Thread Rating:
  • 14 Vote(s) - 3.21 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
বিপ্লব পোদ্দার- ব্যাংকার অফ দ্যা ইয়ার- complete
#15


“‘Check will bounce if you are not July’ আমার মনে হয় এই বাক্যটিই আপনার সম্পূর্ণ কেসটা সল্ভ করে দেবে। না, বিজয়দা এই বাক্যটিতে কোন ব্যাকরণগত ত্রুটি নেই। এক্ষেত্রে July মানে জুলাই নয়, এর অর্থ হোল জুলি” জানি হয়ত অন্ধকারেই ঢিলটা মেরেছি তাও একজন পুলিশের সামনে একটু গোয়েন্দাগিরি ফলানোর ইচ্ছেটা চেপে রাখতে পারলাম না। বিজয়দার দিকে তাকিয়ে দেখি উনি দ্যাব দ্যাব করে আমার মুখের দিকে তাকিয়ে আছেন।
“আপনি কে মশাই?” একজন দুঁদে পুলিশ অফিসার যখন রীতিমত সিরিয়াস হয়ে এই কথা জিজ্ঞেস করে তখন তো বড় বড় ক্রিমিনালের ও ফেটে যায়, আর আমি তো সামান্য এক ব্যাংকার।
“আরে কি মুশকিল, আপনি তো দেখছি চমকে গেলেন। আরে আমার কথার অর্থ ছিল আপনি ব্যাংকার কেন ডিটেকটিভ কেন নয়। আরে মশাই আপনি জানেন চোর ছ্যাঁচোরদের পেছন ঘুরে ঘুরে আমারও উর্বর মস্তিষ্কটা কেমন ভোঁতা হয়ে গেছে। আপনি বলে যান আমি শুনছি” বিজয়দার কথা শুনে আমি যথেষ্ট আশ্বস্ত হলাম। এবার সত্যিই আমি নিজের মস্তিস্কে জোর দেওয়া শুরু করলাম।
“আমার মনে হয়, মনিদার খাতায় যে কোডগুলো লেখা আছে তার অবশ্যই কোন সুনির্দিষ্ট অর্থ আছে। এর সাথে ব্যাঙ্কের কোন যোগ নেই। যেহেতু উনি একজন ব্যাংকার তাই ম্যাসেজকে কোড করতে ব্যাঙ্কিং ল্যাঙ্গুয়েজ এর সাহায্য নিয়েছেন” এক নিঃশ্বাসে কথাগুলো আমি বলে ফেললাম। এবং আমার কথাটা শেষ হওয়ার সাথে সাথে বিজয়দা প্রায় চেঁচিয়ে বলে উঠলেন
“কিন্তু, কেন? কেন উনি ম্যাসেজ কোড করবেন। ওনার খাতায় প্রায় ২০০ এরকম কোডেড ম্যাসেজ আছে। উনি কোন ক্রিমিনাল নন, ওনার কোন ক্রিমিনাল ব্যাকগ্রাউনড নেই। উনি ডিফেন্সের সাথেও যুক্ত নন। তাহলে কেন একজন ব্রাঞ্চ ম্যানেজার অযথা এরকম ভাবে কোডেড ম্যাসেজ লিখতে যাবেন?”
