28-01-2020, 11:14 PM
কিছুটা সহানুভুতির সুরে আমি বললাম ‘কোন চিন্তা করবেন না বিজয়দা। এই কেসকে সল্ভ করতে ঠিক যা যা হেল্প আমার দরকার আপনি তা সবই পাবেন। আমার তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা আপনি আশা করতে পারেন’ ‘বিপ্লববাবু, আপনাকে সত্যি একটা কথা বলছি। এই কেসটা খুব জটিল। সন্দেহের তালিকায় অনেককেই রাখা যায়। কিন্তু সবার ওপরে আপনার স্ত্রীর জামাইবাবু রঞ্জনবাবু। রঞ্জনবাবু রবিবার নয় শুক্রবার কলকাতায় এসেছিলেন। কিন্তু শুধুমাত্র এইটুকু তথ্য দিয়ে তো চার্জশিট তৈরি করা যায়না! আমার কাছে সেই অর্থে কোন প্রমান নেই। তবে আমার মন বলছে কিছুনা কিছু তথ্য আপনার ঘরেই লুকিয়ে আছে। যদি একটিবার আপনি আমাকে ঘরটা সার্চ করতে দেন’ আমিও সঙ্গে সঙ্গে উত্তর দিলাম ‘আপনি নিশ্চিন্তে থাকুন। আপনি কখন সার্চ করবেন আমায় বলুন। সেরকমভাবে আমিও আপনাকে হেল্প করবো’ বুঝলাম আমার কথায় উনি যথেষ্ট আশ্বস্ত হয়েছেন। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে উত্তরটা ভেসে এলো ‘আমি চাই গভীর রাতে সার্চ করতে। নিশ্চয়ই এই ফ্ল্যাটে ওদের কোন এজেন্ট রয়েছে। যার মাধ্যমে কে কখন আপনার বাড়িতে আসছে তার খবর ওরা পেয়ে যাচ্ছে। রাতে আসলে শুধু একজনকেই ম্যানেজ করতে হবে সে হোল ‘আপনাদের ফ্ল্যাটের নাইট গার্ড। সে আমি ম্যানেজ করে নেবো। কিন্তু এটাও সত্যি যে আশেপাশের কোন ফ্ল্যাটের বাসিন্দা আমাদের দেখতে পাবেনা’ এই ব্যাপারটা আমার পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন। আমার বাড়িতে ওনারা মাঝরাতে আসবেন তার মানে এটাই যে আমাকে আজ রমা ও রঞ্জনকে নিয়ে রাতটা অন্য কোথাও কাটাতে হবে। ব্যাপারটা আমার পক্ষেও ম্যানেজ করা খুব কঠিন। ভাবছিলাম কি উত্তর দেবো বিজয়দাকে। ওনাকে না বলতেও মন যাচ্ছিল না। সলিউশনটা উনিই দিলেন। ‘কোলাঘাটে আমার এক বন্ধুর বাগান বাড়ি আছে। এখান থেকে ট্যাক্সিতে কোলাঘাট যেতে আপনার আর কি এমন সময় লাগবে! ট্যাক্সির ভাড়াও না হয় আমরা মানে পুলিশ দিয়ে দেবো। ওখানে আপনার খাওয়া খরচা সবই ফ্রি’ ওনাকে থামিয়ে আমিই বললাম ‘আরে ছিঃ ছিঃ বিজয়দা, আপনি কি আমাকে এতই ছোট মনে করেন! নিজের স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবো আর খরচা নেবো আপনার থেকে। আমায় খালি একটু সময় দিন, আসলে বোঝেনই তো ওয়াইফকে ম্যানেজ করাও তো চাট্টিখানি কথা নয়। আমি আগে রমার সাথে কথা বলি তারপর আপনাকে সবই জানাবো’ বিজয়দা যেন প্রান খুলে এতক্ষন পর কথা বললেন ‘আরে বিপ্লব বাবু সত্যিই আপনি আমায় বাঁচালেন। মেনি মেনি থ্যাঙ্কস টু ইউ’ ‘আমায় প্লিস কিছুক্ষন সময় দিন’ আমার কথা শুনে উনি শুধু ‘ওকে টেক ইউর টাইম’ বলে ফোনটা কেটে দিলেন। ‘হ্যালো হ্যালো বিজয়দা...’ ধুস আসল কথাটাই তো বলা হয়নি ওনাকে। আবার ভাবলাম ফোনটা লাগাই। লাইনটা বিজি আসতে শুরু করল। এই তো আমার সাথে কথা বলছিলেন এরইমধ্যে আবার কার সাথে কথা বলতে শুরু করলেন। আরও ৩-৪ বার প্রায় ২-৩ মিনিট ধরে ওনাকে ট্রাই করলাম কিন্তু কিছুতেই পেলাম না। নাহ, আর এখানে দাঁড়িয়ে থাকার কোন মানে নেই। এবার ওপরেই যাওয়া যাক। যতই হোক, রমা তো এই মুহূর্তে ঘরে একা রয়েছে। মাঠ থেকে রাস্তার ওপর উঠে এলাম, দেখি রঞ্জন আসছে। মনে হয় আমায় দেখতে পায়নি। আমি মাঠের ওপরই দাঁড়িয়ে থাকলাম। রঞ্জনের কানে ফোন, খুব মনোযোগ দিয়ে কারুর সাথে কথা বলছে। আমি ওর পিছু নিলাম। বাইচান্স যদি আমায় দেখতে পেয়ে যায়, সর্বনাশের একাকার। কান পেতে ও কি কথা বলছে তা শোনার চেষ্টা করলাম। আমি শুধু রঞ্জনেরই কথাগুলো শুনতে পাচ্ছিলাম, ফোনের অপরপ্রান্তের কথাগুলো কিছুতেই আমার কানে আসছিলনা। মন দিয়ে শুনতে লাগলাম ও হিসেব না মেলা সুদ আসলের অঙ্কটা মেলানোর চেষ্টা করলাম। ‘আরে দাদা, আপনার সাথে কি আমার পরিচয় আজকের। সেই কবে থেকে আপনাকে আমি চিনি। আমি আপনাকে বিশ্বাস করব না তো কাকে করব’ ‘আরে, কি মুশকিল দাদা, আজ অবধি আমার হয়ে এতোগুলো কাজ আপনি করলেন। আপনি তো জানেনই আমি ফুল পেমেন্ট অ্যাডভান্সে করি। আর যতই হোক, আপনাদের তো হাতে রাখতেই হবে নয়ত এই মার্কেটে বিজনেসটা করব কি করে?’ ‘আরে না না দাদা। ওকি বুঝবে এইসব রহস্য। আসল কেসটাই ওর মাথায় এখনো ঢোকেনি। ও এখনো সেই একি জায়গায় পড়ে রয়েছে’ ‘জুলি? হ্যাঁ, আপনি নিশ্চিন্তে থাকুন ওকে স্টেটের বাইরে পাঠিয়ে দিয়েছি। আগে একটু হাওয়া খাক, তারপর এদিকের পরিবেশ একটু শান্ত হলে না হয় নিয়ে আসবো। আরে হ্যাঁ দাদা, জুলি আপনাকে ফ্রি সার্ভিস দেবে’ ‘(প্রচণ্ড জোরে অট্টহাসির সাথে) আরে দাদা আমার, আপনার প্ল্যানিং নিয়ে কি আমি কখনো প্রশ্ন তুলেছি? কি যে বলেন আপনি। হ্যাঁ, হ্যাঁ আজ রাতেই অ্যাডভান্স করে দেবো। কি? ওহ হ্যাঁ, হ্যাঁ ঠিক। ঠিক আছে আমি এই বিকেলের দিকে আপনার সাথে মিট করছি। তখনই না হয় অ্যাডভান্স করে দেবো’ ‘ওকে, ওকে...’ বুঝলাম ফোনটা রাখার সময় হয়েছে। আমিও কিছুটা জোরে পা চালিয়ে জিরো ফ্লোরের মুখটায় লুকিয়ে পড়লাম। রঞ্জন মোবাইলটা পকেটে ঢুকিয়ে লিফট এর দিকে চলে গেলো। পকেটে আমার ফোনটা ভাইব্রেট করে উঠল। ভাগ্যিস ভাইব্রেশন মোডে রেখেছিলাম। নয়ত ফোনের আওয়াজ পেয়েই রঞ্জন বুঝে যেত আমি ওকে ফলো করছিলাম। ফোনটা হাতে নিয়ে আমি আবার এক্সিট এর দিকে চলে গেলাম। হ্যাঁ, জানতাম বিজয়দাই ফোন করেছে। আবার সেই গাছতলায় গিয়ে ফোনটা রিসিভ করলাম। রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে ভেসে এলো বিজয়দার কিছুটা অনুতপ্ত কণ্ঠস্বর। ‘আরে, এক্সত্রিমলি সরি। ওপরতলা থেকে ফোন এসেছিলো। রিসিভ না করলে বুঝতেই তো পারছেন, সুন্দরবনেও ট্রান্সফার হয়ে যেতে পারি। (বিকট একটা হাঁসি) (আমার কেন জানিনা বিজয়দাকেও খুব অচেনা লাগছিল। যেন লোকটা ভয়ঙ্কর একটা আনন্দের মধ্যে রয়েছে। সেই আনন্দটা কিসের! আমি হেল্প করব এটা বলায় নাকি অন্য কোনকিছু?) আপনাকে অনেকক্ষণ ওয়েট করিয়ে রেখেছিলাম। প্লিস বলুন আপনি কি বলতে চান’ আমি তখনও আনমনেই রয়েছি। বারবার ষষ্ঠ ইন্দ্রিয়টা কেমন নাড়া দিয়ে উঠছে। বারবার মনে একটাই প্রশ্ন জাগছে ‘রঞ্জন কার সাথে কথা বলল এতক্ষন’। নিজেকে সংবরন করলাম। দীপালী আমার বন্ধু আর বিজয়দা ওর স্বামী। বিজয়দা নিজের থেকেই আমার কাছে এসেছিলেন, মাত্র এক ঘণ্টার মধ্যেই আমার নিখোঁজ বউকে খুঁজে বার করে দিয়েছে। না ও সেই ব্যক্তি নয় যার সাথে রঞ্জন এতক্ষন কথা বলল। আমি বললাম ‘বিজয়দা, আমি আপনাকে এমন একটি তথ্য দিতে চাই যা এই কেসটা সম্পূর্ণ অন্যদিকে ঘুরিয়ে দেবে। বলতে পারেন কিছুটা দ্বিধাবোধ থেকেই আমি সম্পূর্ণ ব্যাপারটা আপনার থেকে লুকিয়ে গেছিলাম’ ওপাশ থেকে ভেসে এলো বিজয়দার উদ্বিগ্ন কণ্ঠস্বর ‘বিপ্লববাবু, যা জানেন সব আমায় জানান। আমি শুনতে চাই’ না আমিও ঠিক করলাম সব কথা বিজয়দাকে খুলে বলব ‘বিজয়দা, রঞ্জনের আসল বিজনেসটা কিন্তু সেই আফ্রিকান বিষের। আপনি এব্যাপারে কিন্তু একটা বিশাল প্রমান পেতে পারেন। যা আপনার পরবর্তী ক্ষেত্রে চার্জশিট বানাতে কাজে লেগে যাবে’ ‘কি বলছেন আপনি, এতদিন কেন আপনি এটা লুকিয়েছিলেন। এতদিনে তো আমি রঞ্জনকে লকআপের ভেতরেই ঢুকিয়ে দিতাম’ আমি কিছুটা আমতা আমতা করে বললাম ‘আসলে প্রথমে আমার রঞ্জনের ওপর সন্দেহ হয়নি। এছাড়া রঞ্জন আমার সম্বন্ধী হয়’ উনি বেশ কিছুক্ষন চুপ করে থেকে বলে উঠলেন ‘থ্যাঙ্ক ইউ ভেরি মাচ, বিপ্লব বাবু। আমার মনে হয় এবার আমি পুরো কেসটাই সাজিয়ে দেবো’ আমি শুধু হুম করে একটা উত্তর দিলাম। বিজয়দা অভিজ্ঞ পুলিশ ইন্সপেক্টর। আমার দ্বিধাবোধ ধরতে ওনার বেশী সময় লাগলো না। “বিপ্লববাবু, আমার মনে হচ্ছে, আপনি আরও কিছু গোপন করছেন আমাদের থেকে। দেখুন, আপনি বুঝুন এই কেসে কিন্তু আপনি ভীষণভাবেই জড়িয়ে আছেন। আপনি যে শুধুই আমাকে হেল্প করছেন তা কিন্তু নয়। নিজেরও ভালো করছেন। বলুন বিপ্লব বাবু, আপনি কি গোপন করছেন” হ্যাঁ, আমি একটা ব্যাপার সত্যিই গোপন করছি আর তা হোল শর্মাজীর দ্বিতীয় প্রপসাল। এই ব্যাপারটা যদি আমি বিজয়দাকে বলি তাহলে কেসটা যে উনি অনেকটাই সল্ভ করে দেবেন সে ব্যাপারে আমি ১০০ ভাগ সিওর। কিন্তু, এর সাথে যে জড়িয়ে আছে আমার ব্যাঙ্কিং প্রফেশন। কি করে নিজের পেশার সাথে বেইমানি করি। আমার যে পেট চলে এই কাজটা করে। আমি অর্থাৎ বিপ্লব পোদ্দার কেন ব্যাংকার অফ দ্যা ইয়ার তার ও তো উত্তর অনেকটাই এই শর্মাজীর প্রপসালের সাথে জড়িয়ে আছে। এইসব ভাবতে ভাবতেই আবার বিজয়দার কণ্ঠস্বর ভেসে এলো ‘প্লিস বিপ্লব বাবু প্লিস। যা জানেন আমায় জানান’ না মনটা কিছুতেই সায় দিচ্ছিল না। আমি একটু গম্ভীর হয়ে বললাম ‘বিজয়দা, আমি আর সেরকম কিছুই জানিনা’ এরপর আর একটু ফর্মাল কথাবার্তা বলে ফোনটা কেটে দিলাম। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই ভাবছিলাম বিজয়দাকে কি সবকিছু বলা উচিত? ঠিক সিদ্ধান্তে আসতে পারলাম না। আপাতত একটাই করনীয়ঃ রমাকে ভালো করে বুঝিয়ে ঘুরতে যাওয়ায় রাজী করানো। জানি রঞ্জন ঠিকই রাজী হয়ে যাবে। পেছন ঘুরে ফ্ল্যাটের দিকে যেতে যাবো, দেখি অনেকটা দূরে রঞ্জন দাঁড়িয়ে, আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি এগিয়ে গেলাম ওর কাছে। ‘কি বিপ্লব ফোনে কথা বলছিলে?’ ওকে দেখে আমার গা জ্বলছিল। উত্তর দিলাম ‘হুম’। আবার মুচকি হেঁসে রঞ্জন বলল ‘বিপ্লব, তুমি আমায় এতো এড়িয়ে চলছ কেন? আমি ডায়েরীর রহস্যটা জানি, কিন্তু তারমানে এই তো নয় আমি তোমার কোন ক্ষতি করব। বিপ্লব, আমি তোমার আরও একটি রহস্য আজ উদ্ঘাতন করেছি’ আমি শকড। আবার একটা মুচকি হাঁসি হেঁসে রঞ্জন বলল ‘তুমি, নেট থেকে রোজ দু তিনটে করে কাকোল্ড গল্প পড়ো তাইতো। আজ সকালে তো তুমি ধরাই পড়ে গেলে আমার হাতে। না বিপ্লব, কাকোল্ড হওয়াটা কোন অন্যায় নয়। আজকাল তো কলকাতা শহরেও এসব আকছার ঘটে