09-02-2020, 11:51 AM
2
থানায় ঢোকার আগে হাত পাগুলো থর থর করে কাঁপছিল। এর আগে যে আমি কোনোদিন থানায় আসিনি তা নয়, কর্মসূত্রে বহুবারই থানায় আসতে হয়েছে। কিন্তু এবার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। খুনের কেসে তলব পড়েছে। এবং তলব পড়েছে মানে আমি নিশ্চয়ই সন্দেহভাজনদের তালিকায় রয়েছি। কোনরকমে মনটা শক্ত করে ভেতরে ঢুকলাম। দেখি সামনেই দুখানা হাবিলদার দাঁড়িয়ে আছে আর বারান্দায় বেশ কয়েকটা চেয়ার পাতা। ভেতরে ঢুকতেই বুকে কিছুটা বল পেলাম কারন চেয়ারে রবি, আমাদের ম্যানেজার মৃণাল ও মার্কেটিং হেড চিন্ময় বসে আছে। আমাকে দেখা মাত্র রবি এগিয়ে এলো। রবি আমার জুনিয়র, বরাবর আমার সাথে ওর সম্পর্ক ভালো।
“আরে বিপ্লবদা কি বিপদ বলত। তোমরা নাহয় একসাথে কাজ করেছ মনীন্দ্রবাবুর সাথে। কিন্তু আমি তো জয়েন করার ২-৩ বছর আগেই উনি মুম্বাইএর ব্রাঞ্চ এ ট্রান্সফার হয়ে গিয়েছিলেন” রবির চোখমুখ দেখেই বোঝা যাচ্ছিল ছেলেটা খুব ভয় পেয়ে গেছে।
পেছন থেকে মৃণাল স্যার বলে উঠলেন “আহ রবি, সবজায়গায় এরকম ইমম্যাচিওরড বিহেভ করোনা। থানায় কাউকে ডাকা মানেই খুনের কেসে আসামী বানিয়ে দেওয়া নয়। আর তুমি কি একা নাকি, আমাদের সবাইকেই তো ডেকেছে”
রবি হয়ত কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ম্যানেজারের ওপর কথা বললে যে প্রোমোশন হবেনা। এটাকে কর্পোরেট লাইফে অভ্যাসে পরিনত করে ফেলতে হয়। আমি মৃণালবাবুর পাশে বসে পড়লাম।
“বিপ্লব, কি মনে হচ্ছেও তোমার?” মৃণালবাবু ঠিক কি জিজ্ঞেস করেছেন তা বোঝার আগেই উনি বলে উঠলেন “আমার মনে হয় দাম্পত্য প্রবলেম। মিসেস বসু এখনো ভেতরেই আছেন। প্রায় ২ ঘণ্টা হয়ে গেলো পুলিশ ওনাকে জিজ্ঞাসাবাদ করছে”
আমার মুখ ফস্কেই হয়ত কথাটা বেরিয়ে গেলো “না স্যার, আমি বৌদিকে খুব ভালো করেই চিনি। এটা অন্য কোন ব্যাপার। আচ্ছা, স্যার, আমি তো কিছুই এখনো শুনিনি। মনিদার মৃত্যুটা কি করে হোল?”
বেশ কিছুক্ষন চুপ করে থেকে মৃণালবাবু বলে উঠলেন “বিপ্লব, এটাই তো সবচেয়ে গোলমেলে। সোজা চোখে যা লাগছে আর ময়নাতদন্তের রিপোর্ট সম্পূর্ণ বিপরীত” আমি কিছুই বুঝলাম না। মৃণালবাবুকে আরও বিশদে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, হথাত একজন হাবিলদার ভেতর থেকে এসে বলল “চলুন আপনাদের বড়বাবু ডাকছেন” হাঁফ ছেড়ে বাঁচলাম এই ভেবে যে আলাদা করে জেরা করা হবেনা। আমরা সবাই একসাথেই যাবো। এক এক করে সবাই ভেতরে ঢুকলাম।
চেয়ারে বসে আছেন একজন মধ্যবয়স্ক ভুঁড়িওয়ালা রাশভারী লোক। সেই মুহূর্তেই বৌদি অর্থাৎ প্রয়াত মনীন্দ্রদার স্ত্রী চেয়ার থেকে উঠে বাইরের দিকে যাচ্ছিলেন। হথাত খ্যারখ্যারে গলায় সেই ভদ্রলোক চেঁচিয়ে বলে উঠলেন “এই যে ম্যাডাম, আপনাকে কিন্তু বাইরে অপেক্ষা করতে বলেছি, এখান থেকে যাওয়ার অনুমতি দিইনি”
এতক্ষন মনের মধ্যে যে সাহসের সঞ্চার হয়েছিল তা তো নিভে গেছিলোই কিন্তু তার পরের কথাটা শুনে তো আমার বিচি মাথায় উঠে গেলো। বড়বাবু আবার সেই খ্যারখ্যারে গলাটায় চেঁচিয়ে বললেন (হয়ত ইঙ্গিতটা আমাদের সবার দিকেই ছিল) “পাশের বাড়ির লোককে চেনেনা শালা ফেসবুকে বন্ধুত্ব পাতানো হচ্ছে, অচেনা লোকের সাথে”