সত্যি বিজয়দার কথায় যুক্তি আছে। আমি এবার সত্যিই চুপসে গেলাম। “যাই হোক আরও দুটো পেগ বানানো যায়। আর আপনি কি মশাই, এতক্ষন মদ খাওয়ালেন না সরবত খাওয়ালেন তাই তো বুঝে উঠতে পারলাম না। নিন এবার আমি বানাচ্ছি পুলিশের হাতে মদ খেয়ে দেখুন” বুঝলাম মালটার ভালোই চড়েছে। ব্যোমকেশসুলভ লুক দিয়ে আমি আকাশের দিকে তাকিয়ে ভাবতে শুরু করলাম। “নিন ধরুন। আরও একবার চিয়ার্স বলুন’ গ্লাসের দিকে তাকিয়ে দেখি যেন হাফ গ্লাস জলে কে ভালো করে সিঁদুর গুলে দিয়েছে। “মনে মনে বললাম যা খাওয়াচ্ছ বিজয়দা আজ আর তোমার কেস সল্ভ হচ্ছেনা”
মদের গ্লাসে একটা চুমুক ও তারপর যথারীতি আহহহহ করে গলাটা একবার ছেড়ে বিজয়দা বলে উঠলেন “বিপ্লববাবু, পুরো ৭টা বছর আমি গোয়েন্দা দফতরে কাটিয়েছি। কলকাতার মোট ২ টো নটোরিয়াস সিরিয়াল কিলিং কেস সল্ভ করেছি। এটাতো আমার লেভেলের ই কেস নয় আর দুটো দিন (হাতটা ওপরে উঠিয়ে তর্জমা আর মধ্যমাকে ভি সাইনের মত করে দেখিয়ে) আর দুটো দিনে আমি কেসটা সল্ভ করে দেবো”
কেসটা কতদুর উনি বুঝতে পেরেছেন বা আদৌ ২ দিনের মধ্যে উনি কেসটা সল্ভ করতে পারবেন কিনা জানিনা, তবে এটা বুঝলাম মালটার বেশ ভালোই চড়ে গেছে। আর এখন বেশী কথা আমার না বলাই ভালো। আমি শুধু মুখ দিয়ে হু করে একটা আওয়াজ করে ওনাকে সম্মতি জানালাম।
“কি হু, আরে মশাই আপনার কি আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে? আপনি কি ভাবলেন ‘Check will bounce if you are not July’ এর মানেটা আমি উদ্ধার করতে পারিনি? আরে আমিও এটাই ভেবেছিলাম যা আপনি বললেন। কিন্তু ওই যে ব্যাঙ্কের যোগ, তাই সিওর হওয়ার জন্য আপনার কাছে এলাম। পুরো ৭ বছর, বুঝলেন পুরো ৭ বছর” বুঝলাম মালটার বিচি আউট, আর বেশী ভাঁটিয়ে লাভ নেই।
ঢক ঢক করে পুরো গ্লাসটা শেষ করে উনি বলে উঠলেন “আমার মস্তিস্কে পুরো কেসটাই সল্ভ হয়ে গেছে। এই যে আপনার পেয়ারের মনিদা, ও হচ্ছে সেক্স র*্যাকেট এর মাথা। আর জুলি সম্ভবত ওর স্ত্রী, সুমিতা। আমি কাল প্রায় ৩ দফা জেরা করেছি সুমিতাকে ওর দেওয়া তথ্য অধিকাংশই ভুলে ভরা। এবং ওরা দুজনই নয় ওদের সাথে আরও একজন আছে তাকেও আপনি খুব ভালো করে চেনেন”
এবার সত্যিই আমারও মাথা গরম হওয়ারই উপক্রম, যতই হোক পুলিশ বলে কথা। কোনরকমে নিজেকে সংবরন করে বললাম “বিজয়দা, আমরা ব্যাঙ্কের কর্মচারী, চোর ডাকাত নই। আপনি আমায় নিজেই ফোন করেছেন। কিন্তু হয়ত বললে বিশ্বাস করবেন না যে আমি আপনাকে ফোন করতে যাচ্ছিলাম। এই কেসের ব্যাপারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দেওয়ার আছে। আর মনিদা থেকে শুরু করে আমার ব্যাঙ্কের বাকি কর্মীদের দায়িত্ব আমি নিতে পারি। সেক্স র*্যাকেট এর মত জঘন্য একটা জিনিষের সাথে আমরা কেউ জড়িত নই।”
