28-12-2019, 06:20 PM
(28-12-2019, 06:02 PM)Badrul Khan Wrote: অপুর আব্বু মনিকাকুর এটো খেয়েছে ।তারা আবার প্রতিদ্বন্দ্বি কিভাবে ?
একজন বর্তমান মালিক মানে স্বামী যার লিগাল অথোরিটি আছে আর একজন পেলেপুষে বড় করেছে কিন্তু নিজের করে নিতে পারেনি । কি হবে এর পর আপনার মতে । মনি বুড়ো কিন্তু দুর্বল পজিশনে । কারন আইনত রুনা অপুর আব্বুর বউ , মনি বুড়োর কিছু না । তার উপর অপু নিজেও একটা বড় হাতিয়ার অপুর আব্বুর পক্ষে ।
অপুর আব্বু কি নিজের মাল নিজের ঘরে ফিরিয়ে নিয়েজেতে পারবে নাকি এতদিন পর এসে মনি বুড়ো নিজের যত্নে বড় করা গাছের ফল এর রস ভোগ করবে ।
নাকি রাজু মতিন এর যৌবন এর দূর্বার শক্তি রুনাকে ভাসিয়ে নিয়েজাবে ।
যুদ্ধের দামামা কিন্তু মনি বুড়ো আগে বাজিয়ে দিয়েছে একটু লক্ষ্য করলে দেখবেন অপুর আব্বুকে কিন্তু মনি বুড়ো এখনো মাস্টার বলে ডাকছে। জামাই বলে নয় । এটা বড় একটা আঘাত অপুর আব্বুর জন্য ।