“হ্যাঁ বলুন এক এক করে আপনাদের নাম বলুন” হাতে একটা সাদা চিরকুট নিয়ে ইঙ্গিতটা যে বড়বাবু আমাদের দিকেই করলেন তা আমরা বুঝলাম। এক এক করে সবাই নিজের নাম বলা শুরু করল। সবার শেষে রবি নিজের নামটা বলল। হথাত করে বড়বাবু নিজের চশমাটা একটু ওপরে তুলে খেঁকিয়ে বলে উঠলেন “রবি মানে রবীন মিত্র তাইতো। আচ্ছা আপনি তো ৩ বছর এই ব্রাঞ্চে আছেন। আপনি মনীন্দ্র বাবুর ফ্রেন্ডলিস্ট এ আসেন কি করে?” রবির কপাল দিয়ে ততক্ষনে ঘাম ঝরতে শুরু করে দিয়েছে। বড়বাবুও সেটা খেয়াল করলেন ও পেশাদার গোয়েন্দার মত নিজের মেজাজটা আরও উঁচু করে বলে উঠলেন “কি হোল উত্তর দিন। মনীন্দ্র বাবু ৫ বছর আগে মুম্বাই এ শিফট করেছিলেন। আপনি ওনাকে কি করে চিনলেন? ওনার স্ত্রী সুমিতা দেবীর ফ্রেন্ডলিস্ট এও বা আপনার নাম কি করে এলো? উত্তর দিন”
রবি কপালের ঘামটা ঝারতে ঝারতে উত্তর দিলো “স্যার, সত্যি বলছি মনীন্দ্র বাবুকে চিনিনা। ফেসবুকে আমাদের ব্যাঙ্কের নামের একটা পেজ রয়েছে। সেখান থেকে জানতে পেরেছিলাম উনি আমাদের ব্যাঙ্কের এক ম্যানেজার। তাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাথিয়েছিলাম” উত্তরটা যে বড়বাবুর খুব একটা পছন্দ হয়নি তা ওনার মুখ দেখে ও পরের প্রশ্নটা শুনেই বোঝা গেলো “তা ওনার বউ কোন ব্যাঙ্কে চাকরি করে যে অনাকেও ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাতে গেলেন?” আমি একবার রবির মুখের দিকে ও একবার বড়বাবুর মুখের দিকে তাকাচ্ছি। জানি রবি একদম ঘাবড়ে গেছে। চিন্ময় এমবিএ করা ছেলে, চিন্ময়ই নিজের ম্যানেজমেন্ট সেন্স নিয়ে এগিয়ে এলো।
“স্যার, ফেসবুকে আমিও অনেক অচেনা অজানা লোককে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। তাদের কাউকে আমি চিনিওনা জানিওনা। এটা কোন অনৈতিক কাজ নয়” চিন্ময়ের কথা শুনে মনে মনে বলে উঠলাম সাবাশ চিনু তোর ইনসেন্টিভ আটকায় কে আমিও দেখছি। চিন্ময়ের দেখাদেখি মৃণাল স্যার ও বলে উঠলেন “স্যার, আমরা কেউ চোর ডাকাত নই। আমরা বাঙ্কের কর্মী, প্রত্যেকেই অত্যন্ত সুনামের সাথে কাজ করি। আমরা এটা কথা দিচ্ছি যে আমরা পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করব” আমি একবার বড়বাবুর মুখের দিকে আর একবার ওদের মুখের দিকে তাকাচ্ছি। বড়বাবুর মুখটা দেখে মনে হোল উনি একটু হলেও আমাদের বিশ্বাস করেছেন। কিন্তু ওই যে পুলিশের স্বভাব; সন্দেহ আর মেজাজ ছাড়া কি পুলিশ হয় নাকি। একটু নিচু স্বরে বড়বাবু বলে উঠলেন “জানি আপনারা চোর ডাকাত নন। আর এই খুনটা কোন চোর ডাকাত করেনি, আপনাদের মত ঠাণ্ডা মাথার লোকই করেছে” কেউ কিছু বলছেনা দেখে আমি ই বলে উঠলাম
“স্যার, খুনটা কিভাবে হয়েছে?” বড়বাবু একবার আমার দিকে কটমট করে তাকালেন, রবি আমার পায়ে প্রচণ্ড জোরে একটা চিমটি কাটল। আমি বুঝলাম বেফাঁস কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে।