“না আপনি জড়িত নন, সে গ্যারান্টি আমার। কিন্তু কিছু তথ্য আমারও কাছে আছে। আপনার ব্যাঙ্কের মোট দুজন কর্মী আমার সন্দেহের তালিকায় ভীষণ ভাবেই রয়েছে। আর যে তথ্যের কথা আপনি বলছেন তা আর কয়েকঘণ্টা আগে রবির থেকে পেয়েছেন তাইতো?” রীতিমত আমাকে ধন্দে ফেলে দিলেন বিজয়দা।
আমার হাতের ওপর নিজের হাতটা আলতো করে রেখে বিজয়দা বললেন “আরে দাদা, আমার কথায় প্লিস কিছু মনে করবেন না। আসলে অনেকদিন হোল সেই অর্থে মদ্যপান করা হয়নি। আমার কোন কথায় আপনি যদি অসম্মান বোধ করেন তার জন্য আমি লজ্জিত। কিন্তু এই কেসের ব্যাপারে মোট দুটো তথ্য আপনাকে আমি জানাতে চাই” আমি কিছু উত্তর না দিয়ে ওনার মুখের দিকে তাকিয়ে থাকলাম।
“এই কেসটার সাথে আপনাদের ব্যাঙ্কের ইন্টারনাল ম্যাটার জড়িয়ে আছে। সব জায়গাতেই কমপিটিশন একটু আধটু থাকে। কিন্তু এই কেসটা যত স্টাডি করছি আমি বুঝতে পারছি, যুগটা পাল্টাচ্ছে। এখন আর প্রতিযোগিতা নয়, এখন র*্যাট রেস, কিকরে অন্যকে পেছনে ফেলে ওপরে ওঠা যায়। আমার ধারনা এটা যে আপনাকে এই কেসের ভিকটিম করার একটা চেষ্টা চালানো হচ্ছে। হুম এতো জোর দিয়ে বলছি কারন একটাই আপনার ব্যাঙ্কের মোট দুজন কর্মচারীকে চোখে চোখে রাখা হয়েছে” আমি বুঝলাম সত্যিই ব্যাপারটা খুব জটিল। এই মুহূর্তে রবির সমস্ত কথা বিজয়দাকে খুলে বলা উচিত, নয়ত বেচারা রবি সিওর এই কেসটায় ফেঁসে যাবে।
“বিজয়দা, আমি আপনাকে কয়েকটা কথা জানাতে চাই। এই কথাগুলো এই কেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবি কিছুক্ষন আগে এখানে এসেছিল। ও একটি ভুল করে ফেলেছে। আর সম্ভবত সেটা পুলিশ জানলে সম্ভাব্য খুনির তালিকায় ওর নাম ঢুকে যাবে। ও আমায় সবকথা খুলে বলেছে। আমি আপনাকে সব জানাতে চাই”
বিজয়দা, শুধুই একটু মুচকি হাসলেন। আমিও আর দেরি না করে রবির বলা সমস্ত কথা বিজয়দাকে বলতে শুরু করলাম।
“ঘটনার সুত্রপাত আজ থেকে ৪ বছর আগে। রবি তখন সবেসবে চাকরি পেয়েছে। অল্প বয়সে চাকরি পেলে যা হয় আর কি। নেশাভান নয়ত মাগীবাজী। তো রবির সেই অর্থে কোন নেশা নেই, তাই ও যে মাগীবাজির রাস্তাতেই হাঁটবে তা তো খুব স্বাভাবিক। একদিন ফেসবুকে আমাদের ব্যাঙ্কের পেজ এ রবি মনিদাকে খুঁজে পায় ও তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ঘটনা শুরু এখান থেকে। রাতে কাজ সেরে বাড়ি ফিরে দেখে এক ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে, এবং তা সুমিতা বৌদি অর্থাৎ প্রয়াত মনিদার স্ত্রীর থেকে। রবি তো আনন্দে আপ্লুত হয়ে যায়। এটা বোঝেন তো সেক্স এর ব্যাপারে এই ৩০-৫০ এর বিবাহিত মহিলারাই একটু বেশী এক্সপেরিমেন্তাল হতে চান। রবিরও মনে ঠিক সেরকমই ইচ্ছে ছিল। সঙ্গে সঙ্গে একটি ম্যাসেজ। ‘তুমি মনীন্দ্রবাবুকে কি করে চিনলে? জানো উনি কেমন মানুষ?’ রবি যথাসাধ্য বুঝিয়ে বলার চেষ্টা করে। এর পরের ম্যাসেজটা রবির জীবনটাই আমুল পরিবর্তন করে দেয়।
“আমার প্রচুর কষ্ট। আমি আনস্যাটিসফায়েড। তুমি কি আমার সাথে ফেসবুকে রোজ রাতে চ্যাট করবে?”
