05-02-2019, 03:43 PM
(31-01-2019, 12:20 PM)ronylol Wrote: [ লেখকের নাম মনে নেই কেউ জেনে থাকলে জানাবেন ]
বাথরুমে গিয়ে আর একবার চোখে মুখে জল দিয়ে এলাম। মাথা কান এখনো ঝা ঝা করছে। এসি টাকে ফুল করে চেয়ারে এলিয়ে বসলাম। টেকনোক্র্যাট এ মনু দেসাই এর অফিস থেকে ফিরেছি প্রায় দু ঘণ্টা হয়ে গেছে। দুপুরের লাঞ্চ খাওয়ার কোঠা মাথাতেই নেই। টেবিলের এক কোনায় পরে থাকা টিফিন ক্যারিয়ার টা দেখে মনে পড়লো দীপ্তি পোলাও বানিয়ে দিয়েছিলো, এখন আর খাওয়ার ইচ্ছে নেই।
মনের ভিতর থেকে বারবার মনে হচ্ছে কাজ টা খুব হঠকারী হয়ে গেছে। মনু দেসাই এর অফিসে গিয়ে ওর কলার চেপে শাসানো টা ও এত সহজে সঝ্য করবে বলে মনে হয়না। কিন্তু আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। এই নিয়ে তিন নম্বর টেন্ডার একেবারে শেষ মুহূর্তে গিয়ে আমার হাতছাড়া হয়ে গেল এই মনু দেসাই এর জন্যে। রাজারহাটে সরকারি ইলেক্ট্রনিক্স ল্যাব এ প্রায় পাঁচ কোটি টাঁকার মালপত্রর দর দিয়েছিলাম। কালকে অবধি জানতাম ব্যাপার টা হয়ে গেছে। গত পরশু রাত আট টা অবধি রাম কিঙ্কর সান্যাল কে বেহালার উল্কা বার এ বারো হাজার টাঁকার মাল খাইয়ে নিজের গাড়িতে ওর বাড়ি নামিয়ে দিয়ে এলাম। ও আমাকে বার বার আশ্বাস দিয়েছিলো যে এটা আমি পাবোই। আমার দরপত্র বাছাই হয়ে ওর কর্তার টেবিল এ পৌঁছে গেছে, শুধু সই এর অপেক্ষা। হারামজাদা যখন কালকে সারাদিন ফোন তুলল না তখনি আমার বোঝা উচিত ছিল কিছু একটা গণ্ডগোল হয়েছে। শুয়োরের বাচ্চা টা আজকে ওর জুনিয়র কে দিয়ে ফোন করে বলে কিনা মনু দেসাই পেয়ে গেছে এটা। নিজেকে ঠিক রাখতে পারিনি। ব্যাঙ্ক এর লোণের ওপরে বড়বাজারের মারয়ারি সুরজলাল এর কাছে বাড়ি বন্ধক রেখে আড়াই কোটি টাঁকা ধার নিয়ে মালপত্র আগাম কিনে রেখেছিলাম। সরকারি টেন্ডার একবার পেলে পরের দু তিনটে আসতেই থাকে। ......................................
-“আই ওয়ানট হার ফর মি”, দীপ্তির দিকে দেখিয়ে বলল মনু দেসাই। আমরা দুজনেই একটু থতমত খেয়ে গেলাম। বলে কি মাল টা?
-“শি কামস উইথ মি নাও ওর ইয়উ আর স্ক্রুড লাইক হেল”, চাপা গর্জন করল মনু দেসাই। আমি বুঝতে পারলাম, আমাকে অপদস্থ করার জন্য রাস্কেল টা দীপ্তি কে নিয়ে এরকম অপমান জনক কথা বলছে। আমার মাথায় রক্ত চড়ে গেল, মনে হল এক ঘুসি মেরে শয়তান টার চোখে কালশিটে ফেলে দি। দীপ্তি বোধহয় আমার মুখের ভাব বুঝতে পেরেছিল। আমি কিছু করে ওঠার আগেই ও মনু দেসাই এর পাশে চলে গেল। আমার দিকে তাকিয়ে ঠাণ্ডা গলায় বলল, “রুপাই এর আধ ঘণ্টার মধ্যে ছুটি হবে। তুমি ওকে নিয়ে তারপরে আমাকে ফোন করো”
দীপ্তির চোখ ফেটে জল আসছে বেশ বুঝতে পারলাম। ও কনদিন ভাবেনি ওকে এরকম অপমান জনক অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। একটু এগিয়ে এসে আমার হাত ধরে ফিসফিস করে বলল, “আমাদের জন্যে...প্লিস তুমি আর কোনও পাগলামি করনা...আমি ঠিক ম্যানেজ করতে পারবো”
-“চলুন মিস্টার দেসাই, আমরা চা খেয়ে আসি”, দীপ্তি জোর করে মুখে হাসি এনে মনু কে বলল।
আমাকে আর কথা বলার সুযোগ না দিয়ে দীপ্তি মনু দেসাই এর মার্সিডিজ গাড়ির ড্রাইভার এর পাশে সিট এ উঠে গেল।
এক রাশ ধুলো উড়িয়ে গাড়িটা যখন বেরিয়ে গেল, তখনো আমি ভেবে পাচ্ছিলাম না এই ডিল টা কি আর দীপ্তি কে মনু কোথায় নিয়ে গেল!!!
Name of author desicplz একটি ইংরিজি গল্পের অনুপ্রেরনায়
Repped you.
Please continue.