09-02-2020, 02:25 PM
গ্রীষ্মের প্রখর রৌদ্রে আকস্মিক বজ্রপাতের মত করেই আমার মোবাইলটা বেজে উঠল। রমা কামাতুর হয়ে পাগল হয়ে উঠেছে। আমি কিছুতেই রমার থেকে নিজের ঠোঁটদুটোকে মুক্ত করতে পারছিনা। কিন্তু ফোনটা আমায় রিসিভ করতে হবেই। কোনোক্রমে নিজেকে মুক্ত করলাম। রমার দুই চোখে শুধুই হতাশা। রমার কপালে একটা চুমু খেয়ে খাটের দিকে গেলাম। দেখি রবির ফোন। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে রবির কাঁপা কাঁপা গলাটা ভেসে এলো।
“বিপ্লবদা, তুমি আমায় বাঁচাও। আমি মরে যাবো বিপ্লবদা। সত্যি বলছি বিশাল রকম ফেঁসে গেছি” প্রায় এক নিস্বাসে কথাগুলো বলে ফেলল রবি। আমার তো কিছুই মাথায় ঢুকছে না। শুধু এটাই বুঝলাম নতুন এক রহস্য এবং নতুন এক ঝামেলা আসতে চলেছে। রবি আমার অফিসে সবচেয়ে কাছের লোক। নিজেহাতে ওকে আমি কাজ শিখিয়েছি। আমি বললাম “কি হয়েছে রবি, এরকম বলছিস কেন?” সঙ্গে সঙ্গে ভেসে এলো রবির উত্তর; “বিপ্লবদা, আমি থানায় অনেককিছু গোপন করেছি। এখন ভয় লাগছে। বিপ্লবদা, মনে হচ্ছে মনীন্দ্রবাবুর খুনে আমি ফেঁসে যাবো” আমার তো মাথা খারাপ হয়ে গেলো, রবির মত ভালো একটা ছেলে আর হয়না। আমি ওকে বললাম “রবি, কি হয়েছে? আমায় সবকিছু তুই খুলে বল” সঙ্গে সঙ্গে কাঁপা কাঁপা গলায় রবির উত্তর এলো “আমি জানি মনীন্দ্রবাবুকে কে খুন করেছে? আমি এবার কি করব বিপ্লবদা? আমি তো ফেঁসে গেছি” আমার মুখ দিয়ে শুধু একটাই কথা বেরোল “কে খুন করেছে?” “বিপ্লবদা, আমি তোমার সাথে এক্ষুনি দেখা করব, তুমি কোথায় বল। বাইরে কোথাও আসবে কি?” ওর কথা শুনে আমারও এটাই মনে হোল সত্যি এইসময়ে আমার রবির পাশে দাঁড়ানো উচিত। “রবি আমার বাড়িতে তো গেস্ট এসেছে, তুই এক কাজ কর আমার বাড়িতে চলে আয়” আমি জানি ও ঠিক আসবে। “ঠিক আছে দাদা আমি আসছি”
ফোনটা কেটে দেওয়ার পর সত্যিই মনটা খুব খারাপ লাগছিল। রবি ছেলেটাকে আমি সত্যি খুব পছন্দ করি। অফিসে সিনিয়ারদের যথেষ্ট সম্মান দেয়, আচার-ব্যবহার ও খুব ভালো। ইস এরকম একটা ছেলেই কিনা মার্ডার কেসে ফেঁসে যাবে। রমাকে সব কথা খুলে বলতে মন গেলো। এতক্ষন খেয়াল করিনি, এখন হথাত ই একটা কথা মাথায় এলো, রমা জানত আমি থানায় গেছি। রমা জানত মনিদা খুন হয়েছেন। অথচ থানা থেকে আসার পর এই ব্যাপারে একটাও প্রশ্ন ও আমায় করেনি। কিছুক্ষন আগের রমার ওই আমার শরীরের প্রতি ঢলে যাওয়ার ঘটনাটা মনে পড়ে গেলো। রমা কি তাহলে সত্যিই ডেসপারেট হয়ে উঠেছে? ওকি শুধুই একটা পুরুষ শরীর চায়। রমা বারান্দায় একটা চেয়ারে বসে ছিল। আমি একটু উঁকি মেরে দেখলাম ও কিসব লেখালিখি করছে। আমার আর ওর কাছে যাওয়ার মন হলনা। হয়ত ১০-১৫ মিনিটের মধ্যেই রবি এসে যাবে।
