি। আপনার গল্পে ছেলেদের ভারজিনিটি হারানো ও প্রথম বার সেক্স করার পরে নিজের পারফোরমেন্স নিয়ে চিন্তার কথা পড়ে খুব খুশি হলাম।
আপনার গল্পে ঢাকা শহরের যেই সব বাস্তবিক জায়গার বর্ণনা পাওয়া যায়, সেটা ঢাকার বাসিন্দাদের জন্যে অবশ্যই বেশ রোমহর্ষকর। আর যারা ইউনিভার্সিটি ক্যামপসে বসে এই গল্পটি পড়েছে, তাদের কথা ভেবে আমার বেশ হিংসে হয়ে। কি জানি কত ছাত্র ছাত্রী দের প্রেম আপনার গল্প পড়ে পাড়ে লেগেছে।?
আপনার রচিত সব চরিত্রের মধ্যে আমার প্রিয় সুনীতি। কারণ তার হাব ভাব, তার ভঙ্গিমা আমার কল্পনার প্রেমিকার মতন। আশা করি নিকট ভবিষ্যতে তাকে গল্পে আরো দেখা যাবে।
আপনি চালিয়ে যান, আমরা সাথে আছি।
আপনার দৈনন্দিন জীবনে এই গল্প নতুনত্ব আনছে জেনে ভাল লাগল। আমি এখানে গল্প গুলো পড়ার সময় খেয়াল করে দেখেছি সবাই মেয়েদের ভার্জিনিটি নিয়ে লিখছে। একটা ছেলের জন্যও প্রথম বার সেক্স বড় কিছু। সেটা নিয়ে সে চিন্তিত হবে, কনফিউজড হবে সেটা স্বাভাবিক। আমি লেখায় সেই জিনিসটা এনেছি।
সুনিতি নিয়ে আপনার মত অনেকে ইনবক্সে বলছেন। সবার উদ্দ্যেশে বলতে চাই সুনিতির ভূমিকা গল্পে গড়ে উঠছে। আস্তে আস্তে পরিণতির দিকে নেওয়া হবে। আপনাদের যদি সুনিতির ক্যারেক্টার নিয়ে কোন সাজেশন থাকে বলতে পারেন। আমার ভেবে রাখা মূল গল্পের ক্ষতি না হলে আমি ইনক্লুড করে নেব।