Thread Rating:
  • 10 Vote(s) - 2.7 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
প্রবাসে দৈবের বশে (সংগ্রহীত)
#3
ছোটবেলা থেকেই নীতা জানতো যে ও সুন্দরী। যখন নীতার বারো বছর বয়েস, ফ্রক এর মধ্যে থেকে অল্প অল্প দেখা যাচ্ছে স্তন, তখন থেকেই পুরুষেরা ওর পেছনে। পাড়াতে স্কুলে যাবার পথে ছেলেরা মন্তব্য করত নীতা শুনেও শুনত না। কারণ ওর সেইসব মন্তব্য শোনার কোনো দরকার ছিল না। নীতা জানতো যেকোনো পুরুষ ওকে দেখলেই তার পছন্দ হবে নীতাকে। আর সেইসঙ্গে ও দেখেছিল বিদেশ থেকে আসা দিদিদের সুন্দর বিলাসবহুল জীবন। সেই দেখে ও ঠিক করেই ফেলেছিল যে ও কোনো অনাবাসী কেই বিয়ে করবে। নীতা জানতো যে ওর এই রূপ দেখে যেকোনো অনাবাসী বাঙালি-ই ওর প্রেমে পাগল হয়ে যাবে। নিজের সেই ইচ্ছে মাকে ও বাবাকে বিয়ের কথা শুরু হবার আগেই জানিয়ে দিয়েছিল। আর কাগজে সেই খবর যাবার পরে প্রথম অনাবাসী পাত্রই প্রথম দেখাতে ওকে পছন্দ করে ফেলে। নীতা জানতো এক পলকের দেখাই ওর যেকোনো পুরুষকে পাগল করার পক্ষে যথেষ্ট। আর বাস্তবেও তাই হলো। নীতাকে দেখার পরে সঞ্জয় অনেকক্ষণ ভালো করে কথাই বলতে পারেনি। বস্টনের রাস্তায় ছাদখোলা বি এম ডব্লু আশি মাইল স্পীডে চালাতে যে ভয় পায়না, নীতার কালো চোখের কাজলে সেই সঞ্জয় একমুহুর্তেই বধ হয়ে গেল। তার দু সপ্তাহ পরেই বিয়ে। আর তার পরের ব্যাপার তো আপনারা শুনেছেনই।
নীতা দু’তিনদিন ধরে ভেবেছিল সঞ্জয়কে ও বিয়ে করবে কিনা। বেশ ভালো কথা বলে, পরিবারও ভালো, সচ্ছল। বালিগঞ্জে বড় বাড়ি ওদের। নীতাদের চেয়ে বেশ অনেকটাই বড়লোক। সঞ্জয় পাঁচ ফুট সাত, বাঙালিদের মধ্যে খারাপ হাইট নয়। বিদেশে যে ভালো কাজ করে সে খবর বাবার বন্ধু অরুন কাকুই এনে দিয়েছিলেন। উনার বন্ধু বস্টনে থাকেন। আর সঞ্জয়ের চোখে যে লজ্জাভরা স্তুতি পেয়েছিল, তা দেখে বুঝেছিল মেয়েদের ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই ওর। সব মিলিয়ে নীতার জীবনের সব অঙ্কই মিলে গেছিলো। সুতরাং কোনো সমস্যাই ছিল না। কিম্বা বলা উচিত ছিল কি না নীতা সেটা জানতো না। নীতার জীবনে আরেকটা খেলা ছিল যেটা ও ছাড়া আর কেউ জানতো না। সেটা অনেক সুন্দরী নারীর থাকে। ওর প্রতি যেসব পুরুষেরা পাগল তাদের একটু একটু নাচানো। এরকম অনেকেই ছিল। নীতার দু’একটা হাসি বা চাউনি পেলে পৃথিবী উল্টে দিতে পারে এমন পুরুষের কোনদিনই অভাব বোধ করে নি ও। তের বছরে ওর মা যখন থেকে ফ্রক ছাড়ালেন