16-01-2020, 06:02 PM
সেই সাথে এটি যে সংগৃহীত গল্প, সেটা ও গল্পের প্রথমেই উল্লেখ করা জরুরী। এবং ওই গল্প কার লেখা, তার নাম দেয়া ও উচিত, নাম জানা না থাকলে, নাম যে জানেন না, সেটা বলে দিয়ে, অন্য পাঠকদের কাছে জানতে চাওয়া উচিত যে, যেন সম্ভব হলে অন্য কেউ মুল লেখকের নাম জানলে, সেটা যেন জানিয়ে দেয়। এতে গল্পের সাথে সাথে সেই সব লেখকদের প্রতি ও পোস্টার ভাই বোন রা সম্মান দেখাতে পারবেন।