“বিপ্লবদা, তুমি আমায় বাঁচাও। আমি মরে যাবো বিপ্লবদা। সত্যি বলছি বিশাল রকম ফেঁসে গেছি” প্রায় এক নিস্বাসে কথাগুলো বলে ফেলল রবি। আমার তো কিছুই মাথায় ঢুকছে না। শুধু এটাই বুঝলাম নতুন এক রহস্য এবং নতুন এক ঝামেলা আসতে চলেছে। রবি আমার অফিসে সবচেয়ে কাছের লোক। নিজেহাতে ওকে আমি কাজ শিখিয়েছি। আমি বললাম “কি হয়েছে রবি, এরকম বলছিস কেন?” সঙ্গে সঙ্গে ভেসে এলো রবির উত্তর; “বিপ্লবদা, আমি থানায় অনেককিছু গোপন করেছি। এখন ভয় লাগছে। বিপ্লবদা, মনে হচ্ছে মনীন্দ্রবাবুর খুনে আমি ফেঁসে যাবো” আমার তো মাথা খারাপ হয়ে গেলো, রবির মত ভালো একটা ছেলে আর হয়না। আমি ওকে বললাম “রবি, কি হয়েছে? আমায় সবকিছু তুই খুলে বল” সঙ্গে সঙ্গে কাঁপা কাঁপা গলায় রবির উত্তর এলো “আমি জানি মনীন্দ্রবাবুকে কে খুন করেছে? আমি এবার কি করব বিপ্লবদা? আমি তো ফেঁসে গেছি” আমার মুখ দিয়ে শুধু একটাই কথা বেরোল “কে খুন করেছে?” “বিপ্লবদা, আমি তোমার সাথে এক্ষুনি দেখা করব, তুমি কোথায় বল। বাইরে কোথাও আসবে কি?” ওর কথা শুনে আমারও এটাই মনে হোল সত্যি এইসময়ে আমার রবির পাশে দাঁড়ানো উচিত। “রবি আমার বাড়িতে তো গেস্ট এসেছে, তুই এক কাজ কর আমার বাড়িতে চলে আয়” আমি জানি ও ঠিক আসবে। “ঠিক আছে দাদা আমি আসছি”
ফোনটা কেটে দেওয়ার পর সত্যিই মনটা খুব খারাপ লাগছিল। রবি ছেলেটাকে আমি সত্যি খুব পছন্দ করি। অফিসে সিনিয়ারদের যথেষ্ট সম্মান দেয়, আচার-ব্যবহার ও খুব ভালো। ইস এরকম একটা ছেলেই কিনা মার্ডার কেসে ফেঁসে যাবে। রমাকে সব কথা খুলে বলতে মন গেলো। এতক্ষন খেয়াল করিনি, এখন হথাত ই একটা কথা মাথায় এলো, রমা জানত আমি থানায় গেছি। রমা জানত মনিদা খুন হয়েছেন। অথচ থানা থেকে আসার পর এই ব্যাপারে একটাও প্রশ্ন ও আমায় করেনি। কিছুক্ষন আগের রমার ওই আমার শরীরের প্রতি ঢলে যাওয়ার ঘটনাটা মনে পড়ে গেলো। রমা কি তাহলে সত্যিই ডেসপারেট হয়ে উঠেছে? ওকি শুধুই একটা পুরুষ শরীর চায়। রমা বারান্দায় একটা চেয়ারে বসে ছিল। আমি একটু উঁকি মেরে দেখলাম ও কিসব লেখালিখি করছে। আমার আর ওর কাছে যাওয়ার মন হলনা। হয়ত ১০-১৫ মিনিটের মধ্যেই রবি এসে যাবে।