09-01-2020, 04:16 PM
(09-01-2020, 03:12 PM)Biddut Roy Wrote:
দাদা আমি এই নিয়মটা জানি না। এই গসিপটাই তো বিভিন্ন নিষিদ্ধ গল্প দিয়ে তৈরি। সেখানে বাড়ার পিক দিলে কি এমন ক্ষতি বুঝতে পারলাম না। জায় হোক তার জন্য যে আপনি চারটা নেগেটিভ রেপু দিবেন সেটাও আশা করিনি। হয়তো হাতে আরও রেপু থাকলে আরও নেগেটিভ রেপু দিতেন।
মনে বড় কষ্ট পেলাম আপনার রেপু দেওয়া দেখে। গল্প পড়তে এসে প্রফাইল পিক দেখে রেপু দিতে এই প্রথম দেখলাম।
আগামিকাল চারটা পজেতিভ দিয়ে কাটাকুটি করে দেবো কষ্ট পেয়েন না । তবে পিক টা সত্যি খুব ডিস্টারবিং লাগছে আমি তো আপনাকে বলতে পারিনা যে পিক চেঞ্জ করেফেলেন ওটা আপনার পার্সোনাল ব্যাপার তাই নেগেটিভ দিয়ে অসমর্থন প্রকাশ। সত্যি ব্যাপারটা একটু উনিক গল্প পড়তে এসে পিক দেখে জাজ করা । দুনিয়ায় কত পাগল ই তো থাকে ধরে নেনে আমি ও সেই পাগল দের মাঝে একজন । তাই কষ্ট না পেয়ে পাগল ভেবে এড়িয়ে যান ।