12-01-2020, 05:53 PM
(12-01-2020, 05:21 PM)rimpikhatun Wrote: Prince... তুমি যথেষ্ট ভদ্র ছেলে বলেই তোমার সঙ্গে কথা বলি। voice call করার পর যেই কেউ জানতে পারে আমি অরিজিনাল মহিলা রাইটার ওমনি সে (সবাই নয়) নানারকম অশ্লীল প্রস্তাব দিতে শুরু করে ..... ভাবে গল্পে বর্ণিত নায়িকার মত বাস্তব জীবনেও আমি তাই। কিন্তু এটা সত্য নয়। পুরুষদের মত মহিলাদেরও নানারকম ফ্যান্টাসি থাকতে পারে বা থাকাটা অস্বাভাবিক নয়। তাই বলে ফোরামে গল্প পোস্ট করলে, কিছু পাঠকের সঙ্গে সেক্স চ্যাট বা সেক্স কল করতে হবে এমনটা যদি ঐ সব পাঠকগণ ভাবেন তাহলে তারা ভুল করছেন। আসলে আমি এই ফোরামে অনেকদিন আছি কিন্তু কখনো গল্প লেখার কথা ভাবিনি। এটা আমার কাছে একটা চ্যালেঞ্জের মত ছিল। সেইজন্যে পরীক্ষামূলক ভাবে 'সুজাতা' থ্রেডটি শুরু করেছি। গল্পের ভালো-খারাপ পাঠকবৃন্দ বিচার করবেন। যদি কারো কোন সাজেশন, উপদেশ থাকে দিতে পারেন.... মানার চেষ্টা করব। আমার মন্তব্যে যদি কারো খারাপ লাগে ক্ষমা করে দেবেন।
এবং আপনি খুব ভালো ভাবে সেই চেলেঞ্জ এ উতরে গেছেন । সবার কথা জানিনা তবে নিজের কথা বলতে পারি । বাস্তবে যে কাজ গুলি করা সম্ভব নয় বা আমি করতে চাই না সেগুলি এখানে এসে লিখে পাঠকদের সাথে শেয়ার করি । শেয়ার করতে পারলে মনে একটা তৃপ্তি আসে ।
শুভ কামনা আপনার জন্য ।