17-01-2020, 10:37 PM
আমার তো মনে হয় একজনই গোটা পাঁচেক আইডি বানিয়ে বিভিন্ন আইডিতে ভিন্ন ভিন্ন গল্প পোষ্ট করে। কারন সবগুলো গল্পের থিম প্রায় একই ধরনের। আর গল্পগুলো খুবই প্রেডিক্টেবল। ৯০% কপি পেষ্ট। শুধু নাম আর স্থান গুলো এডিট করা হয়৷ যেখান থেকে কপি করা হয় সেখানে কোন আপডেট না এলে এরাও আপডেট দিতে দেরি করে। এজন্য অনেক সময় গল্প শুরু হয় কিন্তু আর শেষ হয়না। সবই মুল গল্পের আপডেটের অভাবে।