13-01-2020, 02:58 PM
teaser for ( গদফাদার এর মেয়ে )
আমার নেক্সট গল্প যেটা অপুর কথার পর পর ই আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি তার একটি ছোট্ট অংশ পেশ করলাম ।
( চেহাররায় চেকনাই যুক্ত দ্বিতীয় বুড়ো কথা গুলি বলে প্রথম বুড়োর দিকে তাকালো । মনেহয় আশা করেছিলো প্রথম বুড়ো কিছু বলবে । কিন্তু প্রথম বুড়ো কিছুই বলল না । সে ব্রিদ্ধাআঙ্গুল আর তর্জনী দিয়ে থুতনি চুলকাতে চুলকাতে মেঝেতে পড়ে থাকা একটি চটের বস্তার ভেতর থেকে বেরিয়ে থাকা বীভৎস একটি কাটা মাথার দিকে তাকিয়ে আছে । কাটা মাথার মুখের ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে যে কি পরিমান কষ্টে মৃত্যু হয়েছে তার । চোখ দুটো কোটর থেকে বেরিয়ে যেতে চাচ্ছে দাঁত গুলি সব বেরিয়ে আছে । চেহারায় প্রচণ্ড যন্ত্রণার ছাপ ।
_ বাকি শরীর কোথায় রঘু ?
প্রথম বুড়ো আবার প্রশ্ন করলো তবে এবার রঘু নামের একজন কে উদ্দেশ্য করে ।
_ সেটা এখনো জানা যায়নি , তবে আমি লোক লাগিয়ে দিয়েছি ওরা তন্নতন্ন করে খুঁজছে । আমাদের যত বিশ্বস্ত লোক আছে সবাইকে আমি এই কাজে লাগিয়ে দিয়েছি বস ।
বোঝা গেলো দ্বিতীয় বুড়োর নাম রঘু কারন উত্তর দিলো সে । তার তেল চকচকে ক্লিন শেভ করা চেহারায় বিষণ্ণতার ছাপ । দেখে মনে হচ্ছে যার কাটা মস্তক মেঝেতে চটের বস্তার উপর পড়ে আছে সে তার আপন কেউ ।
_ তাহলে তো খুব কম লোক কাজ করেছে রঘু , বিশ্বস্ত লোকের বড় অভাব আজকাল । যাও ভেতরে খবর দাও আর জব্বার ,আসলাম্, দিপু , নরেশ দের খবর দাও । আজ আমার সবাই কে দরকার ।
প্রথম ভঙ্গুর চেহারার বুড়ো চেয়ার থেকে উঠে দাঁড়ানর সাথে সাথে রঘু নিজেও উঠে দাঁড়ালো ।
_ কিন্তু বস আসলাম কে কেন ডাকছেন , সব কিছু জানার পরও আর ওই এলাকা আসলাম এর ।
প্রথম বুড়ো ঘুরে তাকালো রঘুর দিকে , তার লাল টকটকে চোখ দুটোতে টলমল করছে অশ্রু ।
_ আসলাম আমারি বাচ্চা রঘু , ভুলে যেও না । আর ও হয়তো এখনো এতো বড় সাহস রাখে না যে এই কাজ করে নিজের এলাকায় ফেলে রাখবে , যা বলছি তাই করো ।
কথা গুলি বলে বুড়ো আর দাঁড়ালো না , টলমল পায়ে হেঁটে বাড়ির ভেতর চলে গেলো । আর রঘু দুই খুনি চেহারার লোক কে ইশারায় কিছু বলতেই ওরা চলে গেলো । পিচিক করে পানের পিচকি ফেললো রঘু তারপর চেহারা আরও দুঃখী করে নিজেও বাড়ির অন্দরে প্রবেশ করলো। মেঝেতে পড়ে রইলো সেই ধরবিহিন মুণ্ডু একা । না ঠিক একা বলা যাবে না দুইটি বড় বড় মাছি এসে জুটেছে তাকে সঙ্গ দেয়ার জন্য । )
