09-02-2020, 02:31 PM
রবির সাথে শর্মাজীর পরিচয়টা আমিই করিয়ে দিয়েছিলাম। শর্মাজীর লোণের ব্যাপারে রবিও কাজ করছে। ওকে অর্ধেক শেয়ারও দিয়েছি। কিন্তু আমাকে না জানিয়ে যে রবি শর্মাজীর সাথে পার্সোনালি দেখা করবে এবং ওর গলায় আকণ্ঠ মদ্যপের ছাপ থাকবে তা আমি ভ্রুনাক্ষরেও বুঝিনি। শুধু আমার কাছে নয় গোটা ব্যাঙ্কের কাছেই রবি একজন টিটটলার, ও যে মদ্যপান করে তা একবুক ঠাণ্ডা জলে দাঁড়িয়ে কেউ বললেও আমি বিশ্বাস করতাম না। কিন্তু নিজের কানকে কি করে অবিস্বাস করি। ওদিক থেকে ‘হ্যালো হ্যালো, আরে ধুর বাল, কলকাতার ল্যান্ড লাইনের মাকে...’ এই মদ্যপ স্বরটি ভেসেই আসছে।
নিজের মনটা শক্ত করলাম। রবি আমিও প্রদোষ মিত্তিরের চ্যালা। রেগেমেগে রবি ফোনটা কেটে দিতেই আমি আবার কল করলাম। আবার সেই একি বাক্য। এরকম পরপর ৪-৫ বার করতেই রবি আমার ফাঁদে পা দিলো। ওপাশ থেকে শর্মাজীর খ্যারখেরে গলাটা ভেসে এলো ‘কোন মাদারচোঁদ মেরা নাশা কি মা বাহেন কর রাহা হ্যায়, ফোন নীচে রাখ দো’। মদ্যপ রবির খেয়াল ছিলনা আগে রিসিভারটা নামিয়ে তারপর নীচে রাখার কথা। ওরা কিছুটা দুরেই বসে ছিল। আমি উরন্ত চিলের মত ওত পেতে থাকলাম ওদের কথা শোনার জন্য।
‘আরে ভাই,রবি এতো কসরত করার কি আছে। হামার পাশ ২-৩ প্রফেশনাল কিলার আছে। তুমি বোল তো ওই বিপ্লবকে কাল হি ফটো বানিয়ে দিব হামি’ শর্মাজীর কথাটা শুনে আমি শুধু অপেক্ষায় ছিলাম রবি কি বলে তার। ‘আরে শর্মাজী, আমি শুধু ওর রেপুটেশনে থুতু ছেটাবো ব্যাস। তাহলেই এক ঢিলে অন্তত ১০ পাখী’। রবি আর শর্মাজীর পরের কথাগুলো শুধুই আমাকে নিয়ে। কিন্তু শর্মাজীর একটা কথায় আমার গায়ের রোমগুলো খাড়া হয়ে গেলো।
‘ভাই, শান, তুমি সত্যি ইনটেলিজেন্ট আছো’।
‘শান’ এই ছদ্মনামের লোকটিকে আজ বহু বছর ধরে আমি খুঁজে বেড়াচ্ছি। তাকে যে আমার খুব দরকার। রবিকে ইংলিশে সান বলে আর একটু জিভটা ওপরে ওঠালে বাংলায় সান ই শান হয়ে যায়। এতো বড় একটা ঝটকা। যে ছেলেটা দিনের অন্তত ১০ ঘণ্টা আমার পাশে থাকে সেই শান! হুম, বিজয়দার কথাটাই সত্যি। এই কেসটা আর ২ দিনের মধ্যেই সল্ভ হয়ে যাবে। কিন্তু যা সল্ভ হবেনা তা হোল ‘মানুষ কেন এরকম পশু হয়ে যায়? কেন মানুষ ই মানুষের বিশ্বাস ভাঙে ও বেইমানি করে তার রহস্যটা।
নিজের মনটা শক্ত করলাম। রবি আমিও প্রদোষ মিত্তিরের চ্যালা। রেগেমেগে রবি ফোনটা কেটে দিতেই আমি আবার কল করলাম। আবার সেই একি বাক্য। এরকম পরপর ৪-৫ বার করতেই রবি আমার ফাঁদে পা দিলো। ওপাশ থেকে শর্মাজীর খ্যারখেরে গলাটা ভেসে এলো ‘কোন মাদারচোঁদ মেরা নাশা কি মা বাহেন কর রাহা হ্যায়, ফোন নীচে রাখ দো’। মদ্যপ রবির খেয়াল ছিলনা আগে রিসিভারটা নামিয়ে তারপর নীচে রাখার কথা। ওরা কিছুটা দুরেই বসে ছিল। আমি উরন্ত চিলের মত ওত পেতে থাকলাম ওদের কথা শোনার জন্য।
‘আরে ভাই,রবি এতো কসরত করার কি আছে। হামার পাশ ২-৩ প্রফেশনাল কিলার আছে। তুমি বোল তো ওই বিপ্লবকে কাল হি ফটো বানিয়ে দিব হামি’ শর্মাজীর কথাটা শুনে আমি শুধু অপেক্ষায় ছিলাম রবি কি বলে তার। ‘আরে শর্মাজী, আমি শুধু ওর রেপুটেশনে থুতু ছেটাবো ব্যাস। তাহলেই এক ঢিলে অন্তত ১০ পাখী’। রবি আর শর্মাজীর পরের কথাগুলো শুধুই আমাকে নিয়ে। কিন্তু শর্মাজীর একটা কথায় আমার গায়ের রোমগুলো খাড়া হয়ে গেলো।
‘ভাই, শান, তুমি সত্যি ইনটেলিজেন্ট আছো’।
‘শান’ এই ছদ্মনামের লোকটিকে আজ বহু বছর ধরে আমি খুঁজে বেড়াচ্ছি। তাকে যে আমার খুব দরকার। রবিকে ইংলিশে সান বলে আর একটু জিভটা ওপরে ওঠালে বাংলায় সান ই শান হয়ে যায়। এতো বড় একটা ঝটকা। যে ছেলেটা দিনের অন্তত ১০ ঘণ্টা আমার পাশে থাকে সেই শান! হুম, বিজয়দার কথাটাই সত্যি। এই কেসটা আর ২ দিনের মধ্যেই সল্ভ হয়ে যাবে। কিন্তু যা সল্ভ হবেনা তা হোল ‘মানুষ কেন এরকম পশু হয়ে যায়? কেন মানুষ ই মানুষের বিশ্বাস ভাঙে ও বেইমানি করে তার রহস্যটা।