26-01-2019, 03:20 PM
৯)
“ওই লোকটা আজকে আমায় লিফট দিলো, ওয়াল মারট থেকে বাড়ি অবধি”, পূর্বা আমাকে ফোন করে জানিয়েছিল। গ্যারাজ এর ঘটনা টার প্রায় সপ্তাহ তিন পরের কথা।
“কোনও বাজে ব্যবহার করেনি তো?”, আমার চিন্তা হচ্ছিল খুব। অ্যালান লোকটা একটু রুক্ষ সুক্ষ আর আগ্রাসী টাইপের। ভয় হচ্ছিলো ও পূর্বার কোনও ক্ষতি না করে দেয়।
“কোন লোকটা?”, অফিসের কাজে ব্যাস্ত ছিলাম, পূর্বার কথার ইঙ্গিত টা ঠিক করে ধরতে পারিনি। আমাদের তখনও একটাই গাড়ি ছিল। আমি সেটা নিয়ে অফিস চলে গেলে পূর্বা মাঝে মধ্যে হেঁটে হেঁটেই কাছের ওয়াল মারট বা আর কোনও গ্রসারি শপিং এ চলে যেত। অনেক জিনিস হয়ে গেলে ক্যাব নিয়ে ফিরে আসত। ওর কথা শুনে যা বুঝেছিলাম তা হল, বাইরে এসে যখন পূর্বা ক্যাব এ কল করবে ভাবছে তখনি নাকি হটাত করে কোথা থেকে যেন অ্যালান এসে আবির্ভাব হয়েছিল। পূর্বা প্রথমে না চেনার ভান করছিলো কিন্তু সেটা বেশিক্ষণ চালিয়ে যেতে পারেনি। অ্যালান নাকি ওর হাত থেকে ট্রলি টা প্রায় কেড়ে নিয়ে পারকিং লট এর দিকে হাঁটা দিয়েছিল। পূর্বা বেচারি আর সিন ক্রিইয়েট না করে বাধ্য মেয়ের মতন পিছু পিছু চলে এসেছিল।
“ভাট… ক্ষতি আবার কি করবে। একটু বেশি পাকা টাইপের। তবে আজকে তো আমাকে খুব করে সরি বলল। আগের দিন নাকি অভদ্র ব্যবহার করেছিল আমার সাথে তার জন্যে। আমি ভাবলাম কি জানি ওই তাকিয়ে থাকা টা মিন করছে নাকি… তাই আর কিছু বলিনি। ভারি ভারি জিনিস গুলো একদম কিচেন অবধি পৌঁছে দিলো”, এক নিশ্বাসে বলে ফেলেছিল পূর্বা। গলায় উতসাহ টা লক্ষ্য করার মতন ছিল।
“হবনা? এমন হ্যান্ডসাম হাঙ্ক… আমাকে যেরকম লাইন মারছিল না তুমি যদি একবার দেখতে। আর শুধু আমি নয় বাবলাও খুব পটে গেছে। কাধে চেপে কিছুক্ষন ঘোরাঘুরি করে নিয়েছে”, পূর্বা অ্যালান কে সাপোর্ট করে চলেছিল, “একটু লেখাপড়া কম জানা লোক তো, তাই কারটেসি বোধ অতটা নেই”।
“আর কি বলল?”, আমি আরও ডিটেলস এ জানতে চাইছিলাম। “শুধু মাল পত্র বয়ে এনে দিলো চুপচাপ নাকি আরও অনেক কথা হোল?”
“হমমম… আর আমার অনেক প্রশংসা করলো। আমাকে নাকি ভারতীয় প্রিন্সেস এর মতন দেখতে”, পূর্বা হাসতে হাসতে উত্তর দিয়েছিল।
যাক, আরব্য রজনী ছেড়ে বাবু এবার ঠাকুমার ঝুলিতে ঢুকেছে। আমি আগের দিন আমাদের এথনিক ব্যাকগ্রাউনড না বললে হয়তো আবার জেসমিন দিয়েই ট্রাই মারত। পূর্বা কে আগের দিনের প্রশংসা টা বলা হয়নি।
“তুমি তো দেখছি একেবারে গদগদও। কি ব্যাপার?”, আমি চিমটি কেটে জিগাসা করেছিলাম।