আমার নেক্সট গল্প যেটা অপুর কথার পর পর ই আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি তার একটি ছোট্ট অংশ পেশ করলাম ।
( চেহাররায় চেকনাই যুক্ত দ্বিতীয় বুড়ো কথা গুলি বলে প্রথম বুড়োর দিকে তাকালো । মনেহয় আশা করেছিলো প্রথম বুড়ো কিছু বলবে । কিন্তু প্রথম বুড়ো কিছুই বলল না । সে ব্রিদ্ধাআঙ্গুল আর তর্জনী দিয়ে থুতনি চুলকাতে চুলকাতে মেঝেতে পড়ে থাকা একটি চটের বস্তার ভেতর থেকে বেরিয়ে থাকা বীভৎস একটি কাটা মাথার দিকে তাকিয়ে আছে । কাটা মাথার মুখের ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে যে কি পরিমান কষ্টে মৃত্যু হয়েছে তার । চোখ দুটো কোটর থেকে বেরিয়ে যেতে চাচ্ছে দাঁত গুলি সব বেরিয়ে আছে । চেহারায় প্রচণ্ড যন্ত্রণার ছাপ ।
_ বাকি শরীর কোথায় রঘু ?
প্রথম বুড়ো আবার প্রশ্ন করলো তবে এবার রঘু নামের একজন কে উদ্দেশ্য করে ।
_ সেটা এখনো জানা যায়নি , তবে আমি লোক লাগিয়ে দিয়েছি ওরা তন্নতন্ন করে খুঁজছে । আমাদের যত বিশ্বস্ত লোক আছে সবাইকে আমি এই কাজে লাগিয়ে দিয়েছি বস ।
বোঝা গেলো দ্বিতীয় বুড়োর নাম রঘু কারন উত্তর দিলো সে । তার তেল চকচকে ক্লিন শেভ করা চেহারায় বিষণ্ণতার ছাপ । দেখে মনে হচ্ছে যার কাটা মস্তক মেঝেতে চটের বস্তার উপর পড়ে আছে সে তার আপন কেউ ।
_ তাহলে তো খুব কম লোক কাজ করেছে রঘু , বিশ্বস্ত লোকের বড় অভাব আজকাল । যাও ভেতরে খবর দাও আর জব্বার ,আসলাম্, দিপু , নরেশ দের খবর দাও । আজ আমার সবাই কে দরকার ।
প্রথম ভঙ্গুর চেহারার বুড়ো চেয়ার থেকে উঠে দাঁড়ানর সাথে সাথে রঘু নিজেও উঠে দাঁড়ালো ।
_ কিন্তু বস আসলাম কে কেন ডাকছেন , সব কিছু জানার পরও আর ওই এলাকা আসলাম এর ।
প্রথম বুড়ো ঘুরে তাকালো রঘুর দিকে , তার লাল টকটকে চোখ দুটোতে টলমল করছে অশ্রু ।
_ আসলাম আমারি বাচ্চা রঘু , ভুলে যেও না । আর ও হয়তো এখনো এতো বড় সাহস রাখে না যে এই কাজ করে নিজের এলাকায় ফেলে রাখবে , যা বলছি তাই করো ।
কথা গুলি বলে বুড়ো আর দাঁড়ালো না , টলমল পায়ে হেঁটে বাড়ির ভেতর চলে গেলো । আর রঘু দুই খুনি চেহারার লোক কে ইশারায় কিছু বলতেই ওরা চলে গেলো । পিচিক করে পানের পিচকি ফেললো রঘু তারপর চেহারা আরও দুঃখী করে নিজেও বাড়ির অন্দরে প্রবেশ করলো। মেঝেতে পড়ে রইলো সেই ধরবিহিন মুণ্ডু একা । না ঠিক একা বলা যাবে না দুইটি বড় বড় মাছি এসে জুটেছে তাকে সঙ্গ দেয়ার জন্য । )