23-01-2020, 12:13 AM
Warriorimperial আমার গল্পের প্রতি আপনার আগ্রহ দেখে ভালো লাগলো কিন্তু আমার গল্পের শেষ পরিণতিটা যদি আগেই সবার সামনে নিয়ে আসি তাহলে আর পড়ার মজা বা আগ্রহ কোনোটাই আর সেইভাবে থাকবেনা. মানে আগ্রহ আর মজা দুটোই নষ্ট হয়ে যাবে তাই এই গল্পের কোনো রকম হিন্ট এখন থেকে দেওয়া উচিত হবেনা বলে মনে করি. সাথে থাকুন. আর কেমন লাগছে জানান. শেষে কি হবে সেটা ভবিষ্যতের কোলে লুকোনো থাক.