07-02-2019, 05:22 PM
(06-02-2019, 04:38 PM)Peace Bird Wrote: দাদা একটা PM পাঠিয়েছিলাম, আপনি কি দেখেছেন ?
ইয়েস ব্রাদার... তোমার পিএম দেখেছি, পড়েছি, উত্তরও দিতে গিয়েছিলাম, কিন্তু বেরসিকের মত আমায় জানালো যে তোমার নাকি পিএম ইন বক্সটা তুমি লক করে রেখেছ, যাতে আমাদের মত আজেবাজে লোকরা তোমায় বিরক্ত না করতে পারে... তাই বাধ্য হয়েই আমার ড্রাফট এ সেভ করে রেখেছি তোমার পত্রের উত্তরটা, যেদিন তুমি জানলা খুলে রাখবে, আমি টুপ করে ফেলে দিয়ে আসবো... তবে জানলা খুলে রাখলেই হবে না, আমাকে জানাতেও হবে...