Thread Rating:
  • 23 Vote(s) - 2.83 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
চাঁদের অন্ধকার_Written By Tumi_je_amar
ফিরে আসা (০৬)

মাকে দেখে মায়িল জিজ্ঞাসা করে,
"কতদিন ধরে তোমাকে খুঁজছি, কিন্তু খুঁজেই
পাই না।"
কঞ্জরি দেবীর মেঘের মত শরীর মায়িলকে
জড়িয়ে ধরে বলে যে উনি সব সময় মায়িল আর
সুধীরের পাশে পাশেই আছেন। মা হয়ে কি
ভাবে ছেলে মেয়েকে ছেড়ে থাকতে
পারেন। তারপর আবার জিজ্ঞাসা করেন
মায়িল কেন কাঁদছে। মায়িল ভেঙে পড়ে আর
বলে যে ওর জন্যে সুধীর খারাপ হয়ে যাচ্ছে,
কিন্তু ও নিজেকে সামলাতে পাড়ছে না।
কঞ্জরি দেবী মায়িলের মাথায় হাত বুলিয়ে
দেন। উনি ওকে শান্ত হতে বলেন।
উনি বলে যান –
কেউ এক ভগবানে বিশ্বাস করে, কেউ অনেক
ভগবানে বিশ্বাস করে। যে যার নিজের
বিশ্বাস নিয়ে থাকে। অন্যের বিশ্বাসে
আঘাত করতে নেই। অন্য কে নিজের মত করার
চেষ্টা করাও পাপ। আমি আর তোমার বাবা
একে অন্যকে নিয়েই সুখী ছিলাম। সুধীরও শুধু
তোমাকে নিয়েই সুখী থাকতে চায়। ওর এই
বিশ্বাসে কখনও আঘাত কোরো না। সঙ্গম
করা পাপ নয়। সঙ্গম করা হল ভগবানের সাথে
মিলন। এটাকে ভোগ বলে ভেবো না।
অনেকের সাথে সঙ্গম করাও পাপ নয়। তবে
ভালোবাসা ছাড়া শুধু ভোগের জন্যে সঙ্গম
করাও ঠিক নয়। আবার ভালবাসলেই যে সঙ্গম
করতে হবে তারও কোন মানে নেই।
এই বলে কঞ্জরি দেবী শূন্যে মিলিয়ে যান।
মায়িল চিৎকার করে ওঠে, "মা, আমাকে বলে
যাও আমি কি করবো।"
কিন্তু মা আর ফিরে আসে না। মায়িল
চেঁচিয়ে চেঁচিয়ে মা মা করে কাঁদতে থাকে।
বার বার বলে ওঠে মা আমাকে বলে দাও
আমি কি করবো।
ওর ডাক শুনে সুধীরের ঘুম ভেঙে যায়। ও
মায়িলকে জড়িয়ে ধরে। মায়িল কেঁদে কেঁদে
বলে যে মা এসেছিলেন কিন্তু সব কথা না
বলে চলে গেলেন। সুধীর উত্তর দেয় যে
মায়ের কথা যতটা শুনেছে ততটাই মেনে
চলতে, বাকি উত্তর নিজের থেকেই পেয়ে
যাবে।
Like Reply


Messages In This Thread
RE: চাঁদের অন্ধকার_Written By Tumi_je_amar - by FuckEr BoY - 20-12-2019, 06:20 PM



Users browsing this thread: