28-01-2020, 11:13 PM
এইসব ভাবতে ভাবতেই ফ্ল্যাটের সামনে পৌঁছে গেলাম। কলিং বেলটা বাজাতেই রঞ্জন এসে দরজা খুলে দিলো। রঞ্জনের মুখে অদ্ভুত একটা হাঁসি। আমি ওকে এড়িয়ে গিয়ে সোফায় বসলাম। রমা হয়ত রান্নাবান্না করছে। আমার কাঁধের ওপর একটা হাত। জানি রঞ্জন কিছু বলতে চায়। পেছনঘুরে ওর দিকে তাকালাম। বেশ হাসিহাসি মুখ করে রঞ্জন বলে উঠল ‘ডায়েরীর রহস্যটা আমি জানি’ এরকমভাবে কখনো চমকে উথিনি। নিজেকে কোনরকমে শান্ত করে বললাম ‘আপনি কি চান রঞ্জনদা?’ আবার সেই রহস্যময় হাঁসি। ‘আমি চাই তুমি শর্মাজীর দ্বিতীয় প্রপসালটা একসেপ্ট কর’। মাথায় যেন বাজ পড়ল। না, কিকরে ও শর্মাজীর দ্বিতীয় প্রপসালটা জানল, সেই নিয়ে আমার চিন্তা খুব একটা নেই। কারন এতক্ষনে আমি বুঝে গেছি, রঞ্জন অতি ধুরন্ধর একটি মাল। কিন্তু এই প্রথম কাউকে দেখলাম যে সজ্ঞানে আত্মঘাতী হতে চায়। বিপ্লব কি আমায় এখনো আগের মতই ভালোবাসে? উফ সেইদিনগুলো ভাবলেও গায়ে কাঁটা দেয়। ছেলেটার মধ্যে কোন দেখনদারির ব্যাপার ছিলনা। ও ছিল এবং অবশ্যই এখনো আছে, প্রচণ্ড সহজ, সরল ও সাধারন। আজকের বিপ্লব সেদিন ছিল আমার বিপ্লবদা। এক নাম্বারের লোফার একটা। হাতিবাগানের সবকটা চা, সিগারেটের দোকানে একনামে ওকে সবাই চিনত। ও ছিল দাদার বন্ধু। দাদার মুখে ওর নাম শুনে শুনে আমার বুকের ভেতরে কবেই যে বিপ্লব জায়গা করে নিয়েছিল তা আমি জানিনা। আমার ওকে মোটেও ভালো লাগত না, ইস কি বিচ্ছিরি এক মুখ দাড়ি, সবসময় পাড়ায় একটা মস্তান মস্তান ভাব। তবে খুব হ্যান্ডসাম ছিল। দাদা ছিল মিঠুনের অন্ধ ভক্ত। সিনেমাটার নাম মনে নেই। তবে গানটা মিঠুনেরই ছিল। দাদার একটা ছোট্ট টেপ রেকর্ডার ছিল। ওটাতে দাদা, যখন বাবা বাড়ি থাকতো না, গান শুনত। আমিও আবদার করতাম দাদা, এই গানটা একটু চালা, ওই গানটা একটু চালা। আমি সাধারনত একটু সফট মেলোডি গান পছন্দ করতাম। এই আমাদের সময়ে কিশোর কুমারের যে গানগুলো ব্যাপক হিট ছিল সেগুলো। কিন্তু নিজের পছন্দের বিপরীতের একটা গান হথাতই আমার মনে ধরে যায়। কেন? হুমম, না এই কথাটা এই ব্রহ্মাণ্ডে আমি ছাড়া কেউ জানেনা। ইস যদি বিপ্লব কোনদিন জানতে পেরে যায় না, আমার খুব লজ্জা হবে ওর সামনে। না, আমার কোন আফসোস নেই এর জন্য। আমি অর্থাৎ সেদিনের আমি, রমা মুখার্জি, কি সুচিত্রাদির চেয়ে কোন অংশে কম ছিলাম। তুমি বাপু রমা মুখুজ্জেকে পটাবে আর তোমায় কাঠখড় পোড়াতে হবেনা। কষ্ট করতে হবেনা চাঁদু। যারা সেই রমাকে চেনে তারাই জানে রমার জন্য ঠিক কি কি সম্বন্ধ এসেছিল। আইএএস অফিসার থেকে কলেজের প্রফেসর। কিন্তু রমা মুখুজ্জে আবার যাকে তাকে পাত্তা দেয়না। রমা আগে বাজায়, তারপর বোঝে এটা ঢোল না নিরেট সোনা, তারপর কোন ছেলেকে পাত্তা দেয়। রঞ্জন, তুমি কিন্তু আমায় স্পর্শ করে কথা দিয়েছ তুমি কখনো আমার ডায়েরী পড়বে না। তুমি সত্যি আমার ডায়েরী পড় না তো রঞ্জন? প্লিস রঞ্জন, কোনোদিন আমার ডায়েরী তোমার হাতে এলেও পড়বে না। তাহলে তোমার রমা না সত্যিই তোমার সামনে মুখ দেখাতে পারবেনা, লজ্জাবতী লতার মত নুইয়ে তোমার বুকে মাথা গুঁজে দেবে। জানো রঞ্জন সেই রাতটা, অর্থাৎ সেই কালী পুজোর ভাসানের পর থেকে না আমার মনটা কেমন কেমন করত। তখন আমি কিসে পড়ি, এই ক্লাস ১০। এখনো মনে আছে, বুলটি দৌড়ে দৌড়ে এলো আর প্রায় হাফাতে হাফাতে বলল ‘চলরে ছুটকি বিপ্লবদা নাচবে। চল সবাই দেখতে যাচ্ছে তুই যাবি না’। আমি নাক কুঁচকে বলেছিলাম ‘ইস, ওই ল্যারাল্যাপ্পাদের নাচ আমি দেখতে যাবো। আমি যাবনা তুই যা’ বুলটি আর দাঁড়ায়নি। বিশ্বাস কর বাবা আমায় এমন শাসনে রাখত যে কি বলব। জীবনে কখনো যে পুজোর ভাসানে ছেলেরা নাচবে আর আমি তা দেখতে যাবো, এ আমি স্বপ্নেও ভাবতে পারতাম না। বেশকিছুক্ষন আমি পড়াশুনা করার চেষ্টা করলাম। নীচে তোমরা এতো ব্যোম ফাটাচ্ছিলে যে পড়াশুনা করা দুরস্ত হয়ে গেছিল। কি আর করতাম, বাড়িতে তো কেউ ছিলনা, তাই ছাদে উঠলাম নীচে কি হচ্ছে তা দেখার জন্য। তখন মাইকে তারস্বরে বাজছে ‘বাহো মে বোতল......ঝুম ঝুম, ঝুম ঝুম ঝুম’। আমার নজর নীচের দিকে। তোমার পরনে একটা সুতির ছাপা জামা আর ভেলভেট প্যান্ট। জামার সবগুলো বোতাম খোলা, ভেতরের নীল হাফ কাটা গেঞ্জীটা সম্পূর্ণ দেখা যাচ্ছিল। সত্যি বলছি, বাড়িতে তো আর টিভি ছিলনা। জীবনে কোনোদিন হলে গিয়ে সিনেমা দেখব এটা ভাবতেও পারিনি। তাই আমি কখনো মিঠুনকে দেখিনি। অবশ্য দেখিনি বললে মিথ্যে বলা হবে। দাদা, লুকিয়ে নিজের রুমে মিঠুনের ফটো রাখত। সেখানে দুএক বার দেখেছি আমি মিঠুনকে। আমার খুব একটা পছন্দ হয়নি মিঠুনকে। ওর চেয়ে উত্তমদা অনেক ভালো দেখতে। কিন্তু বিশ্বাস কর সেইদিন থেকে মিঠুনই আমার সবচেয়ে পছন্দের। এই তুমি তখন সিদ্ধি খেয়েছিলে না? আমি জানি তুমি সিদ্ধি খেয়েছিলে। আমায় বুলটি বলেছিল, তোমরা ভাসানে সিদ্ধি খাও। আর, সেদিন দাদা বাড়ি ফেরার পর বাবা খুব মেরেছিল। আমায় কিছু বলেনি কিন্তু আমি জানি দাদা সিদ্ধি খেয়েছিল বলেই বাবা মেরেছিল। আমি ছাদের ওপর দাঁড়িয়ে তোমায় দেখছিলাম। দেখে মনে হচ্ছিল তোমায় যেন পাড়ার ছেলেরা ভাড়া করে নিয়ে এসেছে নাচার জন্য। আমি না এর আগে কখনো তোমায় নাচতে দেখিনি। এইসব জিনিষ বাবা একদম পছন্দ করেনা, তাই আমিও করিনা। কিন্তু কেন জানিনা, আমার তোমার থেকে চোখ সরাতে পারছিলাম না। এই বন্ধ ঘরের রমা মুখুজ্জে যেন দৌড়ে গিয়ে তোমায় ছুঁতে চাইছিল। তারপরই সেই বিপত্তি। হথাত দেখি তুমি নাচ থামিয়ে ওপরের দিকে তাকিয়ে। তুমি এরকম প্রায়ই দেখতে না। আমি কিন্তু সেদিনের আগে কখনো জানতাম না। তোমার দুই চোখ যেন আমায় বশ করে ফেলেছিল। আমি চেষ্টা করছিলাম ওখান থেকে সরে যেতে, কিন্তু পারিনি। কি যে দেখেছিলাম ওই দুই চোখে জানিনা। হুম, সেদিনই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। বিপ্লব, কেন এই একি কথা আমি ডায়েরীর প্রতিটা পাতার শুরুতে লিখি? আমার কাছে তো পুরনো ডায়েরীটা এখনো আছে। আমার ভয় লাগে যদি সেইসময়ের ডায়েরীগুলো হারিয়ে যায়, তাহলে হয়ত আমি এটাই ভুলে যাবো, আমি কেন তোমায় ভালোবাসি। হ্যাঁ, বিপ্লব সেদিন ছিল প্রথমদিন যেদিন থেকে আমার ডায়েরীর প্রতিটা পাতায় শুধু তোমাকে চিঠি লিখতাম, ডায়েরী লিখতাম না। আমার হৃদয়টা যে তোমায় সঁপে দিয়েছিলাম সেদিনই। বিপ্লব আমি কি এই কথাগুলোও ভুলে যাবো? আমি জানিনা। প্রতিদিন ডায়েরীটা লেখার আগে আমি হিসেব করতে চেষ্টা করি ঠিক কতক্ষনের কথা আমার মনে আছে। জানি তুমি শুনলে আঁতকে উঠবে। আমার মাত্র ১ ঘণ্টার চেয়ে একটু কম সময়ের কথা মনে থাকে। আমি কি করব বিপ্লব? আমার কিছু হয়ে গেলে তোমার কি হবে। আরও কিছুকথা আমি লিখে রাখি। যদি ডায়েরীটা তোমার হাতে কোনোদিন পড়ে, তুমি ওদের খুঁজে বার করবে। শানের ডান হাতে একটা পোড়া দাগ রয়েছে। বাকিদের মুখগুলো আমার মনে নেই। তবে মোট ৪ জন ছিল। তুমি হয়ত ভাবো বাবাই এর মৃত্যুতে আমার এই অবস্থা। যদি তুমি জানতে! আমারও পুরোপুরি কিছু মনে নেই। তবে কিছু একটা হয়েছিল, মোট ৪ জন লোক ছিল। একজনকে এর মধ্যেই আমি চিনতে পেরে গেছি। এবং জুলি আসলে... ৬ মাস আমি কারুর সাথে কথা বলিনি, বাকরুদ্ধ হয়ে ছিলাম। বরাবরের মত আরও একটা কথা আমি ডায়েরীতে লিখে রাখছি। দিদির বিয়ে যখন হয় তখন আমি সবে সবে কলেজে ভর্তি হই। রঞ্জনদাকে বরাবরই একটু অদ্ভুত লাগে। আমার রুমে ঢোকার আগে দাদাও আগে দরজায় টোকা মেরে অনুমতি নিয়ে তবেই ঢুকত। কিন্তু রঞ্জনদা কখনোই অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করেনি। ওর ব্যাবহার আমার অত্যন্ত অদ্ভুত ধরনের মনে হত। জানো যখন বাড়িতে তোমার সাথে প্রেমের কথা জানাজানি হয়, বিশাল ঝামেলা হচ্ছিল। বাবা, আমায় পাগলের মত ভালবাসতো। আমি জানতাম আমি যদি কখনো বাবাকে বুঝিয়ে বলি বাবা ঠিকই বুঝে যাবে। জানো বাবা বুঝে গেছিল। ঠিক সেইদিনই সন্ধ্যেবেলা দিদি ও রঞ্জনদা আমাদের বাড়িতে এসেছিল। হথাত ই পরদিন সকালে বাবা বলে আমার জন্য ছেলে দেখেছে পরের মাসে আমায় দেখতে আসবে। আর সেই জন্যই তোমায় এতো তাড়া দিয়ে একটা চাকরি জোগাড় করতে বললাম ও বাড়ি থেকে পালিয়ে গেলাম। রঞ্জনদাকে আমার বরাবরই একটু অদ্ভুত ধরনের লাগে। দিদির সাথে আমার আগের সপ্তাহে কথা হয়েছিল। দিদি বলেছিল যে রঞ্জনদা পরের সপ্তাহে শুক্রবার কলকাতায় কোন কাজে যাবে ও আমাদের বাড়িতে রবিবার আসবে। আমি ডায়েরিতে তা লিখেও রেখেছিলাম। অথচ, সেদিন ফোনে আমায় বলল ও এয়ারপোর্ট থেকে আসছে। তারপরই আমি গিয়ে ডায়েরীটা দেখলাম। অবাক লাগলো। আবার দিদিকে ম্যাসেজ করলাম। দিদি বলল কই তোকে তো বলিনি যে শুক্রবার কলকাতা যাচ্ছে। অথচ আমার ফেসবুকে এখনো সেই ম্যাসেজটা রয়েছে। রঞ্জনদাকে আমার সত্যিই খুব অদ্ভুত লাগে। বাকিটা খুব দ্রুত একবার চোখ বুলিয়ে নিলাম। রমা বাথরুমে আছে, হয়ত এক্ষুনি বেরিয়ে পড়বে। ও যদি জানে সত্যিই আমি ওর ডায়েরী পড়ি তাহলে খুব কষ্ট পাবে। যা যা পড়লাম তা আগে আমায় অন্য জায়গায় লিখে রাখতে হবে। এ এক অদ্ভুত কাজ আমার, রোজকার রুটিন। রঞ্জন বেরোনোর আগে আমায় যা বলে গেলো তার অর্থ আমি এখনো উদ্ধার করতে পারিনি। ওর মুখের সেই বিস্ময়কর হাঁসি, কোমলশীতল মানসিকতা এইসবই একটা জিনিষ ই আমাকে বিশ্বাস করায় রঞ্জনের মাথায় ঠিক এই মুহূর্তে কি রয়েছে তা জানা অবশ্যই দরকার। এসবই ভাবছিলাম হথাত দেখি আমার মোবাইলে একটা ফোন এসেছে। হাতে মোবাইলটা তুলে দেখি বিজয়দার নাম্বার। রিসিভ করলাম। “বিপ্লব বাবু, নিশ্চয়ই বাড়ির ভেতরে আছেন। আগে একটু বাইরে নিরিবিলি জায়গায় গিয়ে দাঁড়ান। আমি কিছু কথা বলছি” আমিও বুঝলাম ওনার কথাটা ১০০ ভাগ খাঁটি, এই মুহূর্তেই আমায় বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে কোথাও গিয়ে দাঁড়াতে হবে। লিফট দিয়ে নেমে ফ্ল্যাট থেকে বেরিয়ে দুরের মাঠটার কাছে গেলাম। একটা বড় গাছ দেখে তার তলায় দাঁড়িয়ে আবার বললাম ‘হ্যাঁ বিজয়দা বলুন। আমারও কিছু কথা আছে। আগে আপনি বলে নিন। তারপর আমি বলছি’ বিজয়দা এক নিঃশ্বাসে নিজের কথাগুলো বলা শুরু করলেন ‘বিপ্লব বাবু, প্লিস আমার ব্যাবহারে কিছু মনে করবেন না। আমি যে কি লেবেলের ডিপ্রেশনে ভুগছি তা যদি আপনাকে জানাতে পারতাম’ সত্যি আজকের বিজয়দার ব্যাবহার আমারও ভালো লাগেনি। কাজের চাপ, মুড অফ এইসব তো আমারও থাকে। কিন্তু তাই বলে বন্ধুর সাথে বাজে ব্যাবহার! এ আমি জীবনে কখনোই করিনি। “আরে, ছিঃ ছিঃ বিজয়দা, এ আপনি কি বলছেন। আপনার ব্যাবহারে আমি ক্ষুব্ধ হব? আরে আমি আপনাকে আপনজন মনে করি। আপনি নিজের মনের কথাটা খুলে বলুন। আমি সব শুনছি” আমারও প্রচণ্ড দরকার, বিজয়দা ও পুলিশ এই মুহূর্তে কি ভাবছে তা জানার। বিজয়দার উত্তরটাও সাথে সাথে চলে এলো- “আরে কি বলব, বিপ্লব বাবু, সামনেই মিউনিসিপ্যালিটি ইলেকশন। ওপর মহলের চাপ রয়েছে প্রচণ্ড। আমাকে আজ থেকেই কেসটার চার্জসিট তৈরি করার অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাশন ছাড়া আর কেউ জানেনা মনীন্দ্র বাবুর ও রবির খুনটা ইন্টার লিঙ্কড। অর্থাৎ এটা একটি সিরিয়াল মার্ডার এর কেস। আমি তো ওনাদের সম্পূর্ণ ইচ্ছেটা বুঝতে পারিনি। তবে এটা উপলব্ধি করেছি যে ওনারা চাইছেন তড়িঘড়ি করে কেসটা ধামাচাপা দিয়ে দিতে। এখনো সেভাবে মিডিয়া এই কেসটা কভার করেনি। বাইচান্স যদি বুঝতে পারে, এটা একটা সিরিয়াল মার্ডার কেস, তাহলে মিডিয়ার নজর সম্পূর্ণ ঘুরে যাবে। আমাকে অর্ডার দেওয়া হয়েছে যে যতটুকু তথ্য প্রমান রয়েছে তা দিয়েই অভিযুক্তদের গ্রেফতার করতে। এবার আপনিই বলুন, আমার কাছে যা ম্যাটেরিয়াল আছে তা দিয়ে কি এই কেসটা কোর্টে ঠিকঠাক সাজাতে পারবো? গ্রেফতার করার ৯০ দিনের মাথায় সবাই জামিন পেয়ে যাবে। পুলিশও যে কাজ করতে চায় এটাই কেউ বুঝতে চায়না” আমিও বুঝলাম বিজয়দার হতাশাটা অতি স্বাভাবিক।