17-01-2020, 10:46 PM
(01-01-2020, 03:35 AM)boren_raj Wrote: বাক ওয়াকস ভাবে সমাপ্তি দিলেন একদম বাজে অবস্থা। অনেক আশা ছিলো ভালো সমাপ্তি দিবেন কিন্তু না ঐযে গান্ডু বানিয়ে দিলেন স্বামীদের আপনাদের লেখকরা স্বামীদের স্বামী মনে করেন না, তাই তোহ যেমন মনে করেন ঐভাবে তার প্রতিক্রিয়া দেখান যা কাহানীর সাথে একদমি মানায় না। আপনার কাছ থেকে অনেক আশা ছিলো কিন্তু তার বিপরীত করেছেন আপনি। যাই হোক এই সমাপ্ত মেনে নেওয়া যায় না বিদিশা আর জাবেদের কাছে অর্জুনকে এইভাবে পরাজিত করবেন ভাবা যায় না এই গল্পে। আপনার মনে শুধু গান্ডু বানানোর চিন্তা ছিলো তার প্রতিফলন দিলেন আজকের আপডেটের মাধ্যমে। চেয়ে ছিলাম ছুপ থাকবো কিন্তু পারলাম না দাদা আপনি কোনো কথায় রাখেন নি।
যে গল্প থেকে কপি করা হয়েছিলো সেখানেও এমনি হয়েছে।