থানায় ঢোকার আগে হাত পাগুলো থর থর করে কাঁপছিল। এর আগে যে আমি কোনোদিন থানায় আসিনি তা নয়, কর্মসূত্রে বহুবারই থানায় আসতে হয়েছে। কিন্তু এবার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। খুনের কেসে তলব পড়েছে। এবং তলব পড়েছে মানে আমি নিশ্চয়ই সন্দেহভাজনদের তালিকায় রয়েছি। কোনরকমে মনটা শক্ত করে ভেতরে ঢুকলাম। দেখি সামনেই দুখানা হাবিলদার দাঁড়িয়ে আছে আর বারান্দায় বেশ কয়েকটা চেয়ার পাতা। ভেতরে ঢুকতেই বুকে কিছুটা বল পেলাম কারন চেয়ারে রবি, আমাদের ম্যানেজার মৃণাল ও মার্কেটিং হেড চিন্ময় বসে আছে। আমাকে দেখা মাত্র রবি এগিয়ে এলো। রবি আমার জুনিয়র, বরাবর আমার সাথে ওর সম্পর্ক ভালো।
“আরে বিপ্লবদা কি বিপদ বলত। তোমরা নাহয় একসাথে কাজ করেছ মনীন্দ্রবাবুর সাথে। কিন্তু আমি তো জয়েন করার ২-৩ বছর আগেই উনি মুম্বাইএর ব্রাঞ্চ এ ট্রান্সফার হয়ে গিয়েছিলেন” রবির চোখমুখ দেখেই বোঝা যাচ্ছিল ছেলেটা খুব ভয় পেয়ে গেছে।
পেছন থেকে মৃণাল স্যার বলে উঠলেন “আহ রবি, সবজায়গায় এরকম ইমম্যাচিওরড বিহেভ করোনা। থানায় কাউকে ডাকা মানেই খুনের কেসে আসামী বানিয়ে দেওয়া নয়। আর তুমি কি একা নাকি, আমাদের সবাইকেই তো ডেকেছে”
রবি হয়ত কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ম্যানেজারের ওপর কথা বললে যে প্রোমোশন হবেনা। এটাকে কর্পোরেট লাইফে অভ্যাসে পরিনত করে ফেলতে হয়। আমি মৃণালবাবুর পাশে বসে পড়লাম।
“বিপ্লব, কি মনে হচ্ছেও তোমার?” মৃণালবাবু ঠিক কি জিজ্ঞেস করেছেন তা বোঝার আগেই উনি বলে উঠলেন “আমার মনে হয় দাম্পত্য প্রবলেম। মিসেস বসু এখনো ভেতরেই আছেন। প্রায় ২ ঘণ্টা হয়ে গেলো পুলিশ ওনাকে জিজ্ঞাসাবাদ করছে”
আমার মুখ ফস্কেই হয়ত কথাটা বেরিয়ে গেলো “না স্যার, আমি বৌদিকে খুব ভালো করেই চিনি। এটা অন্য কোন ব্যাপার। আচ্ছা, স্যার, আমি তো কিছুই এখনো শুনিনি। মনিদার মৃত্যুটা কি করে হোল?”
বেশ কিছুক্ষন চুপ করে থেকে মৃণালবাবু বলে উঠলেন “বিপ্লব, এটাই তো সবচেয়ে গোলমেলে। সোজা চোখে যা লাগছে আর ময়নাতদন্তের রিপোর্ট সম্পূর্ণ বিপরীত” আমি কিছুই বুঝলাম না। মৃণালবাবুকে আরও বিশদে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, হথাত একজন হাবিলদার ভেতর থেকে এসে বলল “চলুন আপনাদের বড়বাবু ডাকছেন” হাঁফ ছেড়ে বাঁচলাম এই ভেবে যে আলাদা করে জেরা করা হবেনা। আমরা সবাই একসাথেই যাবো। এক এক করে সবাই ভেতরে ঢুকলাম।
চেয়ারে বসে আছেন একজন মধ্যবয়স্ক ভুঁড়িওয়ালা রাশভারী লোক। সেই মুহূর্তেই বৌদি অর্থাৎ প্রয়াত মনীন্দ্রদার স্ত্রী চেয়ার থেকে উঠে বাইরের দিকে যাচ্ছিলেন। হথাত খ্যারখ্যারে গলায় সেই ভদ্রলোক চেঁচিয়ে বলে উঠলেন “এই যে ম্যাডাম, আপনাকে কিন্তু বাইরে অপেক্ষা করতে বলেছি, এখান থেকে যাওয়ার অনুমতি দিইনি”
এতক্ষন মনের মধ্যে যে সাহসের সঞ্চার হয়েছিল তা তো নিভে গেছিলোই কিন্তু তার পরের কথাটা শুনে তো আমার বিচি মাথায় উঠে গেলো। বড়বাবু আবার সেই খ্যারখ্যারে গলাটায় চেঁচিয়ে বললেন (হয়ত ইঙ্গিতটা আমাদের সবার দিকেই ছিল) “পাশের বাড়ির লোককে চেনেনা শালা ফেসবুকে বন্ধুত্ব পাতানো হচ্ছে, অচেনা লোকের সাথে”
