11-02-2020, 07:57 PM
(11-02-2020, 12:12 PM)Newsaimon85 Wrote: @Cicatrice Noire , জুলিয়েট এবং মিলির স্টোরি কিন্তু অনেকদিন ধরে বিল্ডাপ হয়েছে। বাকিদের গল্প আস্তে আস্তে বিল্ডাপ হচ্ছে সময় মত সব চরিত্র গল্পে তার অবস্থান জানান দিবে। এখানে ঢাকা ভার্সিটির মধ্যবিত্ত একদল ছেলেমেয়ের কথা আছে যারা অনেকটাই কনজারভেটিভ পরিবেশে বড় হওয়া। এদের এক অন্যের প্রতি ইজি হতে সময় লাগবে। গল্পে সেই দিকটার প্রতি নজর রাখা হয়েছে। চাইলে তো দেখলাম আর করলাম টাইপ গল্প লিখাই যায় আমি সেটা লিখতে চাচ্ছি না। তাই প্রতিটা চরিত্র কে যদি মাহির সাথে জড়াতে হয় তাহলে উপযুক্ত কনটেক্সট আর পারফেক্ট টাইমিং লাগবে। আমি সেটাই গড়ে তুলতে চাইছি। ফারিয়ার চরিত্র বিল্ডাপ হচ্ছে দেখতেই পাচ্ছেন। যথাসময়ে ফারিয়া মাহির খেলা হবে।
ভাই, আমি নিজে ঢাবির ছাত্র। আপনি যে কথাটা লিখেছেন ঠিক এমনটাই আমি আমার কমেন্টের মাধ্যমে বুঝাতে চেয়েছি। আপনার কাহিনী এবং চরিত্রবিন্যাস একদম সঠিক গতিতেই আগাচ্ছে। সত্য বলতে, 'চাইলে তো দেখলাম আর করলাম টাইপ গল্প' এমন গল্প পড়তে আমি নিজেও এখানে আসি না। কোন গল্পের যদি কাহিনী ভালো হয়, হোক না তা যতই কমন, আর গল্পে সেক্স এর এস ও না থাকে তাও সেই গল্প আমার ভালো লাগবে যদি লিখনী ভালো হয়। এ কথা স্বীকার করতে কোন দ্বিধা নেই আপনার সেই মুন্সিয়ানা আছে। অনুগ্রহ করে ভুল বুঝবেন না।
আর হ্যাঁ, মাহির সাথে তার সকল বান্ধবীর খেলা হতে হবে এমনটাও আবশ্যক নয়। চাইলেই আপনি গল্পে আরও নতুন চরিত্র আনতে পারেন। ফারিয়া আর জুলিয়েট এর পার্থক্যের কথা বলেছি কারণ আমাদের প্রচলিত ধারণা ওয়েস্টার্ন পোশাক পরা মানেই মেয়েটা সেক্সুয়ালি খুব এক্টিভ আর দেশি পোশাক মানেই মেয়েটা পর্ণ দেখতেও লজ্জা পায়। বাস্তবতা একটু ভিন্ন। আপনার গল্প এখন পর্যন্ত বাস্তবতার প্রতিচ্ছবিই এঁকেছে। তাই এক্সপেকটেশনটা একটু বেশিই।
আবারও বলছি, নিজেকে সমালোচক হিসেবে যাহির করতে নয়, একটি চমৎকার ইরোটিকার প্রশংসা হিসেবেই কমেন্ট করেছি। অনেকেই আপনার দীর্ঘ বিরতিতে কটূক্তি করেছে। নিঃসন্দেহ থাকতে পারেন আমি সে দলের কেউ নই। আশা করি আপনার ব্যক্তিগত জীবনের ঝামেলাগুলোর অবসান হয়েছে। ভালো থাকুন। লেখা চালিয়ে যান। সাথে আছি।