19-01-2020, 03:09 PM
(17-01-2020, 10:37 PM)bpremik Wrote: আমার তো মনে হয় একজনই গোটা পাঁচেক আইডি বানিয়ে বিভিন্ন আইডিতে ভিন্ন ভিন্ন গল্প পোষ্ট করে। কারন সবগুলো গল্পের থিম প্রায় একই ধরনের। আর গল্পগুলো খুবই প্রেডিক্টেবল। ৯০% কপি পেষ্ট। শুধু নাম আর স্থান গুলো এডিট করা হয়৷ যেখান থেকে কপি করা হয় সেখানে কোন আপডেট না এলে এরাও আপডেট দিতে দেরি করে। এজন্য অনেক সময় গল্প শুরু হয় কিন্তু আর শেষ হয়না। সবই মুল গল্পের আপডেটের অভাবে।
কয়েকটা গল্প থেকে থিম নিয়ে লিখলে আমি তেমন সমস্যা দেখিনা । তবে আপনি যে অভিযোগ করছেন সেটা বেশ গুরুতর আরেকজনের লেখা কে নিজের নামে চুপি চুপি চালিয়ে দেয়া খুব খারাপ কাজ । কারন এতে আমরা যারা পাঠক আছে তাদের সাথে একধরণের প্রতারণা করা হয় আর সবচেয়ে বড় অন্যায় হয় অরিজিনাল লেখক এর প্রতি । আর আপনি যেরকম বলছেন তাতে মনে হচ্ছে এখানকার বেশিরভাগ গল্প কপি করা । যদি একটু কানে কানে i mean pm করে বলে দিতেন নাম গুলি তাহলে গল্প পড়বো ঠিক কিন্তু কমেন্ট করবো না ।