26-01-2020, 04:45 PM
কাকসন দাদা ক্ষমা করবেন যদি কষ্ট পেয়ে থাকেন। আসলে যা বলতে চেয়েছি তা না বুঝেই অনেকে অনেক ধরনের মন্তব্য করছে আমাকে নিয়ে বা আরেক জনকে নিয়ে। আমি ঐ মন্তব্যের পর আরেকটা মন্তব্য করতে চেয়ে ছিলাম তার আগেই আপনি মন খারাপ করে ফেলেছেন এবং অন্যরা ও আজে বাজে কথা বলে যাচ্ছে। আমি চাইতাম যে অপু বাবার সংসার না ভেঙে যদি অন্য কারো দিয়ে যদি ওর মাকে দৈহিক মিলন করাই তাহলে ও গল্প ভালোই এগোবে। অপু তোহ চাই ওর মা নিজেকে মেলে ধরুক আমি ও চাই ঐভাবে এগুক। সুধু ওর বাবা না জানলেই হই আর সংসার ও ভাঙা দরকার নাই বলে মনে করি। আশা করি বুঝাতে পেরেছি রাগ করবেন না। ফিরে এসে আপডেট দিয়ে সবাইকে খুশি করে দেন। ধন্যবাদ কাকসন দাদা।