13-01-2020, 07:16 PM
(13-01-2020, 02:58 PM)cuck son Wrote: teaser for ( গদফাদার এর মেয়ে )
আমার নেক্সট গল্প যেটা অপুর কথার পর পর ই আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি তার একটি ছোট্ট অংশ পেশ করলাম ।
( চেহাররায় চেকনাই যুক্ত দ্বিতীয় বুড়ো কথা গুলি বলে প্রথম বুড়োর দিকে তাকালো । মনেহয় আশা করেছিলো প্রথম বুড়ো কিছু বলবে । কিন্তু প্রথম বুড়ো কিছুই বলল না । সে ব্রিদ্ধাআঙ্গুল আর তর্জনী দিয়ে থুতনি চুলকাতে চুলকাতে মেঝেতে পড়ে থাকা একটি চটের বস্তার ভেতর থেকে বেরিয়ে থাকা বীভৎস একটি কাটা মাথার দিকে তাকিয়ে আছে । কাটা মাথার মুখের ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে যে কি পরিমান কষ্টে মৃত্যু হয়েছে তার । চোখ দুটো কোটর থেকে বেরিয়ে যেতে চাচ্ছে দাঁত গুলি সব বেরিয়ে আছে । চেহারায় প্রচণ্ড যন্ত্রণার ছাপ ।
_ বাকি শরীর কোথায় রঘু ?
প্রথম বুড়ো আবার প্রশ্ন করলো তবে এবার রঘু নামের একজন কে উদ্দেশ্য করে ।
_ সেটা এখনো জানা যায়নি , তবে আমি লোক লাগিয়ে দিয়েছি ওরা তন্নতন্ন করে খুঁজছে । আমাদের যত বিশ্বস্ত লোক আছে সবাইকে আমি এই কাজে লাগিয়ে দিয়েছি বস ।
বোঝা গেলো দ্বিতীয় বুড়োর নাম রঘু কারন উত্তর দিলো সে । তার তেল চকচকে ক্লিন শেভ করা চেহারায় বিষণ্ণতার ছাপ । দেখে মনে হচ্ছে যার কাটা মস্তক মেঝেতে চটের বস্তার উপর পড়ে আছে সে তার আপন কেউ ।
_ তাহলে তো খুব কম লোক কাজ করেছে রঘু , বিশ্বস্ত লোকের বড় অভাব আজকাল । যাও ভেতরে খবর দাও আর জব্বার ,আসলাম্, দিপু , নরেশ দের খবর দাও । আজ আমার সবাই কে দরকার ।
প্রথম ভঙ্গুর চেহারার বুড়ো চেয়ার থেকে উঠে দাঁড়ানর সাথে সাথে রঘু নিজেও উঠে দাঁড়ালো ।
_ কিন্তু বস আসলাম কে কেন ডাকছেন , সব কিছু জানার পরও আর ওই এলাকা আসলাম এর ।
প্রথম বুড়ো ঘুরে তাকালো রঘুর দিকে , তার লাল টকটকে চোখ দুটোতে টলমল করছে অশ্রু ।
_ আসলাম আমারি বাচ্চা রঘু , ভুলে যেও না । আর ও হয়তো এখনো এতো বড় সাহস রাখে না যে এই কাজ করে নিজের এলাকায় ফেলে রাখবে , যা বলছি তাই করো ।
কথা গুলি বলে বুড়ো আর দাঁড়ালো না , টলমল পায়ে হেঁটে বাড়ির ভেতর চলে গেলো । আর রঘু দুই খুনি চেহারার লোক কে ইশারায় কিছু বলতেই ওরা চলে গেলো । পিচিক করে পানের পিচকি ফেললো রঘু তারপর চেহারা আরও দুঃখী করে নিজেও বাড়ির অন্দরে প্রবেশ করলো। মেঝেতে পড়ে রইলো সেই ধরবিহিন মুণ্ডু একা । না ঠিক একা বলা যাবে না দুইটি বড় বড় মাছি এসে জুটেছে তাকে সঙ্গ দেয়ার জন্য । )
অনেক দিন নতুন কোনো থ্রিলারধর্মী গল্প পড়া হয় না,
জমবে বলেই মনে হচ্ছে।
তবে একটি গল্প সম্পূর্ণভাবে শেষ হওয়ার পর অন্য গল্প দিলে ভালো হয়, এতে আপনার উপর চাপও যেমন বাড়বে না আর আমাদের পাঠকদেরও খুব বেশি সময় ধরে আপডেটের অপেক্ষা করা লাগবে না।
ধন্যবাদ
পাঠক