26-12-2019, 11:39 PM
গল্প ভালো চলছে।তবে পাঠক দ্বারা প্রভাবিত হয়ে লেখকের ভুল প্লটে মোড় নিয়ে যাবার সম্ভাবনা থাকে।সেক্স স্টোরির পাঠকরা সবসময়ই বিভ্রান্ত করে।তাদের ফ্যান্টাসি থেকে গল্পের প্লট চেয়ে বসে।সেই ফাঁদে পা দিয়ে বহু যৌনগল্প গোলমাল বেসামাল হয়ে গেছে।যেখানে গণ সঙ্গমের প্রয়োজন নেই সেখানে চলে এসেছে, কিংবা পাঠকের ডার্ক ফ্যান্টাসির কারণেই কেবল ফোরাম গুলো ইনসেস্ট গল্পে ভরে গেছে।কোনো কোনো লেখক পাততাড়িও গুছিয়ে নিয়েছে।আপনি সেরকম লেখক নন।তাই আপনার লেখা নতুন ফ্যান্টাসির জন্ম দেয়।দারুন চালিয়ে জান।ভূলেও পাঠকের ফাঁদে পা দেবেন না।নিজের মত করে লিখুন।আপনার কাছে ভবিষ্যতে আরো গল্প পাবার আশা রাখি।খুব শীঘ্রই আমার গল্পেরও আপডেট হবে।কর্ম ব্যস্ততা বেড়ে যাওয়ায় দেরী হচ্ছে।