02-02-2019, 09:27 AM
(01-02-2019, 05:04 PM)bipulroy82 Wrote: আপনারা জানেন আমি নিষিদ্ধ বচন লেখার শেষদিকটাতে চোখের ব্যারামে কাবু হয়ে গিয়েছিলাম। অনেকদিন ট্রিটমেন্টের পর সম্পুর্ন সুস্থ হয়েছি। ডক্টরদের পরামর্শে চলছি এখনো। সমস্যা একদমই নেই। তবু সেই আতঙ্ক আমাকে গ্রাস করে আছে। সেকারণে পড়তে বা লিখতে খুব সাবধানি থাকি। তাই নিষিদ্ধ বচনের মত দ্রুত আপডেট দিচ্ছি না। পেশাগত ব্যস্ততায় থেকেও নিষিদ্ধ বচন লিখেছি বলতে পারেন নাকেমুখে। তেমন সাহস করতে পারিনা এখন। তাই এই গল্প খুব ধীরে এগুচ্ছে। সেজন্যে সম্মানিত পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করছি। পাঠকদের চেয়ে থাকা আমাকে বিব্রত করে। তবু কথা দিচ্ছি কনফিডেন্স লেভেল বেড়ে গেলে এই গল্পটাও নিষিদ্ধ বচনের মত দ্রুত এগিয়ে নিয়ে যাবো।
nijer jotno niye joto ta parben toto ta te i khusi thakbo amra