28-12-2019, 07:41 PM
(27-12-2019, 11:08 AM)sudipto-ray Wrote: স্নিগ্ধার মনোভাব আরো কঠিন করে তুলুন।
এটা খুব ভালো আপডেট ছিল।........★..★স্নিগ্ধা শান্ত কিন্তু হিংস্র চোখে তপনের দিকে তাকিয়ে বললো : ও আমার ছেলে. ও কথায় শোবে কি না শোবে সেটা কি তুমি ঠিক করে দেবে? ওর ইচ্ছে হয়েছে তাই ও আমার সাথে শুয়েছে. একশো বার শোবে. তোমার তো বাচ্চা নেই তাই তোমার কাছে বাচ্চার কোনো গুরুত্ব না থাকতে পারে কিন্তু আমার বাচ্চাকে কেউ কিছু বললে আমার যায় আসে তপন. তোমাকে আমার শরীর নিয়ে খেলতে দিয়েছি বলে ভেবোনা তুমি যা বলবে আমি তাই করবো. ভুলে যেওনা আমি কে? আর তুমি কে? তাই এরপর আমার ছেলেকে কিছু বলার আগে একশো বার ভেবে নেবে. আরেকটা 8কথা মাথায় ঢুকিয়ে নাও. তুমি আমায় ব্যবহার করছোনা, আমি তোমায় আমাকে ব্যবহার করতে দিচ্ছি........★★★
এই অংশটুকু বেস্ট ছিল।
একমত।আশা করি পরের আপডেট এ এরকম আরো কিছু অংশ তুলে আনবেন বাবান দাদা