18-01-2020, 03:43 PM
অনেক অনেক ভালবাসা পেয়েছি পাঠক দের কাছ থেকে । সবচেয়ে বড় কথা হলো আমার মনের যে কথা গুলি বললে হয়তো লোকে ছিঃ ছিঃ করতো সে সব কথা গুলি মন খুলে প্রকাশ করছি আপনাদের কাছে । ছিঃ ছিতকার এর বদলে পেয়েছি উৎসাহ ভালবাসা । আপনাদের এই উৎসাহ ভালবাসা আমার মতো মানুষ যে জীবনে পরিক্ষার খাতা আর হোম ওয়ার্ক এর খাতা ছাড়া অন্য কথাও লেখেনি তাকে দিয়ে লিখিয়ে নিয়েছে । প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমি না না আমি বললে মস্ত অন্যায় হবে এখানে বলতে হবে আমরা । হ্যাঁ প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমারা এই গল্পের প্রথম পর্বের । তাই সকল কে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । অনেকের কথা রাখতে পারিনি অনেকে হয়তো অনেক আশা নিয়ে পড়া শুরু করেছে কিন্তু আমি তাদের মন মতো লিখতে পারনি । তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি । আশা করছি ভবিষ্যতেও আমাকে এমন ভালবাসা উপহার দেবেন ।
অপু ।
অপু ।