ব্যাস শুরু হয় রবি ও সুমিতা বৌদির সেক্স চ্যাট। সদ্য চাকরি পাওয়া রবির কাছে এটা ড্রাগসের নেশার চেয়েও বেশী আকর্ষক ছিল। তারপর যা হওয়ার তাই হোল, দুজনেই সম্মত হোল ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে বেরিয়ে এসে রিয়েল ওয়ার্ল্ড এও শরীর ও মনের মিলন ঘটাতে। প্রথমে রবি মুম্বাই গিয়ে কোন হোটেলে উঠত। পরের দিকে সুমিতা বৌদিও কোন না কোন বাহানায় মনিদাকে নিয়ে কলকাতা চলে আসত। ওদের মিলন ক্রমাগত প্রতি মাসে হওয়া শুরু হয়। এভাবে কেটে যায় প্রায় ২ টি বছর”
আমাকে সম্পূর্ণ স্তব্ধ করে দিয়ে প্রচণ্ড জোরে হেঁসে বিজয়দা বলে উঠলেন ‘এটা কোন তথ্যই নয়। এর পুরোটাই আমার জানা। এরপর শুরু হয়, সুমিতার ব্ল্যাকমেলিং। প্রথমবার রবি ওকে ১ লাখ টাকা দেয়। কিন্তু আবার ২ মাসের মধ্যে টাকা চায় সুমিতা। আর রহস্য বলুন, মিসিং লিঙ্ক বলুন সবই রয়েছে এইখানে। আমি সিওর রবি আর একটা টাকাও সুমিতাকে দেয়নি। কিন্তু কিকরে তার পরের কয়েকটা বছর রবি আর সুমিতার এতো ভালো সম্পর্ক হয়ে যায়? এটা সত্যিই এক রহস্য। রবি হথাত এমন কোন গুপ্তধনের সন্ধান পেলো যে, সুমিতার এতো ব্ল্যাকমেলিং এর পরও ওর সাথে সুসম্পর্ক বজায় রাখল’
আমার মাথায় প্রায় বাজ পড়ার মত অবস্থা। আমি প্রায় চমকে গিয়ে বলে উঠলাম ‘শেষ ১ বছরে রবি আর সুমিতার সাথে কোন যোগাযোগ রাখেনি। এমনকি নিজের ফেসবুক প্রোফাইল বন্ধ করে দিয়েছে। কন্টাক্ট নাম্বারও চেঞ্জ করে দিয়েছে’
প্রচণ্ড জোরে হেঁসে উঠলেন বিজয়দা। ‘আরে মশাই, রবি আমার ফাঁদে পা দিয়েছে। আমার প্রতিটা অনুমানই সত্য। আমি জানতাম রবি আপনার কাছে আসবে ও এই কথাগুলো বলবে’। আমি তো সম্পূর্ণ বাকরুদ্ধ। ‘আচ্ছা, আপনি ছাড়া ব্যাঙ্কের লোণ সেক্সানে আর কে কে কাজ করে? মানে আপনাদের ব্রাঞ্চের কথা বলছি’ প্রশ্নটার মধ্যে ঠিক কি উদ্দেশ্য ওনার রয়েছে তা আমি খুব ভালো করেই বুঝি। তাও যেন নিজের মনকে বিশ্বাস করাতে পারছিলাম না। রবিকে আমি নিজের হাতে কাজ শিখিয়েছি। বিজয়দার কথায় যুক্তি আছে। কিন্তু যুক্তি হৃদয় মানেনা। বিজয়দা আবার বলে উঠলেন
