Thread Rating:
  • 23 Vote(s) - 2.83 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
চাঁদের অন্ধকার_Written By Tumi_je_amar
ডাঃ সুধীর রাও - মায়িল (৫০)

শনিবারে যখন সুধীর বাড়ি আসে কঞ্জরি
দেবী মায়িলকে এক মুহূর্তের জন্যেও সুধীরের
থেকে দূরে থাকতে দেন না। ঘরের কোন
কাজই করতে দেন না। মায়িল যতই বলে যে ও
রাতে সুধীরের কাছেই তো থাকবে। কঞ্জরি
দেবী শোনেন না।
কঞ্জরি দেবী – না মা ছেলেটা সারা
সপ্তাহ তোকে পায় না। এই দুদিন ওর পাশে
পাশেই থাক
মায়িল – সারা দিন আমার সাথে কি করবে?
কঞ্জরি দেবী – স্বামীর সাথে থাকলে শুধু
কি কি করবে সেই ভাবলেই হয় মা। যে স্বামী
তার বৌকে ভালোবাসে তার কাছে বৌ এর
মুখ একশোটা গোলাপের থেকেও বেশী সুন্দর।
স্বামী যতই ক্লান্ত হোক না কেন বৌয়ের
হাসি মুখ দেখলে সব ক্লান্তি দূর হয়ে যায়।
আবার নতুন করে কাজ করার শক্তি পায়।
মায়িল – তুমি কি করে জানলে?
কঞ্জরি দেবী – এই সব জীবনের শিক্ষা, এর
জন্যে কোন বই পড়তে হয় না
মায়িল – মা তুমি ভালবাসার দেবী
কঞ্জরি দেবী – আমি একজন বৌ আর মা।
একজন নারীর জন্যে সব থেকে শ্রেষ্ঠ দুই
সন্মান।
মায়িল – তুমি বল বৌ হওয়া বেশী আনন্দের
না মা হওয়া?
কঞ্জরি দেবী – যেদিন তোর বাবা আমাকে
বিয়ে করে ঘরে আনে সেদিন খুব একটা কিছু
বুঝিনি। বিয়ের দুদিন পরে যে রাতে তোর
বাবা আমাকে কুমারি থেকে নারী করেন,
সেই রাতে আমি বুঝি ভালবাসা কি জিনিস।
তখন বুঝতে পারি আমার আসল ভগবান কে। আর
যখন সুধীর জন্মায় তখন বুঝতে পারি আমাদের
ভালবাসা আর জীবনের আসল উদ্দেশ্য। সেই
জন্যে দুটোই সমান আনন্দের।
মায়িল – কে বলবে তুমি কোনদিন দর্শন
শাস্ত্র পড়নি।
কঞ্জরি দেবী – ওইসব শাস্ত্র আমি বুঝি না।
আমি শুধু জীবন বুঝি।
মায়িল – কোন দরকার নেই তোমার শাস্ত্র
বোঝার। আজ বুঝতে পারছি তোমার মত নারী
দের হাতেই দর্শন শাস্ত্রের সুচনা হয়েছিল।
এই বলে মায়িল কঞ্জরি দেবীর পায়ে হাত
দেয়। কঞ্জরি দেবীও মায়িলকে বুকে নিয়ে
জড়িয়ে ধরেন। মায়িল বাংলা জানলে আর
গান শুনলে ও গেয়ে উঠত –
তুমি আমার মা, আমি তোমার মেয়ে
বল না মা কি পেয়েছ আমায় কাছে পেয়ে,
মাগো আমায় কাছে পেয়ে
মায়িল না হয় মেয়ে নয়, ছেলের বৌ। কঞ্জরি
দেবীর কাছ মায়িল মেয়ের থেকে কম ছিল
না।
Like Reply


Messages In This Thread
RE: চাঁদের অন্ধকার_Written By Tumi_je_amar - by FuckEr BoY - 14-12-2019, 08:56 AM



Users browsing this thread: 9 Guest(s)