
অচিন পুরের শামলা মেয়ে
অচিন পুরের শামলা মেয়ে স্বভাবে বড় শান্ত,
তার যে এই অবস্থা হবে কেউ কখনো জানত?
খেলার পুতুল, মায়ের আদর, বাবার কোলে চেপে,
খুকুমনির শরীর জুড়ে যোবন এল ঝেঁপে|
বুকের মাঝে গজিয়ে ওঠা ছোট্টো দুটি কুড়ি,
পাড়ার যুবক ছেলের দল দেখত করে চুরি,
কুকড়ে লাজে সেই মেয়টা ওড়না দিয়ে ঢাকে,
তাই না দেখে ছেলেগুলো ফেকফেকিয়ে হাসে,
এসব থেকে বাঁচতে মেয়ে * পরে হাঁটে,
বেহায়া চোখ তবুও তাকে ন্যাংটো করে চাটে|
একদিন এক সাঁঝের বেলায় বৃষ্টি ভেজা পথে,
ট্যুশন থেকে ফিরছে মেয়ে ত্রস্ত চকিত পদে,
পথের বাঁকে লুকিয়েছিল কোনো এক মজনু,
মেয়েটিকে জাপটে বলে দিতেই হবে চুমু !
শান্ত মেয়ে ভয়ের চোটে থরথরিয়ে কাঁপে,
গায়ের জোরে চড় একটা কষাল নরম হাতে|
কোমল হাতের চড়ের ব্যথা লাগল ছেলের মনে,
মনে রাখিস বলে গেল কঠিন দৃষ্টি হেনে|
এসব কথা আজকের না বছর কয়েক আগে,
এসিড পোড়া শরীর নিয়ে আজো মেয়ে বাঁচে|
Shy but Sexy