চলেছে। সবই একটু গোপনে করতে হয়’ ভয়ঙ্কর এক অনুশোচনার সাথে আমি ওখানেই দাঁড়িয়ে থাকলাম। যেন আমার ব্রেনে কোন সেন্সর বসানো আছে এবং সেই সেন্সরকে প্রতি মুহূর্তে রঞ্জন সেন্স করে চলেছে। ঘরে ঢোকার মুখে রঞ্জনের ফোনটা আবার বেজে উঠল। আমি ঠায় দাঁড়িয়ে থাকলাম। ওর প্রতিটা কথা আর যদি সম্ভব হয়, ফোনের অপর প্রান্তের কথাগুলো শোনা আমার পক্ষে অত্যন্ত জরুরি। ‘আজকেই! আরে একদুদিন ও রেস্ট নিতে হয় মানুষকে নাকি। কালই তো পৌছালাম। কোথায়? পুনে? ধুস, ভালো লাগছেনা। আজকের দিনটা কলকাতায় কাটালে হতনা। ওকে, নো প্রবলেম। ফ্লাইটের টিকিট? ওকে তাহলে এই ৩ টে নাগাদ মিট করুন। ওকে বাই’ ফোনটা কাটার পরই রঞ্জন আমার দিকে তাকাল। ও ঠিক বুঝতে পেরেছে যে আমি ওর কথাগুলো শুনছিলাম। ‘বিপ্লব, একটা প্রিন্ট আউট নিতে হবে। আমি আজই পুনে যাবো। মনে হয় ওখান থেকেই আবার সাউথ আফ্রিকা চলে যাবো। আর ফেরা হবেনা। আশেপাশে কোথাও কি...’ এতো আমার জন্য মেঘ না চাইতেই পানি। একে অনেকদিন পর বউকে নিয়ে ঘুরতে যাওয়ার প্রোগ্রাম আর তার ওপর রঞ্জনের পুনে যাওয়া। আমি সঙ্গে সঙ্গে উত্তর দিলাম ‘ফ্ল্যাটের উল্টো দিকে যে মাঠটা আছে, ওটা পার করলেই একটা দোকান পাবেন। তাড়াতাড়ি বেরিয়ে যান, নয়ত বন্ধ হয়ে যেতে পারে’ রঞ্জন একবার আমার মুখের দিকে তাকাল কিছু একটা ভেবে সোজা গটগট করে হাঁটতে হাঁটতে লিফট এর দিকে চলে গেলো। দরজাটা খোলাই ছিল, তাই খেয়াল করিনি, আমাদের কথাবার্তা শুনে রমা কখন দরজার কাছে এসে গেছে। ‘কি হয়েছে? রঞ্জনদা কোথায় গেলো?’ রমার মুখে উদ্বেগের আভাস। আমি সোজা ভেতরে ঢুকে সজোরে রমার দুই কাঁধকে আঁকড়ে ধরলাম, পা দিয়ে দরজায় আলতো করে একটা লাথি মেরে দরজাটা লক করে দিলাম। ‘এই নাহ, এখন নয়। রঞ্জনদা যেকোনো সময় এসে যেতে পারে। প্লিস এখন নয়’ কে শুনছে রমার আবদার। ‘রমা, আমার সোনা, জানো আমি কেন এতো আনন্দে আছি?’ রমা কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিল, ও কিছু বলার আগেই আমি ওর মুখটা নিজের কাছে টেনে ওর ঠোঁটের ভেতর নিজের জিভটা একবার কোদালের মত করে চালিয়ে দিলাম। রমার মুখ দিয়ে ‘উম্মম’ বলে একটা শব্দ বেরোল। আমায় কিছুটা জোর করেই দূরে সরিয়ে রমা প্রায় চিৎকার করে উঠল ‘আগে বল, রঞ্জনদা কোথায় গেলো?’ রমার এই অদ্ভুত বিহেভে মাঝেমধ্যেই আমার মটকাটা গরম হয়ে যায়। আমিও কিছুটা শ্লেষের সুরে বললাম ‘আজকেই রঞ্জনদা চলে যাবে।