31-01-2020, 09:39 PM
এটাও সম্ভবত কামদেব দাদারই লেখা কোনো গল্প হবে। লেখার স্টাইলটা অন্তত এরকমই মনে হয়। খুবই চমৎকার গল্প। লেখার শেষে নীলুর বিয়ে পর্যন্ত এই সম্পর্কের স্থায়ীত্ব দেখে স্পষ্টতই বুঝা যায় গল্পটিকে বাস্তবতার স্পর্শে নিয়ে আসার জন্যই এই প্রয়াস। না হলে এটা আজীবনের সম্পর্ক বানিয়ে দেয়া যেতো। তবে চিনুর প্রতি নীলুর ভালোবাসা আর মমত্ববোধ যে আজীবন অমলিন ছিলো এরকম একটা লাইন জুড়ে দিলেও কিন্তু মন্দ হতো না। তাতে অন্তত আমার মতো মিলনান্তক গল্পের ভক্তরা আরেকটু স্বাদ আস্বাদন করতে পারতো।
মূল লেখককে অনেক অনেক ধন্যবাদ, এরকম সুন্দর একটা গল্প আমাদের উপহার দেয়ার জন্য।
সেই সাথে পড়ার সুযোগ করে দেয়ার জন্য পোস্টারকেও ধন্যবাদ জানাচ্ছি...
মূল লেখককে অনেক অনেক ধন্যবাদ, এরকম সুন্দর একটা গল্প আমাদের উপহার দেয়ার জন্য।
সেই সাথে পড়ার সুযোগ করে দেয়ার জন্য পোস্টারকেও ধন্যবাদ জানাচ্ছি...