18-12-2019, 06:28 AM
এক বিছানায় ঐ ঘটনা ঘটার পর অলোকিত কিছু হতে পারতো যার ফলে কোমরের যে ব্যথাটা ছিলো তা ও চলে যেতে পারতো। এইখানে ফ্যান্টাসি দেখাতে গিয়ে অলৌকিক কিছু বেশি দেখিয়ে দিয়েছে যেমন অন্যজনের বাচ্চা নেওয়ার ভাবনা বা বিয়ে করার ইচ্ছে! তাহলে প্রকিত ভালোবাসা কি এইসব সায় দেই খুল্লাম খুল্লাম কিছু করার। ভাবা দরকার ছিলো অনুমতি দিয়েছে সুধু দেহো সুখ পাওয়ার জন্য এই নই যে অন্যের ঘরে চলে যাবে নতুন সংসার পাতবে। যাই হোক আরো ভালো হতে পারতো, শেষটা এমন চিন্তা ধারায় গিয়ে শেষ হওয়াটা ভালো লাগে নাই।