‘আরে মশাই আপনার মাইনে তো সাকুল্যে ২৫০০০ টাকা। এই টাকায় কি আর আজকাল সংসার চলে? অর্থাৎ সংসার চালাতে গেলে নিজের অফিসের চেয়েও বেশী আপনাকে নির্ভর করতে হয়, ক্লায়েন্ট অর্থাৎ যাদের আপনি লোণ পাইয়ে দেন তাদের ওপর। আর এই ক্লায়েন্টরা তাকেই অগ্রাধিকার দেয়, যার মার্কেটে একটু রেপুটেশন রয়েছে। আজ প্রায় ১৩-১৪ বছর ধরে আপনি এই কাজ করছেন। আপনার রেপুটেশন প্রশ্নাতীত’ সত্যিই আমি বাকরুদ্ধ। প্রতিটা কথাই সত্য। এবার একটু জোর দিয়ে বিজয়দা বলে উঠলেন
‘এবার বলুন রবির মাইনে কত? ৪ বছর চাকরি করছে অর্থাৎ মাইনে ১৫ হাজারের কাছাকাছি। আপনি তো তাও একটু পুরনো যুগের লোক। রবি তো জেন এক্স এর প্রতিনিধি। পকেটে একটা দামী মোবাইল হাতে দামী রিষ্ট ওয়াচ; সব মিলিয়ে লোককে নিজের অফিসার লুকটা ভালো করে দেখানোই এদের আসল লক্ষ্য। আপনি যতদিন এই ব্রাঞ্চে আছেন, ততদিন ও শুধু মাছি মারবে আর ১৫০০০ টাকা নিয়ে বাড়ি চলে যাবে’
আমার মাথাটা ঝিম ঝিম করছে। শালা ছোটবেলায় অনেক থ্রিলার স্টোরি পড়েছি, এটা খুবই চাপের। বিজয়দা চালিয়ে গেলেন
‘আপনার মনে আছে, আপনাদের থানার ভেতরে ডাকার পর আমি একটু শ্লেষ মিশিয়ে একটা কথা বলেছিলাম। ‘শালা, পাশের বাড়ির লোককে চেনেনা আর ফেসবুকে অচেনা লোককে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে’। জানেন কেন বলেছিলাম? ৭ বছর আমি গোয়েন্দা দফতরে ছিলাম। একটা জিনিষ বুঝেছি; মার্ডার কেস সল্ভ করতে গেলে খুনির মস্তিষ্ককে গুলে খেতে হয়। সাইকোলজিই সব। সেদিন আমি রবিকে খুব ভালো করে লক্ষ্য করেছিলাম। জানতাম ও ডেসপারেট হয়ে কিছু একটা করবে। আপনার কাছে আসা ও আপনাকে অর্ধসত্য একটি ঘটনা বলা এসবই ওর প্ল্যানিং’
আমার কাছে বলার মত কোন ভাষা ছিলনা তাই আমি চুপ করে বিজয়দার কথাই শুনে গেলাম।
‘ও আপনাকে অর্ধসত্য কথা বলেছে। সবচেয়ে বড় যে তথ্যটি লুকিয়েছে তা হোল, ওর আর সুমিতার এই রিলেশন একদম প্রথমদিন থেকেই আপনার পেয়ারের মনিদা জানতেন। মনিদার রবিকে দরকার ছিল, কলকাতার মার্কেটে নিজের বিজনেস ছড়িয়ে দেওয়ার জন্য। রবির এতকিছুর পরেও সুমিতার সাথে সুসম্পর্ক রাখা একটাই ইঙ্গিত দেয়। তা হোল রবি সেক্স র*্যাকেটের এই লোভনীয় ব্যাবসায় নিজেকে জড়িয়ে নিয়েছিল। এবং এই সেক্স র*্যাকেটের মালিক হলেন মনিন্দ্র বাবু। ওর স্ত্রী সুমিতাই সম্ভবত জুলি। কেন আপনার এনজিও তে ১০ লাখ টাকা দান করার চেষ্টা করা হোল তারও উত্তর নিশ্চয়ই এতক্ষনে পেয়ে গেছেন’
