01-02-2020, 10:59 AM
কাকসন দাদা কিছু গুরুত্বপূর্ণ মুহুর্ত আপনি সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন যা গল্পের মোড় ঘোরাতে যথেষ্ট । আশা করি অপু নিজের যোগ্যতায় কিছু করুক এবং মাকে নিয়ে অন্য কোথাও চলে যাক। ওর মা যেসব সুখ থেকে বঞ্চিত হয়েছে এতদিন আশা করি অপু তা ফিরিয়ে দিবে এবং মায়ের জীবন আরো রসালো করে তুলবে।