তখন থেকেই শুরু। কিন্তু নীতা রক্ষনশীল পরিবারের মেয়ে। তাই প্রেম করা যে ওর পক্ষে সম্ভব নয় তা ও জানতো। কিন্তু প্রেম প্রেম খেলা খেলতে অসুবিধা ছিলনা। তাই পাড়ার দাদা থেকে কলেজের শিক্ষক, নীতার গুনমুগ্ধ অনেকেই ছিল। তার মধ্যে একটু স্পেশাল বোধহয় ছিল গানের স্কুলের সুরজিত। বড্ড বোকা। নীতা ওকে ব্যবহার করত ওর দেহরক্ষী হিসেবে। আর আজেবাজে আবদার মেটাবার জন্য। গানের স্কুল থেকে মিনিবাসে বাড়ি আসতে একসঙ্গে আসত দুজনে। মিনিবাসে নীতার সঙ্গে আলতো ছোয়া লাগত। কিন্তু সুরজিতের তাতে কোনো হেলদোল হত না। মাঝে মাঝে নীতার মনে হত কি বোকা ছেলেটা। এরকম দেহরক্ষী-ই ভালো যার কোনো চাহিদা নেই। সহজলভ্য। মাঝে মাঝে ওর দিকে বাসের ধাক্কায় সেটে গেলে নিজেই সরে যেত সুরজিত। আর সেটা জানতো বলেই নীতা ওকে ব্যবহার করত। কেমন একটা করুণা হত ওর প্রতি। অতবড় চেহারা, কিন্তু বড্ড সরল। নীতার পেলব সুন্দরী চেহারার প্রতি কোনো আকর্ষণ ছিল বলে মনেই হয়নি ওর। শরীরে শরীরে মিনিবাসের ভিড়ে মাঝে মাঝেই ঠেকে যেত। যথাসম্ভব নিজের শরীরটাকে গুটিয়ে নিত সুরজিত, নীতার স্পর্শ পেতে বাকিরা যেমন মৌমাছির মত আসে তেমন ছিলনা একদমই। একসঙ্গে গান গাইত ওরা। সাধারনত যেমন হয়, ডুয়েট গানের মধ্যে দিয়ে প্রেম জমে ওঠে, তা ভাবতই না কেউ-ই। গান দুজনেই ভালো গাইত। কিন্তু সুরজিত জানতো যে নীতার জন্যে ও একদমই বেমানান। গরিব ঘরের ছেলে ও। এছাড়া নীতা ওকে বলেই দিয়েছিল ওর পছন্দ বিদেশের ছেলে। যাহোক নীতার বিয়ের আগেই শেষ দেখা ওর সঙ্গে। পূর্ণেন্দু পত্রীর কথোপকথন প্রেসেন্ট করেছিল নীতাকে। কবিতার প্রতি বেশি আকর্ষণ না থাকায় প্যাকেট না খুলেই ঘরের দেরাজে রেখে দিয়েছিল ও। সুরজিত জিগেস করেছিল আর কি দেখা হবে? কেমন দুঃখ দুঃখ লাগছিল নীতার। বলেছিল ভিসা পেতে বেশ কিছুদিন লাগবে। ততদিন গানের স্কুল হয়ত চালাতে পারে। কেমন একটা অন্যরকম মনে হয়েছিল ওকে। যেন কিছু হারিয়ে গিয়েছিল ওর। তবে নিজের নতুন জীবনের স্বপ্নে বিভোর নীতা আর বেশি কিছু ভাবে নি।
All the contents posted by me have been downloaded from the internet. Credit goes to the original uploaders. Anyone having any issues with pictures posted, please message for removal.
Like Reply


Messages In This Thread
RE: প্রবাসে দৈবের বশে (সংগ্রহীত) - by stallionblack7 - 21-01-2020, 10:21 PM



Users browsing this thread: 2 Guest(s)