আমি আমতা আমতা করে উত্তর দিলাম ‘আপনার কথায় যুক্তি আছে। কিন্তু মনিদা কেন খুন হলেন? আপনার কথা অনুসারে উনিই তো এই সেক্স র*্যাকেটটার মাথা। আর খুনটা কেই বা করল? যদি সুমিতা বৌদি জুলি হন তো উনি * পড়ে কেন নিজের স্বামীর সাথে দেখা করতে যাবেন? হোটেলের ঘরে কিছুটা কল গার্ল এর মত করে এসে নিজের স্বামীকেই মনরঞ্জন করার ব্যাপারটা কি আপনার গোলমেলে ঠেকছে না?’
বিজয়দা প্রায় চেঁচিয়ে উঠলেন ‘ব্র্যাভো, তোপসে, সাবাস। এইতো চাই। কি গুরু মস্তিস্কে একটু নাড়া তাহলে দিতে পেরেছি তাই তো? হুম আপনার প্রতিটা প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ত দিতে পারবো না, কিন্তু চেষ্টা একটা করছি। আপনাকে বলেছি না একটা আফ্রিকান বিষ প্রয়োগ করা হয়েছে। এই বিষটা যে জুলিই দিয়েছে তা ১০০ ভাগ নিশ্চিত আমি। হোটেলের কর্মীদের জিজ্ঞাসা করে জুলির আসার টাইমটা আর ময়নাতদন্তের রিপোর্টে বিষ প্রয়োগের টাইম দুটো একি। এবার সত্যিই কি সুমিতাই জুলি। লজিক ও তথ্য তাই বলছে। তবে মজার ব্যাপার একটাই একি মানুষ মোট দুবার খুন হয়েছে। একবার বিষ প্রয়োগে যদিও ওই বিষের অ্যাকশন শুরু হয় ৬ ঘণ্টা পর। এবং দ্বিতীয় বার কোন এক পুরুষ ওনাকে ছাদে নিয়ে গিয়ে চ্যাংদোলা করে নীচে ফেলেছে”
আমি প্রায় চমকে উঠে বলে ফেললাম ‘কি! এতো অদ্ভুত ব্যাপার’ বিজয়দাও মুচকি হেঁসে বলে উঠলেন ‘হোটেলের কর্মীদের থেকে জানা গেছে কোনএক ব্যক্তি মনিবাবুর সাথে দেখা করতে এসেছিলেন এবং তা জুলি বেরিয়ে যাওয়ার পর। হোটেলের সিসিটিভি ফুটেজ এ দেখেছি, মুখে ম্যাঙ্কি ক্যাপ। এই ৫ ফুট ৫ ইঞ্চ উচ্চতা। বাকি আর কিছুই বোঝা সম্ভব নয়, না তো গায়ের রঙ আর না বয়স। ফুলহাতা শার্ট, আর ব্লু জিন্স। তবে শরীরের গড়ন একদম রবির ই মতন’