“হ্যাঁ বলুন এক এক করে আপনাদের নাম বলুন” হাতে একটা সাদা চিরকুট নিয়ে ইঙ্গিতটা যে বড়বাবু আমাদের দিকেই করলেন তা আমরা বুঝলাম। এক এক করে সবাই নিজের নাম বলা শুরু করল। সবার শেষে রবি নিজের নামটা বলল। হথাত করে বড়বাবু নিজের চশমাটা একটু ওপরে তুলে খেঁকিয়ে বলে উঠলেন “রবি মানে রবীন মিত্র তাইতো। আচ্ছা আপনি তো ৩ বছর এই ব্রাঞ্চে আছেন। আপনি মনীন্দ্র বাবুর ফ্রেন্ডলিস্ট এ আসেন কি করে?” রবির কপাল দিয়ে ততক্ষনে ঘাম ঝরতে শুরু করে দিয়েছে। বড়বাবুও সেটা খেয়াল করলেন ও পেশাদার গোয়েন্দার মত নিজের মেজাজটা আরও উঁচু করে বলে উঠলেন “কি হোল উত্তর দিন। মনীন্দ্র বাবু ৫ বছর আগে মুম্বাই এ শিফট করেছিলেন। আপনি ওনাকে কি করে চিনলেন? ওনার স্ত্রী সুমিতা দেবীর ফ্রেন্ডলিস্ট এও বা আপনার নাম কি করে এলো? উত্তর দিন”
রবি কপালের ঘামটা ঝারতে ঝারতে উত্তর দিলো “স্যার, সত্যি বলছি মনীন্দ্র বাবুকে চিনিনা। ফেসবুকে আমাদের ব্যাঙ্কের নামের একটা পেজ রয়েছে। সেখান থেকে জানতে পেরেছিলাম উনি আমাদের ব্যাঙ্কের এক ম্যানেজার। তাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাথিয়েছিলাম” উত্তরটা যে বড়বাবুর খুব একটা পছন্দ হয়নি তা ওনার মুখ দেখে ও পরের প্রশ্নটা শুনেই বোঝা গেলো “তা ওনার বউ কোন ব্যাঙ্কে চাকরি করে যে অনাকেও ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাতে গেলেন?” আমি একবার রবির মুখের দিকে ও একবার বড়বাবুর মুখের দিকে তাকাচ্ছি। জানি রবি একদম ঘাবড়ে গেছে। চিন্ময় এমবিএ করা ছেলে, চিন্ময়ই নিজের ম্যানেজমেন্ট সেন্স নিয়ে এগিয়ে এলো।
“স্যার, ফেসবুকে আমিও অনেক অচেনা অজানা লোককে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। তাদের কাউকে আমি চিনিওনা জানিওনা। এটা কোন অনৈতিক কাজ নয়” চিন্ময়ের কথা শুনে মনে মনে বলে উঠলাম সাবাশ চিনু তোর ইনসেন্টিভ আটকায় কে আমিও দেখছি। চিন্ময়ের দেখাদেখি মৃণাল স্যার ও বলে উঠলেন “স্যার, আমরা কেউ চোর ডাকাত নই। আমরা বাঙ্কের কর্মী, প্রত্যেকেই অত্যন্ত সুনামের সাথে কাজ করি। আমরা এটা কথা দিচ্ছি যে আমরা পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করব” আমি একবার বড়বাবুর মুখের দিকে আর একবার ওদের মুখের দিকে তাকাচ্ছি। বড়বাবুর মুখটা দেখে মনে হোল উনি একটু হলেও আমাদের বিশ্বাস করেছেন। কিন্তু ওই যে পুলিশের স্বভাব; সন্দেহ আর মেজাজ ছাড়া কি পুলিশ হয় নাকি। একটু নিচু স্বরে বড়বাবু বলে উঠলেন “জানি আপনারা চোর ডাকাত নন। আর এই খুনটা কোন চোর ডাকাত করেনি, আপনাদের মত ঠাণ্ডা মাথার লোকই করেছে” কেউ কিছু বলছেনা দেখে আমি ই বলে উঠলাম
“স্যার, খুনটা কিভাবে হয়েছে?” বড়বাবু একবার আমার দিকে কটমট করে তাকালেন, রবি আমার পায়ে প্রচণ্ড জোরে একটা চিমটি কাটল। আমি বুঝলাম বেফাঁস কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে।