25-01-2020, 12:15 PM
(This post was last modified: 25-01-2020, 12:17 PM by cuck son. Edited 1 time in total. Edited 1 time in total.)
পাঠকদের ঠিক মতো না বুঝাতে পারা লেখক হিসেবে আমার দুর্বলতা , সেটা আমি মাথা পেতে নিচ্ছি ।আমি অপুর বাবার চরিত্র কয়কেবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি । অনেকে বলছেন অপুর বাবা ছেলের প্রতি দায়িত্ববান , ছেলের প্রতি মায়ের উদাসীনতার জন্য সে মা কে বলেছে । একটু যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন অইদন অপু ঘুম থেকে দেরি করে উঠেছে এবং অপুর বাবা নিজেও একবারের জন্য ও ছেলের খোঁজ নেয়নি এসে ছেলেকে দেখে তার ছেলের কথা মনে পরেছে । আর ছেলের বাহানা দিয়ে স্ত্রীর আনন্দ মাটি করাই তার মুল উদ্দেশ্য । এমনটাই ছিলো আমার লেখার ইচ্ছা । হয়তো বুঝাতে পারিনি ।
আর এখানে ছেলে নিজের বাবা মায়ের সংসার ভাঙ্গেনি সে কিছুই করেনি , সে সুধু একটা প্লট ঠিক করে দিয়েছে বাকি সব এমনিতেই হয়েছে । ছেলে কিন্তু চাইতো তার বাবা যেন এই পরিক্ষায় উৎরে যায় । কিন্তু সে ফেইল করেছে । ছেলের খুব ইচ্ছে ছিলো বাবা তার মায়ের পুরনো প্রেমিক কে দেখে হিংসায় হোক অথবা নিজের স্ত্রী কে হারানোর ভয় হোক নিজের স্ত্রীর সাথে ভালো ব্যাবহার করুক এই জন্য ই অপু সন্দেস এর ঘটনার অবতারণা করেছে এবং মা যে বুড়োর ঘরে গিয়েছিলো সেটাও জানিয়ে দিয়ে এসেছে ।
তবে ঘটনা একটু দ্রুত ঘটে গেছে রাজুর কারনে । রাজু যদি রেনু কে অমন হুমকি না দিত তবে ঘটনা আরও ধীরে ঘটতো ( পাঠকরা সেক্স চাইছিলো দ্রুত ) ।
অনেকে মিনার শাস্তি চেয়েছে , আমি আসলে শিওর না কেন চেয়েছে ।
আর এখানে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি অপু চায় নিজের মা কারো হাতের পুতুল না হয়ে একজন স্বাধীন সত্তা হিসেবে বাচুক । এবং অপু এও অনুধাবন করেছে ওর মায়ের এই স্বাধীন জিবনের পথে এক মাত্র অন্তরায় অপু নিজে কারন অপুর মায়ের মোহ ভঙ্গ হয়েছে অনেক আগেই । কিন্তু সুধু ছেলের দিকে তাকিয়ে এতদিন সংসার করে গিয়েছে । কিন্তু অপু সেটা চায় না । অপু এও চায় না যে ওর বাবা মার সংসার ভাঙ্গে যাক ও চায় ওর মা যদি ওর বাবার সাথে থাকতে হয় তবে যেন ওর বাবা ওর মায়ের যোগ্য স্বামী হিসাবে থাকে ।
আর গল্পের শুরুতেই আমি বলেছি অপু নিজের মায়ের অন্যদের সাথে সেক্স এর কথা বলবে এই গল্পে । আপনারা সেই কথা জেনে বুঝেই এই গল্প পড়তে এসেছেন যদি অপুর মা অন্য কারো সাথে সেক্স করেই তবে কিভাবে সংসার এক থাকবে সেটাই আমি বুঝতে পারছি না ।
এক ভাই একটা প্রেডিকশন করেছেন গল্পের ভবিষ্যৎ নিয়ে সেটা অনেকটাই ঠিক অনেকটা কি পুরটাই ঠিক । কিন্তু সেটা সুধু প্রথম পর্বের প্রেডিকশন । কিন্তু এই গল্পের আরও কয়েকটা পর্ব ছিলো ।
আমি পাঠক দের মনে কোন দুঃখ দিতে চাই না । তাই অপুর কথা আর আগে বাড়বে না । নতুন গল্প নিয়ে যদি ফিরে আসি তবে আবার দেখা হবে কথা হবে ।
অনেক ভালবাসা পেয়েছি আপনাদের কাছে । আমার মতো লিখতে না জানা লোক ও লিখে ফেলেছে দু কলম সেটা আপনাদের ই ভালোবাসার ফল ।
সমাপ্ত এবং বিদায় (সাময়িক) ।
আর এখানে ছেলে নিজের বাবা মায়ের সংসার ভাঙ্গেনি সে কিছুই করেনি , সে সুধু একটা প্লট ঠিক করে দিয়েছে বাকি সব এমনিতেই হয়েছে । ছেলে কিন্তু চাইতো তার বাবা যেন এই পরিক্ষায় উৎরে যায় । কিন্তু সে ফেইল করেছে । ছেলের খুব ইচ্ছে ছিলো বাবা তার মায়ের পুরনো প্রেমিক কে দেখে হিংসায় হোক অথবা নিজের স্ত্রী কে হারানোর ভয় হোক নিজের স্ত্রীর সাথে ভালো ব্যাবহার করুক এই জন্য ই অপু সন্দেস এর ঘটনার অবতারণা করেছে এবং মা যে বুড়োর ঘরে গিয়েছিলো সেটাও জানিয়ে দিয়ে এসেছে ।
তবে ঘটনা একটু দ্রুত ঘটে গেছে রাজুর কারনে । রাজু যদি রেনু কে অমন হুমকি না দিত তবে ঘটনা আরও ধীরে ঘটতো ( পাঠকরা সেক্স চাইছিলো দ্রুত ) ।
অনেকে মিনার শাস্তি চেয়েছে , আমি আসলে শিওর না কেন চেয়েছে ।
আর এখানে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি অপু চায় নিজের মা কারো হাতের পুতুল না হয়ে একজন স্বাধীন সত্তা হিসেবে বাচুক । এবং অপু এও অনুধাবন করেছে ওর মায়ের এই স্বাধীন জিবনের পথে এক মাত্র অন্তরায় অপু নিজে কারন অপুর মায়ের মোহ ভঙ্গ হয়েছে অনেক আগেই । কিন্তু সুধু ছেলের দিকে তাকিয়ে এতদিন সংসার করে গিয়েছে । কিন্তু অপু সেটা চায় না । অপু এও চায় না যে ওর বাবা মার সংসার ভাঙ্গে যাক ও চায় ওর মা যদি ওর বাবার সাথে থাকতে হয় তবে যেন ওর বাবা ওর মায়ের যোগ্য স্বামী হিসাবে থাকে ।
আর গল্পের শুরুতেই আমি বলেছি অপু নিজের মায়ের অন্যদের সাথে সেক্স এর কথা বলবে এই গল্পে । আপনারা সেই কথা জেনে বুঝেই এই গল্প পড়তে এসেছেন যদি অপুর মা অন্য কারো সাথে সেক্স করেই তবে কিভাবে সংসার এক থাকবে সেটাই আমি বুঝতে পারছি না ।
এক ভাই একটা প্রেডিকশন করেছেন গল্পের ভবিষ্যৎ নিয়ে সেটা অনেকটাই ঠিক অনেকটা কি পুরটাই ঠিক । কিন্তু সেটা সুধু প্রথম পর্বের প্রেডিকশন । কিন্তু এই গল্পের আরও কয়েকটা পর্ব ছিলো ।
আমি পাঠক দের মনে কোন দুঃখ দিতে চাই না । তাই অপুর কথা আর আগে বাড়বে না । নতুন গল্প নিয়ে যদি ফিরে আসি তবে আবার দেখা হবে কথা হবে ।
অনেক ভালবাসা পেয়েছি আপনাদের কাছে । আমার মতো লিখতে না জানা লোক ও লিখে ফেলেছে দু কলম সেটা আপনাদের ই ভালোবাসার ফল ।
সমাপ্ত এবং বিদায় (সাময়িক) ।