‘কেন মনিদা খুন হলেন? সম্ভাব্য কারন হিসেবে দুটো পয়েন্ট উঠে আসছে। ১) সুমিতা ও রবি দুজনেই জানতেন না যে উভয়েই মনিবাবুকে খুন করতে আসছেন। এবং উভয়েই আলাদা আলাদা পন্থায় খুন করেছেন ২) প্রথম খুনের চেষ্টা করেছিলেন সুমিতা। এবং মৃত্যু নিশ্চিত করতে ভরপুর মদ খাইয়ে সুমিতার নির্দেশ মত ওনাকে নীচে ছুঁড়ে ফেলে দেয়। এর মধ্যে কোনটা সম্ভাব্য কারন হতে পারে তা এই মুহূর্তে বলা অসম্ভব। আর এক্ষেত্রে রবির যোগটা অনস্বীকার্য। রবি এক ঢিলে দুই পাখী মেরে দিলো, আপনাকে ফাঁসানো আর সেক্স র*্যাকেটটার মাথায় বসা। কিন্তু শুধু মাত্র আপনার আকাউনট ১০ লাখ টাকা দান করে কি করে আপনাকে ফাঁসানো সম্ভব আমি জানিনা। এরকম আরও অনেক প্রশ্ন রয়ে গেছে; যেমন মনিবাবু কেন হথাত ২০ টা ড্রাফ্*ট বানাতে গেলেন। তবে আপনি নিশ্চিত থাকুন ২ দিনের মধ্যেই এই কেস সল্ভ হয়ে যাবে। ওই যে বললাম ৭ বছর। যাই হোক বিপ্লব বাবু, আমায় এবার ফিরতে হবে। আমি কাল আবার আসবো। আজ উঠি কেমন”
শালা, রবিকে নিজে হাতে কাজ শিখিয়েছি। যখন জয়েন করে তখন রেপো রেট আর রিভার্স রেপো রেটের মানে বুঝত না। বিজয়দা যা বললেন তা সবকি সত্যি! হতেও পারে শালা পুরো বেচুগিরির লাইফ। বিজয়দা বেরিয়ে যাওয়ার পর দরজাটা লক করে দিলাম। বরাবরই এই লাইফটাকে ইনসিকিওরড মনে হয়। আজ একটু বেশীই মনে হচ্ছে। যেকোনো মুহূর্তে যা কিছুই হতে পারে। মাথায় বারবার একটাই কথা আসলে লাগলো; শর্মাজীর সেই দ্বিতীয় প্রপোজাল। কি করব? একসেপ্ট করব? রিস্ক আছে, কিন্তু আমিও তো দুঁদে ব্যাংকার। পেরে গেলে ৫০ লাখের মুনাফা। এই চাকরি আর ক্লায়েন্টদের মুখাপেক্ষি হয়ে থাকতে হবেনা। কিন্তু তার আগে দরকার প্ল্যানটা আরও ভালো করে বোঝার। ঘড়িতে দেখি সবে ৯টা বাজে। না এইসময় শর্মাজী জেগেই থাকবেন। ফোনটা লাগিয়েই দিলাম। যা শ্যালা এই সিমটায় তো ব্যাল্যান্স শেষ। আরেকটা সিম আছে, ওটা পার্সোনাল কাজেই ইউস করি। ক্লায়েন্ট বা কলিগদের ওই নাম্বারটা দেওয়া নেই। শর্মাজী আননোন নাম্বার দেখে ফোন রিসিভ করবে তো! ফোনটা করেই ফেললাম, ধুস শালা সুইচ অফ। বেশ কিছুক্ষন ভাবার পর মনে পড়ল শর্মাজীর একটা ল্যান্ড লাইন নাম্বার ও আছে। রাত ৯ টায় তো উনি বাড়িই থাকবেন। ৩-৪ বার রিং হওয়ার পর একজন ফোনটা রিসিভ করল। এতো চেনা কণ্ঠস্বর যে আমার মুখ দিয়ে একটাও শব্দ বেরোল না।
Like Reply


Messages In This Thread
RE: বিপ্লব পোদ্দার- ব্যাংকার অফ দ্যা ইয়ার- complete - by samss400 - 09-02-2020, 02:30 PM



Users browsing this thread: 5 Guest(s)